নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

দুর্নীতিবাজ শয়তানদের কাছাকাছি যাবার উপায় কি?

১২ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৬





যদি কপিরাইটিং এর মত ব্লগের মডারেটর ঘোষণা দেয়,দুর্নীতিবাজ ঋণখেলাপীদের লিস্ট করেন যার লিস্টে বেশি নাম থাকবে তাদের পুরস্কৃত করা হবে। তাহলে অনেকে হয়তো ইন্টারনেটে ঘেটে, পরিচিত দের ফোন দিয়ে,বা নিজের অভিজ্ঞতা থেকে উনাদের নাম,পেশা,এমাউন্ট বের করে এক্সেলে সাজাবেন।চেনা-জানা অনেকেই থাকবে,ব্লগারেরা মনে হয় নিজেদের নাম লিস্টে ঢুকাবেন না, কারণ তারা দুর্নীতিবাজ শয়তান নয়।


মনে হয় যারা লিস্ট করতে পারবে,তারা নিশ্চই উনাদের দূর্নীতির সোর্স সম্পর্কেও অবগত হবে, যেখানে থেকে রেডিয়েশন বাংলার আকাশ বাতাসে মিশেছে। করোনায় কিছু চিত্র দেখা গিয়েছে, যেমন- রিজেন্ট হসপিটালের শাহেদ স্বাস্থ্য মন্ত্রনালয় পকেটে নিতে পেরেছিলো বিখ্যাতদের সাথে ছবি থাকার কারণে,শাহেদ চুনোপুটি তাই সীমান্ত থেকে ধরা পড়েছে, রাঘববোয়াল ঠিকই চেয়ারে বসে আছে। মিডিয়ার দুর্নীতির যে খবরে আমরা বিভিন্ন টুকটাক মন্তব্য করতে পারি তার বেশিরভাগ চুনোপুটির মামলা।রাঘববোয়ালদের নিয়ে লিখে কারা?গডফাদারদের পেছনের গল্প আপনারা জানলে জানাতে পারেন।


বিভিন্নভাবে ডকুমেন্টারিতে দেখেছিলাম, সমুদ্রের দানবরা হা করে অনেক চুনোপুটি একেবারে মুখে পুরে নেয় ;চুনোপুটিরা দল বেধে থাকে, কিন্তু, সেই ঐক্যশক্তি কোনো কাজ করে না,পানির প্রবাহের সাথে দিক সঠিক সময়ে পরিবর্তন করতে পারলেই রক্ষা হয়, নাহলে কোনো রক্ষা নেই। চুনোপুটি নিয়ে তাই কথা বলে লাভ নেই, দানবদের কার্যক্রম জানলে বলেন ও উনাদের কাছে ভিড়তে কি কি উপায় আপনার মগজে আছে তা জানাতে পারেন।আগামীকাল সূর্য্য উঠলেই মিশনে নামবো,বুদ্ধ বলেছেন নতুন সূর্য,নতুন দিন ও নতুন জীবন।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: পেপার পত্রিকায় নিয়মিত এদের নাম আসে। আপনিও পড়েছেন। চিনতে কেন পাড়ছেন না বুঝছি না। দেশের অনেক আইন এদের পক্ষে তৈরি করা হয় যেন সুযোগ সুবিধা পায়।

যেমন একটা ব্যাংকের পরিচালক একই পরিবারের ৪ জন পর্যন্ত হতে পারবে বলে নতুন আইন পাস হয়েছে কয়েক বছর আগে। আগে ৪ জন হতে পারতো না। ফলে অনেক ব্যাংক পরিবারের নিয়ন্ত্রণে চলে গেছে। ২০১৫ সালে ১৫০০০ কোটি টাকা ঋণ রি-স্ত্রাকচারিংয়ের নামে বেশ কয়েকটা বড় ব্যবসায়ী গ্রুপকে ছাড় দেয়া হয়েছে। পাওয়ার প্ল্যান্ট নিয়ে দুর্নীতি হয়েছে। এগুলির মালিকদেরকে অনুসরণ করলেই কয়েকটা নাম পেয়ে যাবেন।

একটা গ্রুপ বেশ কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। শেয়ার মার্কেট নিয়ে কারা খেলেছে আগে। এগুলি পত্রিকায় এসেছে।

চোখ কান খোলা রাখলেই এদের চিনতে পারবেন।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ১২:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


কাগজে নাম পড়ে, জেনে লাভ নেই ; কাছে কিভাবে ভিড়বো উপায় বলেন।

২| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: দূষ্টলোকদের কাছ থেকে দূরে থাকাই উত্তম।
সব সময় চেষ্টা করবেন ভালো মানুষদের সাথে থাকতে।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ২:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


আচ্ছা ঠিক আছে।

৩| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ৩:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: একটা কথা আছে যে ' রতনে রতন চেনে'। আপনাকে ওঁদের মত রতন হতে হবে। তবেই ওঁদের কাছাকাছি যেতে পারবেন।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ৩:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

বুঝেছি,কেউ বলবে না কাছে ঘেষার ফর্মুলা।

৪| ১৩ ই মার্চ, ২০২৩ ভোর ৫:১৪

কামাল১৮ বলেছেন: ঐক্যবদ্ধ শক্তির কাছে পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারে না। বাস্তিল দুর্গের পতন হয়ে গেলো নিরস্ত্র জনগনের কাছে।জার সিংহাসন ছেড়ে পালালো।চিয়াং কাই শেক সমুদ্র পাড়ি দিয়ে তাইওয়ান পালিয়ে গেলো।লৌহমানব আইউব ক্ষমতা ছাড়তে বাধ্য হলে।বিশ্ব বেহায়া এরশাদ সেও শ্রীঘরে গেলো।জনগন ঐক্যবদ্ধ হলে তাদের সামনে কেউ দাঁড়াতে পারে না।
প্রয়োজন হলো জনগনকে ঐক্যবদ্ধ করা।জনগন নিজে নিজে উক্যবদ্ধ হয় না।জনগনকে ঐক্যবদ্ধ করতে হয়।সবাই কথা বলছে কিন্তু জনগনকে ঐক্যবদ্ধ হবার কাজটি কেউ করছে না।

১৩ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

মানুষের হাতে ঐক্যশক্তি থাকলে কাজে আসতে পারে,মাছের নয়।

৫| ১৩ ই মার্চ, ২০২৩ ভোর ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনি বড় অপরাধীদের সাথী হতে চাইলে, পুলিশের গাড়ীতে আগুন দেয়ার চেষ্টা করেন; জেল হবে, জেলের ভেতর ওদের সাথে দেখা হবে, দলে যোগ দিতে পারবেন।

১৩ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো ' এভাবে কেউ আর ধারণা দিতে চাচ্ছে না।

৬| ১৩ ই মার্চ, ২০২৩ সকাল ১০:০৫

জুল ভার্ন বলেছেন: ভালো কিম্বা মন্দ, আপনি যাদের কাছে যেতে চাইবেন- নিজেকে তাদের মতো করে তৈরী করতে হবে।

১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


ব্লগারেরা ভালো,তাই পথ বলে দিতে পারছে না।

৭| ১৩ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৩৫

অক্পটে বলেছেন: আপনি তাদের কাছে একা একা গিয়ে ফিরে আসতে পারবেন না। প্রশাসন এবং সরকার এদের পৃষ্ঠপোষকতা করে। তাই এরা ফুলে ফেপে শুধুই বাড়ছে। আপনাকে টেক্যাল দেবারতো কেউ নেই।

১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১০

শূন্য সারমর্ম বলেছেন:


তাহলে আগে ব্যাপআপ শক্তি জোগাড় করতে হবে, তারপর বাদ বাকি।

৮| ১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৫

এম ডি মুসা বলেছেন: পথ খুঁজেন নাকি তাদের কাছে যাওয়ার

১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


আমাকে পথ দেখিয়ে দেবার জন্য পোস্টের মাধ্যমে ব্লগারদের মাঝে আবেদন করেছিলাম ; উনারা তেমন সাড়া দেয়নি।

৯| ১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সাড়ে চুয়াত্তর বলেছেন:
একটা গ্রুপ বেশ কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে।


ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়ার কিছু নেই। কম্পানী আইন মেনে যে কেউ শেয়ার কিনতে পারে। যার বেশী শেয়ার তার মতামত বেশি প্রাধান্য পাবে বোর্ড মিটিঙ্গে।
ব্যাঙ্ক দেউলিয়া বা লস খাওয়ার গুজব ছিল সারা বছর। কিন্তু একটি ব্যাঙ্কও দেউলিয়া হয় নি, বেপরোয়া গুজবে বহু বোকা গ্রাহক একাউন্টের সব টাকা তুলে নিচ্ছিল।
অতচ কোন ব্যাঙ্কই দেউলিয়া হয় নি। বছরশেষে বাংলাদেশের প্রায় সব ব্যাঙ্কই ভাল লাভ করেছে।
সরকারি সোনালী ব্যাংক পর্যন্ত রেকর্ড মুনাফা করেছে।
সরকারি ব্যাঙ্কের খেলাপি ঋন (২০%+) বেশি হলেও ইসলামি সহ বেসরকারি ব্যাঙ্কের খেলাপি মাত্র ৬% বিদেশী ব্যাঙ্ক আরো কম ৪%। আইএমএফ বলেছে সব খেলাপি ৫% নামিয়ে আনতে।
বেসরকারি ব্যাঙ্ক সবাই ভাল ব্যাবসা করছে।
দেউলিয়া বা লস খাওয়ার লক্ষন হচ্ছে সবার আগে কর্মচারি ছাটাই। কোন ব্যাঙ্কই কর্মচারি ছাটাই করেনি বরং উচ্চ বেতনে প্রচুর কর্মকর্তা নিয়োগ হচ্ছে। স্টাফদের বেতন প্রতি বছর বৃদ্ধি হচ্ছে, একেক জনের বেতন লাখটাকা ছাড়িয়ে গেছে।
এবছরের সবচেয়ে আলোচিত ইসলামী ব্যাংক এবছরও সর্বোচ্চ মুনাফাধারী ব্যাংক হয়েছে। পিপলস লিজিং ব্যাঙ্ক নয়। তবে ক্ষতিগ্রস্থ বেসিক ব্যাঙ্ক ও ফারমারস ব্যাঙ্ককে বেলআউট দিয়ে বাচিয়েছে। একটি ব্যাঙ্ক ও কর্মচারি ছাটাই করেনি।

১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

৫% খেলাপীতে কতটাকা হাওয়া হয়ে যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.