নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকিলআহমেদহ্যাপী

শাকিলআহমেদহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ত্রুটিঃ-

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বহু ত্রুটি রয়েছে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শুধু চাকরি পাওয়া নয়। একটা ভাল চাকরির পাশাপাশি ভাল মানুষ হয়ে, সুনাগরিক হয়ে মানুষের উপকার করা এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সেই চেষ্টা করা শিক্ষার প্রধান উদ্দেশ্য। কিন্তু বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ত্রুটি থাকার কারণে সেই উদ্দেশ্য সফল হচ্ছে না। শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করছেন না। তাছাড়া প্রত্যেক মুসলমানের জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। তাদেরকে কুরআন, হাদীস সম্বন্ধে জানতে হবে। এবং তাদের চারিত্রিক প্রশিক্ষণ দিতে হবে। তারা যেন বড় হয়ে সুদ, ঘুষ না খায় সে শিক্ষা তাদেরকে দেয়ার দায়িত্ব শিক্ষকদের। বড়দেরকে সম্মান করা, ছোটদের স্নেহ করা, আলেমদেরকে তাযিম করা তাদেরকে শেখাতে হবে। তাছাড়া অশিক্ষা, কুশিক্ষা প্রদান করা থেকে বিরত থাকতে হবে। অশিক্ষা বলতে আমরা কি বুঝি? অশিক্ষা বলতে বোঝায় ভ্রান্ত শিক্ষা। অর্থাৎ যা শিখাচ্ছি তা ভুল। শিক্ষার্থীদেরকে অামরা যদি প্রথমেই ভুল জিনিস শিখাই তবে পরে তাদেরকে হাজার বুঝিয়েও পথে আনা যাবে না। বাস্তবের সাথে সামঞ্জস্যহীন শিক্ষা কোন কাজেই আসে না। তাছাড়া মানবরচিত বই পুস্তকে ভুল থাকতেই পারে। যে শিক্ষা কুরআন, হাদীসের বিপরীত সে শিক্ষা অবশ্যই ভুল। অবশ্য সবই যে ভুল তা আমি বলছি না। বই পুস্তকে অনেক ভুল কথা আছে। এখন আমাদের বুঝতে হবে ভুল কোনগুলো। যে কথাগুলো কুরআন-হাদীসের বিপরীত সেই কথাগুলো অবশ্যই ভুল। কারণ কোরআনের কথা মানে আল্লাহর কথা। বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় মানুষকে নাস্তিক বানানো হচ্ছে। আর অালেমদেরকে অশ্রদ্ধা করতে শেখাচ্ছে। এটা আমেরিকার ইহুদি-খৃস্টানদের একটা চাল। তারা এদেশের মানুষদেরকে আলেমদের প্রতি নানা অপবাদ দিয়ে যেমন:-জঙ্গিবাদী, মৌলবাদী, রাজাকার, সন্ত্রাসী ইত্যাদি মিথ্যা অপবাদ দিয়ে মানুষদেরকে আলেমদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যাতে তারা দ্বীনী ইলম(জ্ঞান) থেকে বঞ্চিত থাকে। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে। ইহুদী-খৃস্টানদের ষড়যন্ত্র যত তাড়াতাড়ি বোঝব ততই মঙ্গল। আমাদেরকে বুঝতে হবে সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকা। তারা একে একে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানসহ নানা দেশে আক্রমণ চালিয়ে হাজার হাজার নিরীহ বেসামরিক লোককে হত্যা করেছে। এটা বুঝি সন্ত্রাসী কাজ না? তারা বিভিন্ন সন্ত্রাসী কাজ করে মুসলমানের ঘাড়ে দোষ চাপায়। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে তারা নাম দিয়েছে সন্ত্রাস। মিডিয়া যা বলে আমরা বোকার মত তাই বিশ্বাস করি। অথচ মিডিয়া চলে আমেরিকার কথা মত। সুতরাং তারা মিডিয়ায় মুসলমানদের নামে বিশেষত আলেমদের নামে মিথ্যা খবর রটনা করে জনসাধারণের মনে আলেমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করছে। সুতরাং পরিশেষে বলতে চাই আপনারা মিথ্যা কথায় কান দেবেন না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.