নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকিলআহমেদহ্যাপী

শাকিলআহমেদহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

দান খয়রাত কবুল হওয়ার জন্য শর্ত

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

আমরা অনেকেই মসজিদ, মাদ্রাসা, গরীব-দুঃখী, আত্নীয়-স্বজন, প্রতিবেশী, হাসপাতাল নির্মাণ, রাস্তাঘাত নির্মাণ, নলকূপ স্থাপন ইত্যাদি কাজে দান খয়রাত করে থাকি। কিন্তু নানা কারণে আমাদের এ সমস্ত দান খয়রাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কুরআন-হাদীসে
সে কারণগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। দান খয়রাত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। দান খয়রাত কবুল হলে তার
প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দান করবেন (অবশ্য প্রতিদানের আশায় দান খয়রাত করা যাবে না, দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য।) আর যদি প্রতিদান না পাই তাহলে মনে করতে হবে আমার দানের মধ্যে ত্রুটি রয়েছে। দান কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে।
শর্তগুলো নিম্নরূপঃ-
১। হালাল মাল দান করতে হবে।
২। দান করে মানুষের মাঝে প্রকাশ করা যাবে না।(অর্থাৎ সুনাম, সুখ্যাতি আশা করা যাবে না)
৩। নিজের প্রিয়বস্তু দান করতে হবে।(অর্থাৎ এমন নয় যে উৎকৃষ্ট মাল নিজের কছে রেখে মানুষকে খারাপটা দান করলাম)।
৪। দান করে দানগ্রহীতাকে খোটা দেওয়া যাবে না। (এমন কি সে যদি অকৃতজ্ঞও হয় তবুও)।
৫। দান করে দানগ্রহীতার কাছ থেকে কোন প্রকার বিনিময় আশা করা যাবে না (অর্থাৎ কৃতজ্ঞতা, অথবা দান করে দানগ্রহীতার কাছ থেকে
বিনা পারিশ্রমিকে কাজ নেওয়া, অথবা আমার দানের প্রতিদানে সেও আমাকে দান করবে ইত্যাদি)।
৬। দান করে আফসোস করা যাবে না।
৭। দানগ্রহীতাকে কোনপ্রকার কষ্ট দেওয়া যাবে না।
৮। সুন্নত মোতাবেক সঠিক পথে দান করতে হবে। অনুপযুক্ত জায়গায় দান করা যাবে না। এমন লোককে দান করা যাবে না যে গুনাহর কাছে দানকৃত টাকা খরচ করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.