নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থতার বোঝা রুপকথার মত বদলে যায় না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৪




প্রাচীনকালের লতাপাতা বুঝতে পারা কবিরাজ থেকে মানুষের স্কেলেটন আগুনের সামনে রেখে আত্না কন্ট্রোল করতে পারা পাহাড়পর্বতের ওস্তাদ মগাশ্যামীরা আপনাকে কীভাবে বাঁচাবে,যদি আপনি বাঁচতে না চান।জর্জ কার্লিনের কমিডি থেকে বিভিন্ন জাতের মোটিভেশন গুরু ও পড়াশোনায় জীবন যৌবন কাটিয়ে দেয়া সাইকোলজিস্ট,বাইলোজিস্টদের পডকাস্টের ইমপ্যাক্ট কোনো সম্ভাবনাময় পথ খুজতে সাহায্য করবে না দিনের পর দিন এমনকি ব্লগের জ্ঞানী ট্যাগ খাওয়া ব্লগারদের লেখা আপনাকে টানবে না বহুসময়।

জোকার মুভির প্রধান চরিত্র /মুভি শেষের দৃশ্যপট ভাবিয়ে তুলতে পারে আপনায়; স্যাডিস্ট মানুষের সাইকোলজি থেকে মহামানবদের এমপ্যাথি সবাই ব্যর্থ প্রজেক্ট হিসেবে পাল্লায় মাপতে সহজ হবে অনেকসময়।আপনার ভিতরকার ডিসঅর্ডারের রকমফের আপনার চলে যাওয়া সময় আটকে রাখতে পারবে না কোনো ভাবেই।ধীরে ধীরে আপনি মহাবিশ্বের ব্ল্যাকহোলে নিজকে আবিস্কার করবেন।মহাপাপের সিরিয়ালে থাকা সুইসাইড আপনাকে আগ্রহী করে তুলতে পারবে ক্রমেই।রবীন্দ্রনাথের বৃক্ষপ্রেম,পিকাসো,ফাইনম্যানের নারীঘেষা স্বভাব,মাওের পাখি নিধন প্রজেক্ট,ধর্মগুরুদের হেয়ালী নেশা, নিউটনের চিরকুমার বিত্ত ও প্রোভাবিলিটি থিউরীর জনক বেয়েসের চার্চের প্রতি দূর্বলতা সবকিছু একই সুতায় এনে তরঙ্গ সৃষ্টি করে দেখেছেন?

ঈষান কোণে কালো করে থাকা মেঘ,বাতাসে বাশঝাড়ের শব্দ,চিলের মুরগীর বাচ্চা শিকারের অপেক্ষা, কদম ফুল হাতে কিশোরী,প্রেমিকার ুলের ঘ্রাণ, উত্তাল সমুদ্রের ঢেউ, পাহাড়ে গাছ থেকে গাছ লাফিয়ে চলা বানর,চিড়িয়াখানায় আটকে থাকা হিংস্রপ্রানী,গোধুলির লাল সূর্য, আজীবন দন্ডপ্রাপ্ত আসামী, নিজের ছায়াকে বিশ্বাস না করা মানুষ, ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া নবজাতক,ওপেন এআই এর চ্যাট জিপিটি- এই পৃথিবীর কোনো কিছু আপনাকে টানে নি; রাখতে বাধ্য করেনি মায়ার বাধনে?আমি আপনি জন্ম নিয়ে যাত্রা শুরু করেছি অনিশ্চয়তার পানে চেয়ে নিশ্চিত মৃত্যুর দিকে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এক্স-ম্যান এর ম্যাগনেটো আমার প্রিয় ক্যারেক্টার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:

ঐটা সম্পর্কে জানি না।কেমন চরিত্র?

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

জ্যাক স্মিথ বলেছেন: সমাজে কিন্তু ব্যর্থ লোকদের সংখ্যাই বেশি কিন্তু তাদের কেউ চিনে না, তাদের স্ট্রাগল কেউ জানে না। হাজার ব্যর্থ জনের ভীড়ে একজন সফল ব্যক্তিকে সবাই চিনে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩০

শূন্য সারমর্ম বলেছেন:

ব্যর্থরা সফল হতে কতকিছু করে,সফল হবার পরের স্টেজ নিয়ে ভাবতেই পারে না।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আজকের লেখাটাও কঠিন হয়েছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


ঠিক আছে, ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: জোকার মুভিটা আমি দেখেছি।
ভাল লেগেছে।


শিরোনামে ১০১, ১০২, ১০৩ এসব বাদ দেওয়া যায় না?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ। বাদ দেবার কথা ভেবে দেখছি

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩০

কামাল১৮ বলেছেন: রাজ কাপুর যখন বলে,মাত যাইয়ে,মাত যাইয়ে।তখন এক আবেগঘন দৃশ্যের অবতারনা হয় দর্শক মহলে।কতো দিন আগে দেখা তবু মনে হয় এইতো সেদিন দেখা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি পোস্ট লিখেন না কেন?

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভারী লেখা। তবে পজিটিভ অর্থে বললাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১১

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ,পজিটিভ অর্থে বলিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.