নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

মেধা নাকি সুপারিশ কোনটা বেশি বাস্তবসম্মত?

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫



চাকুরীর জন্য এপ্লাই করলেন, ইন্টারভিউ দিলেন, সময় গেলে এপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন।এমনটা ঘটে? বাংলা সিনেমার স্ক্রিপ্টে বোল্ড করে এমন লিখতে পারবেন সমস্যা নেই। বাংলাদেশ এমন হবার সম্ভাবনা কতটুকু? ম্যাক্সিমাম মগজে প্রসেস করা থাকে যে, প্রার্থী সিলেক্ট করা হয়ে গেছে, ফর্মালিটির জন্য শুধু এসব চাকুরীর এড দেয়া হয়েছে।ব্যাপারটা শুধু বাংলাদেশে নয়, গতবছর ব্লগ পোস্ট থেকে জানতে পেরেছিলাম, অস্ট্রেলিয়া /কানাডায় একই হালচাল ; এমনকি আয়ারল্যান্ডেও গায়ের রং ম্যাটার, মেধা নয়; সবচেয়ে বড় ব্যাপার যারা চাকুরী দিবে তাদের ইচ্ছা ও বাধ্যবাধকতা। বড় বড় বুলি কর্পোরেটের ডেস্কে কেঁদে কেটে মুর্ছা যায় বারংবার।

অতিমেধাবী/ জিনিয়াসদের সমস্যা হবার কথা নয় নিশ্চই ;বিশ্বে কতভাগ এমন? বিশ্ব বাদ, ৩য় বিশ্বের সোনার বাংলায় এমন প্রজাতির দেখা মিলে? গত ১ যুগ পাবলিক ভার্সিটির নিয়োগে শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী মেধার যোগ্যতায় চেয়ার পেয়েছে,এমন নজির নেই সম্ভবত।দেশের কর্মসংস্থানের ৫ ভাগ কভার করে সরকারী খাত, ৯৫ ভাগ করে বেসরকারি খাত।স্নাতকোত্তর ৩৪ ভাগ ও স্নাতক ৩৭ ভাগ চাকুরী পায় না। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বেকারের সংখ্যা ৫০ লাখ বেড়েছে, উচ্চশিক্ষিত বেকারত্বে ২৮ দেশের মধ্যে বাংলাদেশ ২য়(এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকা)। আপনি আমি নিশ্চই আইনস্টাইন নই যে ক্লার্কের চাকুরীর ডেস্ক থেকে ম্যাক্স প্লাংক সহকারী দিয়ে ডেকে পাঠাবে, শুধুমাত্র কয়েকটা সাইন্টেফিক পেপারের জোরে,যা সভ্যতার চাকা সামনে নিয়েছে দ্রুত।

দেশের বড় চাকুরী সুপারিশে হয় তবে ফ্যাক্টরির গেটের বাইরে ফাইল নিয়ে দাড়িয়ে থাকা চাকুরী প্রত্যাশির চাকুরীও আজকাল অল্প টাকায় কেনাবেচা হয়ে যায়; আমি দেখেছি চট্রগ্রাম বন্দরে টাকার জোরে কিভাবে ডুকে গেলো, অথচ আপনজন থেকেও চাকুরী পায়নি টাকা থাকা স্বত্বেও। সুপার মোটিভেশন নিয়ে প্রতিসপ্তাহে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে পা রাখে সরকারী চাকুরীর জন্য। কতভাগের ভাবনায় কাজ করে ' হাল ছাড়া যাবে না।কতভাগ সফল হয়?? সচিবালয়/মন্ত্রনালয়/বিভিন্ন নিয়োগ পরীক্ষা /বিসিএস, পোর্ট/কাস্টমস আধিপত্য থেকে সস্তা শ্রমের ১২/১৪ ঘন্টার চাকুরীর হালচাল ভালো ঠেকছে বলে মনে হয় না। আপনি রংচং দেখলে শেয়ার করতে পারেন।

চাকুরীর বাজারদর আপনি কি দেখছেন?আপনার চাকুরীজীবন কি সুপারিশনামায় শুরু হয়েছিলো? ব্লগে যারা প্রবীণ তারা কি সুপারিশনামায় নাম লিখে কাউকে চাকুরী পেতে সাহায্য করেছেন; করে থাকলে জানাবেন।

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৬

গেঁয়ো ভূত বলেছেন: সুপারিশের ভিত্তিতেই যদি চাকরি পাওয়াদের তালিকাটা বড় হতে থাকে তবে এটা নিশ্চিত যে মেধাবীরা এক্ষেত্রে নিরুৎসাহিত হতে থাকবে। এমন অবস্থা থেকে উত্তরণের উপায় কি?

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


কালচার দাড়িয়ে যাচ্ছে, মেধাবীরা সম্ভবত দেশ ছেড়ে দিচ্ছে।

২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৮

সোনাগাজী বলেছেন:



আমার ১ম চাকুরী ছিলো বিদেশে; বিদেশে সুপারিশে বেশী চাকুরী হয়, আমারটা সুপারিশে হয়েছিলো। বাংলাদেশে আমি নিজ চেষ্টায়, বিনা সুপারিশে, ২সপ্তাহের মাঝে ২'টি চাকুরী পেয়েছিলাম, ২য়'টা্তে যোগদান করেছিলাম।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

কতদিন দেশে চাকুরী করেছেন? আপনার সুপারিশে চাকুরী হয়েছিলো কারও?

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২

জুল ভার্ন বলেছেন: সুপারিশ আগেও ছিল, তবে তখন সুপারিশ করায় মেধা তথা কোয়ালিটিকেও মান্যতা দেওয়া হতো। বর্তমানে মেধাকে মূল্যায়ন করা হয়না বললেই চলে!

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০

শূন্য সারমর্ম বলেছেন:

উপায় কি তাহলে?

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৫

সেজুতি_শিপু বলেছেন: জানিনা। আমার কিংবা আমার পরিবারের কারও একটা চাকরিতেও তো সুপারিশ লাগে নাই।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি সহ পরিবার কি চাকুরী করছেন?

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: আমি অন্তত তিন জনকে চিনি যাদের চাকরিতে কোন সুপারিশ বা ঘুষ লাগেনি, সরকারী ব্যাংকে নিজ যোগ্যতায় চাকরি পেয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

বিনা ঘুষ/সুপারিশনামায় সফলতার হার জানা দরকার। তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: এই সফলতার হার ১% হতে পারে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


১ ভাগ হলে ব্যাপারটা সমস্যাপূর্ণ ; কিন্ত ৯৯ ভাগ হাতে টাকা রাখে, তদবীর করে, পাস/ফেইলের চেহারা দেখে।

৭| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

রানার ব্লগ বলেছেন: মেধা ও সুপারিশ দুইটার প্রয়োজন আছে। একজন মেধাবী সামান্য সুপারিশে তার মেধা কে যদি আরো ধাড়ালো করতে পারে তাহলে তো সুপারিশ করাই উচিৎ ।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

সঠিক।

সুপারিশ খুজে বের করাটাই মুশকিল।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সুপারিস সম্ভবতো ৮০% যায়গা দখল করে আছে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১১

শূন্য সারমর্ম বলেছেন:

নিজের অভিজ্ঞতা থেকে আনুমানিক % দিয়েছেন, ভালোই।

৯| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল কথা হলো- যোগ্যতা থাকলে সুপারিশ লাগে না। যাদের যোগ্যতা নেই সুপারিশ তাদেরই লাগে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


সহজ কথায় সব সময় চিড়ে ভিজে না।

১০| ১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০০

মুজাহিদুর রহমান বলেছেন: আমি ৩টি সরকারি চাকুরির পরীক্ষা দিয়েছিলাম। তারমধ্যে ২টি তে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ (টেকনিক্যাল পোস্ট) হয়ে ভাইভা তে গিয়ে বাদ পরেছিলাম (যদিও ভাইভা ভালই হয়েছিল)। আর ১টির লিখিত পরীক্ষা খুবই খারাপ দিয়েছিলাম (জেনারেল পোস্ট)। এছাড়া প্রাইভেট জবে এখনো পর্যন্ত কখনো কারও রেফারেন্স দরকার হয়নি। ৫টি জায়গা থেকে চাকুরির অফার পেয়েছি। এছাড়া যত জায়গাতেই এপ্লাই করেছি, আমার পারফরমেন্স ভাল ছিল। এর কারণ হল আমি যেই সেই চাকুরিতে এপ্লাই করি না। আমি যেই কাজে দক্ষ, শুধুমাত্র সেইসব চাকুরিতেই এপ্লাই করি । যার ফলে নিয়োগ পরীক্ষায় আমার পারফরমেন্স ভালো হয়।

১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো বলেছেন, মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৭

সেজুতি_শিপু বলেছেন: লেখক বলেছেন:
আপনি সহ পরিবার কি চাকুরী করছেন?
- জ্বী, আমি , আমার ভাই-বোন, চাচাত, ফুফাত মিলিয়ে অন্তত ১২ জনের কথা আমি বলতে পারি যারা কোন সুপারিশ ছাড়া নিজ যোগ্যতায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারী/ স্বায়ত্বশাষিত / বেসরকারী চাকরিতে যোগ দিয়েছি।
আবার এটিও আমি দেখেছি অন্য কোন কোন আত্মীয় পরিবারে- তদবির ছাড়া চাকরী হয় না এরকম মনোভাব।
সব মিলিয়ে আমার পর্যবেক্ষণ হোল: "যোগ্যতা হচ্ছে সেই জিনিস যা সব নির্ধারণ করে।"

১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ 'মন্তব্যে উত্তর দেয়ার জন্য।

১২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

ফুয়াদের বাপ বলেছেন: মেধা যোগ্যতায় চাকরী পাওয়া কদাচিৎ। এখন আর শুধু সুপারিশে চাকরী হয়না। নগদ-নারায়ন উৎকোচের সাথে সরকারী দলের সমর্থক/কর্মী কিনা তাও নাকি বিবেচিত হয়।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ।

পোস্টের কমেন্টসমূহ দেখে ভাবতে হবে যোগ্যতা নাকি সুপারিশ।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সহজ কথায় সব সময় চিড়ে ভিজে না।

একলোক চিৎকার করে বলছে- বাবু একটু পানি দিবেন চিড়ে ভিজিয়ে খাবো।

অথচ লোকটার কাছে চিড়া নেই। বুঝুন তাহলে অবস্থা।

১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:

জোক ছিলো?

১৪| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫০

কালো যাদুকর বলেছেন: যোগ্যতা থাকলে বিদেশে দেখেছি পার্সোনাল সুপারিস থাকলে তাড়াতাড়ি কাজ পাওয়া যায় ৷ আমি অনেককে কাজ পেতে সাহায্য করেছি বিদেশে ৷
বাংলাদেশে একটি চাকুরী করেছি, চাকুরী গেতে সুপারিশ প্রোয়জন হয়নি। মাত্র ১ বছর করেছি। থেকে যাওয়া উঠিত ছিল ৷ আফসোস |

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:১২

শূন্য সারমর্ম বলেছেন:

দেশে সাহায্য করেননি কাউকে?

১৫| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৬

নেওয়াজ আলি বলেছেন: এখন সুপারিশ ও টাকা দুই অতি জরুরী

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:১১

শূন্য সারমর্ম বলেছেন:


সুপারিশ প্রিয় ব্লগার বেশি দেখা যাচ্ছে।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৪২

কালো যাদুকর বলেছেন: তখন আমি সবে চাকুরী পেয়েছি।তখন সুপারিশ করার মত যোগ্যতা ছিল না।

আমি হয়ত সুপারিশ আর প্রচলিত মামার জোরে চাকুরী পাওয়ার ভিন্নতা বুঝাাতে পারিনি।বিদেশে চাকুরী হওয়ার একটি কন্ডিশন হল সুপারিশ। এই কাজটি আজকাল করতে হচ্ছে।

১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২২

শূন্য সারমর্ম বলেছেন:

বুঝতে পেরেছি, আপনি দেশে নাকি বিদেশ?

১৭| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৫

কামাল১৮ বলেছেন: আমি কোন দিন চাকুরির চেষ্টাই করিনাই।বরং কয়েক জনকে চাকুরি দিয়েছি।

১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

বাহ! এখন চাইলেও চাকুরী দেয়া যাবে নাকি।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০

কালো যাদুকর বলেছেন: বিদেশে

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

আচ্ছা।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা বাংলাদেশে প্রাইভেট সেক্টরে ৫০% চাকরী হয় মেধার ভিত্তিতে ৫০% হয় মুলত সুপারিশ বা রেফারেন্সের ভিত্তিতে।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো অবজারভেশন।

২০| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৭

kalyl বলেছেন: https://amongusio.io is a social deduction game developed by InnerSloth that gained immense popularity in 2020. It is set in a spaceship or space station where players take on the roles of Crewmates and Impostors. The game requires a minimum of four players, but it can accommodate up to ten players in a single game.

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

ব্লগারদের গেমার বানাবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.