নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ফার্মেসী ব্যবসার জয়জয়কার।

১০ ই মে, ২০২৩ দুপুর ২:০৪






দেশে মোট ফার্মেসীর সংখ্যা ২ লাখ ৩ হাজারের কাছাছাছি। গতবছর ৫ মাসে নিবন্ধন দেয়া হয় ৪৬ হাজারের বেশি ফার্মেসী। দেশের ১৮/১৯ কোটি মানুষের জন্য ঔষধ বাজারজাত করা হয়, বিদেশেও রপ্তানী করা হয় ' ঔষধ প্রসাশন অধিদপ্তর তাই হয়তো বলবে নিয়ম মেনেই নিবন্ধিত করা হয়েছে।তবে ঠিক জনসংখ্যার অনুপাতে ফার্মেসীর সংখ্যা কত থাকতে হবে তা জানা যায়নি।



ফার্মেসী ব্যবসায় কি বেকারত্ব দূর হচ্ছে? আমার পরিচিত একজন ছিলেন নিজের ছেলের জন্য সরকারী চাকুরীর জুতা ক্ষয় করে ফেলেছিলেন, পরে বুদ্ধি করে ছেলেকে ফার্মেসীতে রেখে নিজে ফার্মেসী দিয়ে ছেলেকে বসিয়ে দেয়।কিছুদিন আগে দেখা হতেই, এ ব্যাপারে জানতে চাইলে উনি বলে এ ব্যবসার যুগ চলে গেছে,বাকির খাতার পৃষ্ঠা সংখ্যা বাড়াতে হয়, না হয় ক্রেতা অন্য দোকানে চলে যায়। এখন নাকি সাধারণ মানুষ আর বোকা নেই, সবাই ঔষধ চিনে, দাম জানে, ঠকানো যায় না। অনেকেই দেখেছি লাইসেন্স নেবার জন্য লাইনে গিয়ে দাড়ায়, মানে ফার্মেসী বাজারে আসছে আরও।



ঠকানো যাচ্ছে না জাতির স্বাস্থ্যের অবস্থা কেমন? নিশ্চই ভালো, করোনা কি করতে পেরেছে? ইম্যুনিটি যে লেভেলে গেছে আশেপাশে এত এত ফার্মেসী ইম্যুনিটি দেখলে, রাগ করতে পারে।নিজের কাজ বন্ধ করে মুড়ির মত ঔষধ খেতে বাধ্য করতে পারে। এন্টিবায়োটিক সাজেস্ট করা আর্টের পর্যায়ে চলে যাচ্ছে ধীরে ধীরে। ভেজাল খেয়ে ঔষধের চাহিদা বাড়ছে, সেই ঔষধেও ভেজাল বাড়ছে;আমি আপনি সুস্থ আছি, অসুস্থ হচ্ছি।


আপনারা নিশ্চই একমত হবেন যে, বিশ্বের সবচেয়ে বেশি ডাক্তার প্রজাতি এ দেশে বাস করে, সংখ্যা আরও বাড়বে যে হারে নিবন্ধন শুরু হয়েছে। নিজের বাসার সদস্য থেকে শুরু করে মোড়ের টেম্পুচালকও ডাক্তারী বুুঝে। ঔষধ সাজেস্ট করতে পারে বা পরিচিত ফার্মেসী সাজেস্ট করতে পারে। দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা সামলায় ভারত,থাইল্যান্ড,লন্ডন, ও আমেরিকা। বাজারের মরিচ বিক্রেতাও দেশের ডাক্তারদের ভরসা করতে চায় না ;তবুও বিভিন্ন কোম্পানী মেডিকাল প্রমোশন অফিসারদের রিপোর্ট করায় ডাক্তারদের চেস্বারে।



মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২৩ বিকাল ৩:১৩

শেরজা তপন বলেছেন: চা সিগারেটের দোকান, রেস্টুরেন্ট আর ফার্মেসী পাল্লা দিয়ে বাড়ছে।

১০ ই মে, ২০২৩ বিকাল ৫:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


চা সিগারেটের দোকান দেখলে মনে হয়, কাউকে সিগারেট/চা না খাইয়ে রাখবে না।

২| ১০ ই মে, ২০২৩ বিকাল ৪:২৬

নূর আলম হিরণ বলেছেন: ফার্মেসী গুলির ব্যবসা খুব একটা ভালো নেই তবে ফার্মাসিউটিক্যাল গুলো ফুলে ফেঁপে উঠছে!

১০ ই মে, ২০২৩ বিকাল ৫:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


বেক্সিমকো আরবে ব্যবসা খুলে বসতে চাচ্ছে।

৩| ১০ ই মে, ২০২৩ বিকাল ৫:১০

নতুন বলেছেন: খাদ্যে ভ্যাজাল যত বাড়বে, ডাক্তার, হাসপাতাল, ফার্মেসীর ব্যাবসা বাড়বে। :|

সামনে এন্টিবাওটিক রেসিসটেন্স বড় একটা সমস্যা হিসেবে আসবে। মানুষ ফার্মেসী থেকেই অনেকেই এন্টিবায়োটিক কিনে খায় ডাক্তারের পরামর্শ না নিয়ে।

১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


জটিল চক্র; যারা খাদ্যের ভেজালের সাথে জড়িত তাদের চিকিৎসা বিদেশ করাবে।

৪| ১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

কামাল১৮ বলেছেন: আমার প্রথম ব্যবসা ফার্মেসি দিয়ে।৭৩ সালে জহুরা ম্যানশনে ব্যবসা শুরু করি ফার্মেসির মাধ্যমে।

১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


তখনকার সাথে এখনকার ব্যবসার হাল চাল নিয়ে, নিজের অভিজ্ঞতার আলোকে লিখুন।

৫| ১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

কামাল১৮ বলেছেন: আমি কখনো দোকানে বসি নি বা কেনা বেচা করিনি।দুই জন কর্মচারী ছিলো টাকা পয়সা ছিলো আমার।তাছাড়া আমার আরো ব্যবসা ছিলো।মুল ব্যবসাটা ছিলো আমদানি করা।

১১ ই মে, ২০২৩ সকাল ১১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


আদমের ব্যবসা ছিলো আপনার?

৬| ১১ ই মে, ২০২৩ সকাল ১০:০৮

আমি সাজিদ বলেছেন: সমাজ চায় মানুষ অসুস্থ হোক, গড়পড়তা জীবনযাপন করুক।

১১ ই মে, ২০২৩ সকাল ১১:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:



মানুষের জীবন বলতে কিছু থাকছে না।

৭| ১১ ই মে, ২০২৩ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: ফার্মেসী ব্যবসায় অনেক লাভ।
আপনি যে ফার্মেসীতেই যাবেন দেখবেন ভিড়। রেস্টুরেন্ট এবং ফার্মেসী ব্যবসায়ীরা লালে লাল।

১১ ই মে, ২০২৩ দুপুর ২:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


ফার্মেসী ব্যবসায় নিবন্ধন বলার মত বাড়ছে তাই।

৮| ১১ ই মে, ২০২৩ দুপুর ১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালো মুনাফা লাভ হয়।

১১ ই মে, ২০২৩ দুপুর ২:২৬

শূন্য সারমর্ম বলেছেন:

লাভ হীন ব্যবসায় কেউ আগ্রহ দেখায় না।

৯| ১১ ই মে, ২০২৩ বিকাল ৪:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাজার কিছুটা কমিয়ে হলেও ঔষধ ঠিকই কিনতে হয়।

১১ ই মে, ২০২৩ রাত ৯:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


খাবার কম খেলে তো ঔষধ কম লাগার কথা ছিলো।

১০| ১২ ই মে, ২০২৩ রাত ১২:৩১

কামাল১৮ বলেছেন: আদমের ব্যবসা আমার কখনো ছিনো না।

১২ ই মে, ২০২৩ দুপুর ২:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.