নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

নিষ্ফল আবেদনের ফুলঝুরি!!

১১ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৫




পরিত্যক্ত নগরীর ভীড়ে অমানুষ মানুষের ভান ধরে পিশাচের হাসি দেয়। প্রতারণার শেষ সীমান্তে শিকার পরবর্তীতে প্রতারণার রাজা হয়; প্রতি সেকেন্ডে টাকার কাছে মানুষ বিক্রি হয়,ব্যক্তিত্ব বিক্রি হয়,দেহ বিক্রি হয়। সুখের প্রাইমারী লেভেলের ক্ষতে প্রলেপ পড়ে টাকার ধোয়ায়।

কর্পোরেটের গন্ধ গায়ে মাখতেই এলিটিসিজম আত্নায় ভর করে,নিষ্ঠুর মানুষ নেকড়ে থেকে হায়না হয়, দল বেধে ব্যক্তিত্ব খুবলে খায়।পরিচিত মুখে অসৎের কালো ছায়া ঠিক মত ঘুমাতে দেয় না,নেশার আশ্রয়ে সুখী হতে চায়।আজ পৃথিবীর সমস্ত অক্সিজেনের মিলিত রুপে আমি ব্যাক্তিত্ববান মানুষ ক্রয় করতে অক্ষম হয়েছি। ক্যাপেটালিজমের বোটকা গন্ধে নেশার বুদ হয়ে পৃথিবী নিশ্বাসহীনতায় ভুগছে।

নগরীর মোড়ে মোড়ে সবাই জয়ী হতে গিয়ে, কেড়ে নেয় মানুষের হৃদয়,মনন ও শ্রদ্ধাবোধ।বহু মানুষ বেঁচে ছিলো অসৎ হয়ে,অর্থ কষ্টে, পৃথিবীর কোনো ভ্রুক্ষেপ ছিলো না।বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর থেকে প্রতিষ্ঠিত ডারউন তত্ব পৃথিবীকে টলাতে পারেনি।কিছু মানুষ আন্তঃনগর লাশঘরে বন্ধি থাকে আজীবন,কিছু মানুষ শুকুন হয়ে অপেক্ষা করে মৃতদেহ ভক্ষণের মাহেন্দ্রক্ষণের জন্য
হতাশ মানুষের আত্না বিলুপ্ত হয়না ; ভর করে অগণিত জীবিত মানুষের হৃদয়ের কোণায়।দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দেয় ধীরে ধীরে। একা থেকে একাতর হতে সময় নেয় খুব অল্প।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০১

ককচক বলেছেন: অপ্রিয় হলেও সত্য।

১১ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ১১ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৮

জুল ভার্ন বলেছেন: একাকীত্ব একটা অসুখ, যার উৎপত্তি ডিপ্রেশন থেকে।
মানসিকভাবে কেউ যখন কোনো একজনকে যার সাথে তার সামাজিক সম্পর্ক বা বন্ধন আছে, যাকে সে আশা করছে, যোগাযোগ করতে চাচ্ছে ও মিশতে চাচ্ছে কিন্তু তার চাওয়ার গভীরতা অনুযায়ী সে তাকে পাচ্ছে না, তখন তার মনে যে কষ্টকর অনুভূতি হচ্ছে সেটিই একাকীত্ব। অনলাইন নির্ভরতা একাকীত্বকে আরো বাড়িয়ে দিচ্ছে। অটোফোবিয়া বা মনোফোবিয়ার প্রভাবে মানুষ যতই একাকীত্ব ঘোচানোর চেষ্টায় অনলাইন নির্ভরতা বাড়াচ্ছে ততই একাকীত্ব তার আরো খোলস পাল্টাচ্ছে। তাই একাকীত্বকে দূর করার জন্য সবার আগে আমাদের অনলাইন নির্ভরতা কমিয়ে আনতে হবে।

১১ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


অনলাইন আকড়ে ধরে ব্ল্যাকহোলে প্রবেশ করছি আমরা।

৩| ১১ ই আগস্ট, ২০২২ রাত ৮:২০

কামাল৮০ বলেছেন: ক্যাপেটালিজম থেকে বের হয়ে কোথায় যাবেন?শরীয়া আইনে নাকি সমাজতন্ত্রে।গনতন্ত্র কিন্তু ক্যাপিটালিজমের সৃষ্টি।

১১ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ক্যাপেটালিজমের বিবর্তিত রুপে ফিরে যাবো, যা স্ক্যান্ডিনেভিয়ায় চলছে আপাতত।

৪| ১১ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার এইসব অপ্রিয় সত্য তিতা লাগছে। জুল ভার্ন এর মন্তব্য দারুণ হয়েছে।

১১ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


অসংখ্য ধন্যবাদ আপনাকে ফিডব্যাকের জন্য।

৫| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখায় কবিতা কবিতা ভাব আছে!!

১১ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


জি! অনেকটাই, তবে জগাখিচুড়ি না হলেই হলো।

৬| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানবিক অবক্ষয়ের চিত্রটা জীবন্ত হয়ে উঠেছে। দারুণ ঋদ্ধ আপনার হাত। শুভেচ্ছা রইল।

১২ ই আগস্ট, ২০২২ রাত ২:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

মন্তব্যে ফিডব্যাকের জন্য অসংখ্য ধন্যবাদ।

৭| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৯

আখেনাটেন বলেছেন: ভোগবাদী সমাজে ভোগই এখন ভগবান....বাকিসব খেলো হয়ে যাচ্ছে প্রতিনিয়ত.....

১২ ই আগস্ট, ২০২২ রাত ২:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


সেই প্রাচীন মিশরের আখেনাটেনই ভালো ছিল।

৮| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্য ধারার কাব্য
পাঠে মুগ্ধ হলাম।

১২ ই আগস্ট, ২০২২ রাত ২:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


পঠনের জন্য অনেক ধন্যবাদ।

৯| ১২ ই আগস্ট, ২০২২ সকাল ৮:১৪

কামাল৮০ বলেছেন: রাজনীতি হবে গনতান্ত্রির আর অর্থনীতি হবে আধা সমাজতান্ত্রিক।রাষ্ট্র হবে কল্যান রাষ্ষ্ট্র।ইউরোপের কম বেশি সব রাষ্ট্র এই রকম।আমাদের দেশে এমন হবার সম্ভাবনা কম।এখানে ৯৫% ইসলাম ধর্মের লোক।

১২ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


এটা ফ্যাক্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.