![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শাকিল সহজ সরল
---বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলের ছাদ অসংখ্য ছাত্র ছাত্রীদের লুকিয়ে কাঁদার সাক্ষী। কেউ হয়ত বেকারত্বের জ্বালায় কাঁদে। বাড়িতে অসুস্থ মা, কোনভাবেই টাকা দিতে পারছেনা। টিউশনির টাকায় হয়ত নিজেই চলতে পারে , বাড়িতে টাকা পাঠাতে পারেনা।টাকার অভাবে মা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।
.
কেউ হয়ত কাঁদে প্রিয়জন চলে যাওয়ার বিরহে, নিজেদের মাঝে এত মধুর স্মৃতি-ভালবাসা, খুনশুটি গুলোকে মিস করে। মেয়েটি প্রচন্ডভাবে কোন একটা প্লে-বয় টাইপের ছেলের দ্বারা প্রতারিত হয়ে। কিংবা কোন এক ঈদের ছুটিতে, ছেলেটির গার্লফ্রেন্ডের প্রতিষ্ঠিত কোন ছেলের সাথে বিয়ে হওয়া দেখে।
.
কেউ হয়ত কাঁদে আজকে দুপুরে কি খাবে, পকেটে তো টাকা নেই। আর একটা টিউশনিও জোটেনি তার ভাগ্যে। আর কতদিন গরীব বাবা মায়ের কাছ থেকে টাকা নিবে সে, এই ভেবে।
.
সব কান্নাগুলোই হয়ত ছাদের রেলিং থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে হয়তবা আসেনা। নির্জীব ইট পাথরগুলো এই হতভাগা ছেলে মেয়েদের কান্না দেখেই যায় শুধু, সান্তনা আর দেয়না।
.
তবুও কান্নাকাটি করে যে সব ছেলে মেয়ে চোখের পানি মুছে রুমে এসে, দাতের উপর দাত রেখে নিজের কাজটা ঠিকমত চালিয়ে যায়, তারাই হয়ত একদিন সফলতার মুখ দেখে। তারাই বোঝে সুখ কি জিনিস। এতদূর আসতে তাদের কতকিছু যে বিসর্জন দিতে হয়েছে। হয়ত কারো মা বিনা চিকিৎসায় মারা গেছে, কারো চাকুরী না থাকায় ৬ বছরের প্রেমটা ব্রেক আপ করে চলে গেছে তার প্রাণের চেয়ে প্রিয় মানুষটি।
এত এত সফলতার ভিড়ে কিছুটা শূন্যতা হৃদয়ের মাঝে থেকেই যায়। আর তা হল বড় কিছু চিরতরের জন্য হারিয়ে ফেলা।এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। মাঝরাতে থেকে থেকেই বুকের বাম পাশের ব্যাথাটা চিন চিন করে উঠে। রাত গভীর থেকে গভীরতর হয়। ভোর কাটিয়ে সুর্য উঠে। সেই সাথে বুকের ব্যথাটাও আস্তে আস্তে প্রশমিত হতে থাকে , চলতে হয় নতুন কোন এক পৃথিবীর সন্ধানে।
©somewhere in net ltd.