নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকিলআহমেদহ্যাপী

শাকিলআহমেদহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

গুনাহর কারণে পার্থিব ক্ষতি

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

আল্লাহ তাআলা পাপের কারণে শুধু আখিরাতে নয় দুনিয়াতেও শাস্তি দিয়ে থাকেন। নিম্নে সেগুলো উল্লেখ করা হলঃ-

গুনাহর কারণে এলম হইতে মাহরূম(বঞ্চিত) থাকিতে হয়। রুজিতে বরকত হয় না, এবাদতে মন বসে না, নেক লোকের সংসর্গ ভালবাসে না। অনেক সময় কাজে নানা প্রকার বাধাবিঘ্ন আসিয়া দাঁড়ায়, অন্তর পরিষ্কার থাকে না ময়লা পড়িয়া যায়, মনের সাহস কমিয়া যায়, এমনকি
অনেক সময় মনের দূর্বলতা হেতু শরীর দূর্বল হইয়া পড়ে। ( মনে স্ফূর্তি থাকে না)। নেক কাজ ও এবাদত বন্দেগী হইতে মাহরূম থাকে। আয়ু কমিয়া যায়। তওবা করার তওফীক হয় না। গুনাহ করিতে করিতে শেষে গুনাহর কাজের প্রতি ঘৃণার ভাব থাকে না, (বরং ভাল বলিয়া বোধ হইতে থাকে। এরূপ হওয়া বড়ই দুর্ভাগ্যের কথা); আল্লাহ তা‘আলার নিকট হীন ও লাঞ্চিত হইতে হয়। একজনের গুনাহর দরুন অন্যান্য লোক, এমনকি অন্যান্য জীবজন্তুরও দুঃখ কষ্ট ভোগ করিতে হয়। পড়ে তাদের বদদোআ ও লানতে (অভিশাপে) পড়িতে হয়। জ্ঞান বুদ্ধি ক্রমশ লোপ পাইতে থাকে। রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরফ হইতে তাহার প্রতি লানত হইতে থাকে। ফিরিশতাগণের দো‘আ হইতে বঞ্চিত হইয়া যায়। দেশে শস্য ফসলাদির উৎপন্ন কম হয়। লজ্জা শরম কম হইয়া যায়। আল্লাহ তা‘আলা যে কত বড় এবং ক্ষমতাশালী সে খেয়াল তাহার অন্তরে থাকে না। আল্লাহ তা‘আলার নেয়ামত ক্রমশ হ্রাস পাইতে থাকে। নানারূপ বিপদ-আপদ বালামুছীবতে জড়াইয়া পড়ে। কোন কোন পাপীকে খুব আরাম আয়েশে থাকিতে দেখা যায়। ইহা আল্লাহর তরফ হইতে ঢিল দেওয়া হইতেছে। যখন পাকড়াও করা হইবে, দুনিয়া ও আখেরাতের শাস্তি একসঙ্গে দেওয়া হইবে (অর্থাৎ আল্লাহর গযবে ধ্বংস হইয়া যাইবে)। শয়তান তাহার উপর প্রভাব বিস্তার করিয়া বসে। দেল পেরেশান থাকে। মৃত্যুকালে মুখ দিয়া কালেমা বাহির হয় না। খোদার রহমত হইতে নিরাশ হইয়া যায়। পরিশেষে বিনা তওবায় মারা যায়।

বিশেষ দ্রষ্টব্যঃ আল্লাহ তা‘আলা অন্যায় করলে সাথে সাথে শাস্তি দেন না । বরং অবকাশ দিয়ে থাকেন। তাদেরকে ভাল হবার সুযোগ দান করেন। সুযোগ পেয়েও যারা ভাল পথে ফিরে না আসে তাদেরকে তিনি গযব দিয়ে ধ্বংস করেন। বিভিন্ন নবীর কওমকে আল্লাহ তা‘আলা বিভিন্ন প্রকার গযব দ্বারা ধ্বংস করেছেন। যারা নবীর কথা শুনে নাই, বরং তাদের উপর নানাধরনের অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ তা‘আলা বিভিন্ন প্রকার অাযাব গযব দ্বারা ধ্বংস করেছেন। যেমনঃ- নূহ (আঃ) এর কওমকে বন্যা দ্বারা, হযরত সালেহ (আঃ) এর কওমকে ভূমিকম্প দ্বারা, হযরত হূদ (আঃ) এর কওমকে ঘূর্ণিঝড় দ্বারা, হযরত লুত (আঃ) এর কওমকে আসমান থেকে পাথর বর্ষণ দ্বারা, হযরত শোয়েব (আঃ) এর কওমকে আসমান থেকে অগ্নিবর্ষণ দ্বারা ধ্বংস করেছেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

শাকিলআহমেদহ্যাপী বলেছেন: কথা না বুঝে উল্টোপাল্টা মন্তব্য করা থেকে বিরত থাকুন। এই কথাগুলো কুরআন হাদীস থেকে নেওয়া। অস্বীকার করলে কাফের হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.