নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাগরিক জীবনের ঘাম ঝরানো এক শ্রমিক

শাকিল ১৭০৫

দীপ নেভার আগেই নিভে যাই।

শাকিল ১৭০৫ › বিস্তারিত পোস্টঃ

অনুগপ্পঃ তুই কি আমার রোদেলা সকাল হবি??

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪



‘অজানা এক ভালো লাগা নিয়ে বসে আছে রোদেলা!’

গতকাল রাতে অনেক দিন পর হটাত সকাল ফোন দিয়ে বললো কাল একটু আমার সাথে বের হবি?

অবশ্য তোর যদি কাজ থাকে তাহলে থাক দরকার নাই!

আর কিছু বলার আগেই ফোন রেখে দিলো সকাল!

ফোন পেয়ে অবশ্য বেশ চমকে উঠেছিল রোদেলা। কারন এ এক রহস্যময় চরিত্র এই সকাল! কোন দিন সকাল বেলার পাখির মত ফোন করে ঘুম ভাঙ্গিয়ে দেয়! এরপর দেখা গেছে আর সপ্তাহ খানেক তার আর কোন খোজ নাই! নাই তো নাই , মোবাইল বন্ধ করে , ফেসবুক ডিএক্টিভেট করে গায়েব!

ছেলেটাকে মনে মনে অনেক পছন্দ করে রোদেলা! ছেলেটি দেখতে তথাকথিত স্মার্ট ও নয়, নয় ড্যাশিং লুকিং তবুও কেমন যেনো একটা শুভ্রতায় ভরা মায়াময় চেহারা তার!

সকালে রোদেলার মোবাইলে একটা মেসেজ আসলো ছবির হাটে আসার আমন্ত্রণ ছিলো তাতে!

কাপাকাপা হাতে রোদেলা নিজেকে রাঙ্গালো অনেকক্ষন ধরে কিসের টানে সে নিজেও জানেনা! তবুও ভালোলাগছে আজ নিজেকে সাজাতে!

‘কিন্তু হতচ্ছাড়াটা আজও দেরী করছে, ঘন্টাখানেক ধরে বসে আছে রোদেলা! মেজাজ সপ্তমে উঠার পুর্বমুহুর্তে বেজে উঠলো রোদেলার মোবাইল !নিজের অবস্থান জানালো সে! আশ্চর্য লাগছে নিজের কাছে যেখানে এত দেরী করে আসায় সে রাগার কথা কিন্তু রাগতে পারছে না!

দূর থেকে রোদেলা দেখতে পেলো আসছে নবাবজাদা! কাছে আসতে রোদেলা হটাত অনুভব করলো আজ সকালকে অন্যান্য দিনের চেয়ে একটু বেশি ই সুন্দর লাগছে! সাদা সার্ট পরিহিত তাকে যেনো সর্গের কোন দেবতা মনে হচ্ছে!!

সকাল তার হাতটি পিছন থেকে সামনে নিয়ে আসলো! এক গুচ্ছ গোলাপ তাতে!

অবাক হলো রোদেলা! কারন সকাল তো কখনো তাকে ফুল তো দূরের কথা কোনদিন একটি আইসক্রিম ও কিনে দেয় নি!

-‘চল আজ সারাদিন আমার সাথে রিক্সায় ঘুরবি,আজ একদিনের জন্য তুই আর আমি এই ঘামঝাড়ানো ঢাকায় ঘাম ঝড়াবো’

বাধ্য মেয়ের মত সকালের পিছনে পিছনে হাটতে লাগলো রোদেলা!

সে মোটেও আজ সকালের কাজে অবাক হচ্ছে না মনে হচ্ছে আজ সকাল যা করছে সব ই স্বাভাবিক অথচ পুরাটাই সকালের বিপরীত!

হটাৎ সকাল রোদেলার হাতে হাত রাখলো! সম্পুর্ন চমকে উঠলেও নিজেকে স্বাভাবিক রাখার চেস্টা করছে রোদেলা!

সকাল ওর হাত ধরতে সে যেন লজ্জাবতী গাছের ন্যায় গুটিয়ে গেলো!মনে মনে জপতে লাগলো রোদেলা এ হাত যেনো আজ না ছাড়ে সকাল!

কিন্তু রোদেলার আরোও অবাক হওয়ার বাকি ছিলো তখনো! ওর মনে হচ্ছে সময় কিছুক্ষনের জন্য থমকে গেছে! বাতাস ও বইছে না শুধু সকালের কথাগুলি ওর কানে বাজছে রেকর্ডারের মত!

এর পরের কথাটি ছিলো , ‘আমার রোদেলা সকাল হবি, যেখানে মিস্টি আলো দিয়ে দিন টা শুরু করবো আমরা আর সারাদিন তার রেশ রয়ে যাবে। সন্ধার তারা হবি আমার মিটিমিটি করে জ্বলতে থাকবি আমার আকাশ জুড়ে সারা রাত! হবি তুই আমার ??



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৪ রাত ১:১৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো!

০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

শাকিল ১৭০৫ বলেছেন: :)

২| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫

বৃশ্চিক রাজ বলেছেন: বাডি নো ম্যাটার। আপনার দেখছি আমার মতই অবস্থা। একদিন আমাদের প্রেম হবেই হবে।

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৬

শাকিল ১৭০৫ বলেছেন: হতেই হপে B-)

৩| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: অনুগপ্প ভাল হয়েছে ।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৪

শাকিল ১৭০৫ বলেছেন: থ্যাঙ্কু ভাই!!! :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল :-P :-P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

শাকিল ১৭০৫ বলেছেন: জেনেও ভালো লাগলো :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.