নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাগরিক জীবনের ঘাম ঝরানো এক শ্রমিক

শাকিল ১৭০৫

দীপ নেভার আগেই নিভে যাই।

শাকিল ১৭০৫ › বিস্তারিত পোস্টঃ

গতকাল দুপুরের একটা ফোনকল শেয়ার না করে পারলাম না!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

-হ্যালো,স্লামাল­াইকুম।

-ওয়ালাইকুম। কে বলছেন?

-জ্বি,এয়ারটেল­ অফিস থেকে বলছি।

-বলেন।

- এই সিমটা কখন থেকে ব্যবহার করছেন? (আমি শুনলাম সেট)

-বছর খানেক হবে।

-ডকুমেন্ট আছে?

-জ্বি,আছে।

-সিমটা আপনার নিজের নামে?

-সিম!? আপনি এতক্ষণ সিমের কথা বলছিলেন?

-(বিরক্ত হয়ে) হ্যা।

-ও, সিম তো অনেক আগে কিনছি।



এরপর আবার সেই প্রশ্নগুলোর পুনরাবৃত্তি।তার­পর...

-কখনো বোনাস পেয়েছেন?

- নারে ভাই গত দুই বছর ধরে নো বোনাস

কি বলেন আপনি এখন পান নি?? যাই হোক যেসব গ্রাহকের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদের মধ্য থেকে একজনকে ২১ লাখ টাকা দামের একটি গাড়ি দেয়া হচ্ছে।

-অ

-আপনিই সেই ভাগ্যবান গ্রাহক!

-সত্যি!!!!!!!!!!!!

-হ্যাঁ আপনিই সেই ভাগ্যবান গ্রাহক! (দ্বিগুণ উচ্ছসিত হয়ে)

-আমি বুঝলাম, আমি ২১ লাখ দামের গাড়ি পেয়েছি। আপনি এত খুশি হচ্ছেন কেন?

-(থতমত খেয়ে) আপনার পরবর্তী করণীয় জানতে এখনই ফোন কেটে এই নাম্বারে ফোন করুন।

-ঠিক আছে

-এক্ষুণি করবেন কিন্তু।

আমি ভাবলাম একটু মজা করি!

দিলাম ফোন!!

- জি বলেন!!

- আপনি সেটা পেতে হলে এখনই ৫০০০ টাকা লোড করুন!!!!

- শালা ফাজলেমু করার আর জায়গা পাস না??

- জি!!

-আর মেজাজটা ধরে রাখতে পারলাম না দিলাম ইচ্ছে মত গালি!!!

বেচারা!!!!! আমারে গাড়ি দিতে আইসা শুইনা গেলো গালি!!!

উনার নাম্বার টা হল 0168******25 পুরাটা দিলাম না

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মোমের মানুষ বলেছেন: এত তাড়াতাড়ি মজা শেষ করলেন কেন? আরো কতক্ষন বগ মারতেন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

শাকিল ১৭০৫ বলেছেন: ভাই মেজাজটা খারাপ ছিল তখন। তাই ওরে ছাইরা দিলাম

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

নিষ্‌কর্মা বলেছেন:

দিতেন নাম্বারটা, একটু গাইল পাড়তাম গিয়া!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

শাকিল ১৭০৫ বলেছেন: আমি যা দিছি তাতেই মনে হয় ওনার বছর দুয়েক চলে যাবে :-0

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~ =p~


বেচারা :P :P :P :P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

শাকিল ১৭০৫ বলেছেন: :-* :-* :-*

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

হেডস্যার বলেছেন:
পুরা নাম্বারটা দিলেন না ! দুঃখ পাইলাম। :(
আমাদের কি ২১ লাখ টাকা দামের গাড়ি পাইতে ইচ্ছা করে না?
একটু ফোন টোন দিয়া একটা গাড়ি নিতাম।
আপনে বহুত হিংসুইট্টা পাবলিক। মাইনাস :P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

শাকিল ১৭০৫ বলেছেন: পুরা নাম্বারটা দিলেন না ! দুঃখ পাইলাম। :(
আমাদের কি ২১ লাখ টাকা দামের গাড়ি পাইতে ইচ্ছা করে না?
:-& :-& :-& :-& =p~ =p~ =p~

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

রোদেলা দুপুর বলেছেন: ভাই আপনি খুব একটা সুবিধার না। আমদের কি গাড়িতে চড়তে শখ করে না??? প্লিজ নাম্বার টা দেন।।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

শাকিল ১৭০৫ বলেছেন: ;) ;) ;)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

বাংলার হাসান বলেছেন: রোদেলা দুপুর বলেছেন: ভাই আপনি খুব একটা সুবিধার না। আমদের কি গাড়িতে চড়তে শখ করে না??? প্লিজ নাম্বার টা দেন।।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

শাকিল ১৭০৫ বলেছেন: :!> :!> :#> :#>

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

পাইলট ভয়েচ বলেছেন: হেডস্যার বলেছেন:
পুরা নাম্বারটা দিলেন না ! দুঃখ পাইলাম।
আমাদের কি ২১ লাখ টাকা দামের গাড়ি পাইতে ইচ্ছা করে না?
একটু ফোন টোন দিয়া একটা গাড়ি নিতাম।
আপনে বহুত হিংসুইট্টা পাবলিক।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

শাকিল ১৭০৫ বলেছেন: আমার গাড়ি আপনাগো দিমু কেন??? B:-/ B:-/

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

রানা চৌধুরী বলেছেন: কিছুক্ষন আগে আমার বউ কইলো তার মাকে( মানে আমার শাশুরী মাকে) গতকাল খুব ভোরে ঘুম ভাঙ্গিয়ে(মোবাইলে কাল দিয়ে) বলে আপনি ২২ লাখ টাকা দামের গাড়ি পেয়েছেন। এই শালাদের ধইরা আইনা শাহবাগে ছেড়ে দেয়া উচিত। এনসিওর করা উচিত যাতে একটা ঘুষিও মাটিতে না পড়ে...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

শাকিল ১৭০৫ বলেছেন: যথার্থ বলেছেন ভাই :-0 :-0

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

রাসেল ভাই বলেছেন: ভাই পুরো নাম্বার দেন গাড়িটা লইয়া আপ্নার কাছে আইতাছি B-)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

শাকিল ১৭০৫ বলেছেন: না ভাই আপনারে দেয়া যাইব না ;)
আপনার মতিগতি সুবিধা লাগতাছেনা :-& :-&

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

সানড্যান্স বলেছেন: গাড়ীটা নিয়েই দেখতেন!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

শাকিল ১৭০৫ বলেছেন: গাড়ী নিতে হলে যে ওরে ৫০০০ দিতে হইত :( :( :(

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

রাইসুল নয়ন বলেছেন: পোস্টে মাইনাস।

এতো হিংসা করেন কেনও?
নাম্বার টা দেন না ভাই আপনার গাড়ি তো নেবো না নিজের জন্য একটু অনুরোধ করে দেখি :)

ইস ৫০০০ টাকা লোড করলেই গাড়ি !!!! :-B :-B

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

শাকিল ১৭০৫ বলেছেন: ;) ;) ;)

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: =p~ =p~ =p~

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

শাকিল ১৭০৫ বলেছেন: ;) ;) ;)

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

আমরা তোমাদের ভুলব না বলেছেন: ২+++++++++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

শাকিল ১৭০৫ বলেছেন: ধন্যবাদ

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

অণুষ বলেছেন: B:-/ B:-/

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮

শাকিল ১৭০৫ বলেছেন: :-B :-B :-B

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৮

সুপারনোভা ০০৭ বলেছেন: হেডস্যার বলেছেন:
পুরা নাম্বারটা দিলেন না ! দুঃখ পাইলাম।
আমাদের কি ২১ লাখ টাকা দামের গাড়ি পাইতে ইচ্ছা করে না?
একটু ফোন টোন দিয়া একটা গাড়ি নিতাম।
আপনে বহুত হিংসুইট্টা পাবলিক। মাইনাস

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৮

শাকিল ১৭০৫ বলেছেন: আফনেরা দেখি সবাই গাড়ির জন্য উতলা হইয়া গেসেন গা সমস্যা নাই আমি জেইডা পাইছি হেইডাই আফনেরা ব্যবহার কইরেন :| :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.