নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকিলআহমেদহ্যাপী

শাকিলআহমেদহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

নিম্নলিখিত কাজ ও অভ্যাসগুলি মানুষের দরিদ্রতা আনয়ন করেঃ-

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫১

১। হাঁটিতে হাঁটিতে ও ওযু ব্যতীত দুরুদ শরীফ পাঠ করা। ২। যিনা বা ব্যভিচার করা। ৩। মিথ্যা কথা বলা ও মিথ্যা কসম খাওয়া। ৪। নামাযে আলস্য করা। ৫। মাতাপিতাকে কষ্ট দেওয়া। ৬। ওস্তাদকে অমান্য ও অবহেলা করা। ৭। গান বাজনার মজলিসে যাওয়া ও শুনা।
৮। মাগরিব ও এশার নামাযের মধ্যবর্তী সময়ে শয়ন করা ও নিদ্রা যাওয়া। ৯। সন্তান সন্ততির প্রতি বদদোয়া করা। ১০। মৃত ব্যক্তির নিকট বসিয়া আহার করা। ১১। বসিয়া মাথায় পাগড়ি পরিধান করা। ১২। দাঁড়াইয়া পায়জামা পরা। ১৩। কাপড়ের আস্তিন ও অাঁচল দ্বারা মুখ পরিষ্কার করা। ১৪। ভাঙ্গা বাসনে বা গ্লাসে পানাহার করা। ১৫। প্রভাতে শুইয়া থাকা ও অসময়ে ঘুম থেকে উঠা। ১৬। শরীরের গুপ্তস্থানের লোম কাঁচি দ্বারা কাটা ও চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার না করা। ১৭। ঘরে মাকড়সার জাল থাকিতে দেওয়া। ১৮। ঘর ঝাড় ‍দিয়া আবর্জনা ঘরের মধ্যে জমা করিয়া রাখা। ১৯। ঘরের দরজায় হাত মুখ-ধোয়া। ২০। খাইবার বাসন ও হাড়ি পাতিল খাইবার না ধুইয়া রাখিয়া দেওয়া। ২১। রাস্তায় হাঁটিতে হাঁটিতে কোন জিনিস খাওয়া। ২২। খালি শরীরে থাকা। ২৩। হাত না ধুইয়া খাওয়া। ২৪। ওযু করিবার সময় সাংসারিক কথা বলা। ২৫। প্রস্রাব করার সময় কথা বলা। ২৬। ধনবান ও সচ্ছল হওয়া সত্ত্বেও আপন সন্তান-সন্ততির খোরপোষে কৃপণতা করা। ২৭। বিনা ওযুতে কোরআন শরীফ কিংবা কোরআনের কোন আয়াত পড়া। ২৮। খালি মাথায় পায়খানায় যাওয়া। ২৯। ফজরের নামাযের পর তাড়াতাড়ি মসজিদ হইতে বাহির হইয়া আসা। ৩০। মাতা-পিতা ও ওস্তাদের নাম ধরিয়া ডাকা। ৩১। পরিধানে রাখিয়া কাপড় সেলাই করা। ৩২। ফুঁক দিয়া প্রদীপ নিভাইয়া দেওয়া। ৩৩। সকলের আগে বাজারে যাওয়া ও সকলের শেষে বাজার হইতে আসা। ৩৪। ভাঙা চিরুনি চুলে ও দাঁড়িতে ব্যবহার করা ও অন্যের চিরুনি ব্যবহার করা। ৩৫। ভাঙ্গা বা ঘাইটযুক্ত কলম দ্বারা লেখা। ৩৬। দাঁত দ্বারা নখ কাটা। ৩৭। রাস্তায় চলিবার সময় মুরব্বী বা মাননীয় ব্যক্তির আগে হাঁটা। ৩৮।কোরআন তিলাওয়াতের সিজদায় বিলম্ব করা। ৩৯। রাত্রিকালে ঘর ঝাড়ু দেওয়া। (’’সালাতে মাসউদি’’ নামক কিতাবে লিখিত হইয়াছে।) ৪০। কাপড় দ্বারা ঘর ঝাড়ু দেওয়া(আবুল লাইস বোস্তান নামক কিতাবে লিখিয়াছেন।) ৪১। রাত্রে আয়নায় মুখ দেখা। সন্ধ্যায় ঘরে আলো (বাতি) না দেওয়া। ৪৩। অপব্যয় করা। ৪৪। স্ত্রী সহবাসের পর গোসল না করিয়া খাওয়া ও ক্ষৌরকর্ম করা। ৪৫। সর্বদা পুত্র কন্যা ও পরিবারের লোকের সহিত ঝগড়া করা। ৪৬। হাঁটিতে হাঁটিতে দাঁত খিলাল করা। ৪৭। আত্নীয়-স্বজনের সহিত সম্বন্ধ ত্যাগ করা। ৪৮। বাড়িতে সর্বদা মেয়েলোকের ঝগড়া ও গালাগালি হওয়া। ৪৯। আমানতে খিয়ানত করা। ৫০। যাকাত, ফেতরা কিংবা কাফফারার উপযুক্ত হইলে দিতে বিলম্ব করা। ৫১। অন্ধকার ঘর বা স্থানে আহার করা। ৫২। বুধবার ও রবিবার রাত্রে স্ত্রীসহবাস করা। ৫৩। মূল্য বৃদ্ধির আশায় শস্যাদি গোলাজাত করিয়া রাখা (৪০ দিনের বেশি গোলাজাত করিয়া রাখিলে আল্লাহ, ফেরেশতা, জিন ও মানুষের লানত বর্ষিত হয়।) ৫৪। পুষ্করিণী কিংবা হাউজে প্রস্রাব করা। ৫৫। উলঙ্গ হইয়া গোসল করা। ৫৬। উলঙ্গ মাথায় আহার করা। ৫৭। ইঁদুরের উচ্ছিষ্ট ভক্ষণ করা। ৫৮। মসজিদের ভিতর বসিয়া সাংসারিক কথাবার্তা বলা। ৫৯। বিনা দওয়াতে কাহারও বাড়ীতে আহার করা। ৬০। কাঁপড় দ্বারা দাঁত পরিষ্কার করা। ৬১। কুরআন-শরীফ ঘরে থাকা সত্ত্বেও পাঠ না করা। ৬২। মা, বাপ, পীর ও ওস্তাদের নাফরমানী করা। ৬৩। সর্বদা জীবজন্তু জবেহ করা। ৬৪। মানুষ বিক্রয়ের ব্যবসা করা। ৬৫। শরাব পান করা। ৬৬। মুসল্লি হইয়া কিতাবের কথা অমান্য করা। ৬৭। কটু বাক্য বলিয়া সম্মানী লোকের মান-হানি করা। ৭১। ফলবান বৃক্ষের নীচে বসিয়া প্রস্রাব-পায়খানা করা। ৭২। পরিবারের স্ত্রীলোক বেপর্দায় রাখা। ৭৩। প্রস্রাবের স্থানে বসিয়া ওযু করা। (নাফেউল খালায়েক) বিঃদ্রঃ পাপ করিলে তার শাস্তি শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও হয়। কিন্ত আল্লাহ তাআলা সাথে সাথে শাস্তি দেন না। তওবার সুযোগ দেন। ‍যদি তওবা না করি তাহলে তিনি দুনিয়াতেই নগদ শাস্তি দিয়ে থাকেন। এই জন্য আমাদের সকলের সমস্ত পাপ থেকে তওবা করা প্রয়োজন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.