নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শাকিল আমি লেখালেখি করতে অনেক ভালবাসি আমি আমার দেশকে অনেক ভালবাসি

মো:শাকিল হোসেন

আমি শাকিল সহজ সরল

মো:শাকিল হোসেন › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের পক্ষ নিয়ে করলাম ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

পোস্ট টা মেয়েদের পক্ষ নিয়ে করলাম ।
.
.ভাল লাগলে কমেন্টে বক্সে জানাবেন
.
মেয়েরা তার স্বামীর কাছে কি চায়? - অনেক কঠিন একটা প্রশ্ন। -
অনেকের কাছেই বলতে শুনেছি ......
মেয়েরা শাড়ি চায়, গয়না চায় আরও কতো কি? -
কিন্তু আসলেই কি মেয়েরা শাড়ি - গয়না চায়? .. ..
- ইর্ন্টানীর সময় .. আমার..এক বন্ধু.. প্লেসমেন্ট গাইনীতে। নাইট
ডিউটি করছিলো। রাতে এক ডেলিভারীর রুগী আসলো।
মহিলার স্বামী রিকশা চালায়। - মহিলা ব্যথায়
চিৎকার করছে।বন্ধু নার্সকে বলল্লো ...... পেশেন্টকে
লেবার রুমে নিয়ে যান। কিন্তু মহিলা তার স্বামীর
হাত ছাড়ে না। - মহিলা তার স্বামীকে বলে .....
আমার খুব ভয় করতাছে। আপনি আমার হাত
ছাইড়েন না। - মহিলার স্বামী আমার বন্ধু কে জিজ্ঞেস
করে ...... স্যার, আমি কি ওর লগে ভিতরে যাইবার
পারুম। - না ...... লেবার রুমে একসাথে ১০-১২
জন রুগী থাকে। সেখানে আপনাকে আমি ঢুকতে দিতে
পারি না। - মহিলার স্বামী তখন মহিলাকে বললো
...... বউ তুই কোনো চিন্তা করিস না। তুই ভিতরে
যা। আমি এই গেটের পাশে খাড়ায় থাকুম। তুই মনে
করবি আমি তোর পাশেই আছি। আল্লাহ্ ভরসা। -
মহিলা লেবার পেইনের মতো মারাত্মক ব্যথায়ও
হেসে দিয়ে বললো ...... আমি জানি, আপনি সবসময়ই
আমার পাশে থাকবেন। .. .. - সেদিন আমি
বুঝেছিলাম ....... একজন মেয়ে তার সামীর কাছে
শুধু একটা জিনিসই চায় ...... তার স্বামী যেন
আজীবন তার পাশে থাকে। - একজন মেয়ে হাজার
কষ্টের মাঝেও তার স্বামীর কাছ থেকে একটা কথাই
শুনতে চায় ....... ধুর পাগলী, ভয় কি তোমার ....
আমি আছি না তোমার পাশে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.