নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

সমকামী,উভকামী,বা রুপান্তরকামী কোনো পরিচিত মানুষকে চিনেন?

০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৭







বাঙালীদের ট্রলের হট কেক হলো "উগান্ডা নামক দেশটি ; এই দেশ নিয়ে ট্রলের জোয়ার শেষ হয়ে ভাটার দিকে পড়েছে। কিন্তু দেশটিতে এলজিবিটিকিউ / সমকামী বিরোধী আইন পাস করা হয়েছে ' ধরা পড়লে যাব্বজীবন এবং বারবার ধরা পড়লে মৃত্যুদন্ড। ঐ দেশের মানুষের চাহিদার প্রাপ্ত আইটেম ছিলো এই আইন। তবে বাইডেনের নিন্দার পর বিশ্বব্যাংক ঠিক করেছে ঋণ দেয়া বন্ধ; আগে আইনে নজর দেও তারপর দেখা যাবে। দেখা যাচ্ছে, কামনার খাতিরে পুরো বিশ্ব বিপক্ষে যাচ্ছে ; এদিক থেকে তালেবান ও কিম জন ঠিক থাকে, বিশ্ব বিপক্ষে গেলে যাক।



নিউটনের প্রিজমের মাধ্যমে রঙধনুর ৭ রঙ বের করেছিলেন ; এলজিবিটিকিউ পতাকা দেখলে তাই মনে হয়,শুধুমাত্র একটা রঙের কমতি আছে।বাচ্চারা পতাকাটা দেখলে কালার শিখবে সহজে ; তবে এই পতাকা হাতে বা কাধে ঝুলিয়ে ঢাকার রাস্তায় হাটা যাবে? মুসলিম দেশগুলোতে এসব নেই, বরং নিন্দা জানাতে সবাই গোল টেবিলে বসতে ইচ্ছুক। সমকামী,উভকামী বা রুপান্তকামী মানুষজন বা তাদের সাপোর্টার দেশে পাওয়া সম্ভবনা কেমন? সাইকোলজিস্টের মতে, একজন মানুষের ভেতর নাকি নারী/পৃুরুষ দুটি সত্তাই নাকি বিরাজ করে; সেই বিরাজ থেকেই কি পতাকা পর্যন্ত গিয়েছে, আন্দোলন করেছে?।বিশ্বব্যাংকের ভারতীয় অজয়ের নিজ দেশের খবর কি জানেন, মাঝেমধ্যে পতাকা হাতে রাস্তায় ভিড় করতে দেখা যায়।



আমি কয়েকজনের সেক্সুয়াল ফ্যান্টাসি ও এক্সপেরিয়ান্স শুনেছিলাম,২/১ জনকে আমার উভকামী মনে হয়েছে, তবে তারা নাকি সমকামী বিরোধী, ধর্মের বাইরে কিছু করতে রাজি নয়। কিন্তু ভেতরে কি লালন করছে সে সম্পর্কে কোনো ধারণাই নেই,এজন্যই হাতে পতাকা উঠে না; গোপনে চলতে থাকুক। বিশ্বব্যাংকও না জানুক ;ঋণ লেনদেন চলুক ; বিশ্বব্যাংক না থাকলেও কি, ওদের ছাড়াই আমরা পদ্মাসেতু বানিয়েছি- এটা উগান্ডাকে জানানো দরকার।

মন্তব্য ৫২ টি রেটিং +১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি সমকামী,উভকামী বা রুপান্তরকামী কোনো মানুষকে চিনিনা। আমাদের দেশে থাকলেও গোপনে গোপনে কাজ সারছে। :D

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১০

শূন্য সারমর্ম বলেছেন:


কেউ না জানুক,বিশ্বব্যাংকও না জানুক।

২| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৩

অরণি বলেছেন: সমকামী,উভকামী বা রুপান্তরকামী কোন ভাবেই ওরা ভালো মানুষ না।

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১১

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি নিশ্চই চিনেন, অভিজ্ঞতা শেয়ার করুন।

৩| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৫

জ্যাকেল বলেছেন: সমকামিতা এক প্রকার মানবিক অবক্ষয়। চুরি, পেডোফিলিয়া, অন্যের সম্পদের প্রতি লিপ্সা যদি অপরাধ হয় তবে সমকামিতা অবশ্যই একটি ভয়াবহ অপরাধ। এর শাস্তি হওয়া উচিত সশ্রম কারাদন্ড এবং মৃত্যুদন্ড।

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


উগান্ডা আপনার কথামতই বিল পাস করেছে। এত হাইপার হবেন না,দেশে তা ঘটবে না।

৪| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৯

আমি নই বলেছেন: আমার পরিচিত কেউ নাই, থাকলেও হয়ত প্রকাশ করেনা। তবে এই পতাকা আন্দোলনটা কর্পোরেট কোম্পানিগুলোর চাল বলেই মনে হয়। এগুলোর উপর ভিত্তি করে অনেক বড় বড় ব্যবসা এক্সপান্ড হচ্ছে।

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


কর্পোরেট চাল নিয়ে পোস্ট লিখুন।

৫| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: মাঝে মাঝে পত্র-পত্রিকার কল্যাণে কিংবা ভারতীয় সিনেমা "বাধাই দো" বা ইন্টারনেট এর কল্যাণে খোল যা সিম সিম বলে ভার্চুয়ালী তাদের সবাইকে দেকেছিনু :P তবে সামনা-সামনি দেখিনি।

আর এদের প্রচার হয় সমাজের উচু তলায় ও প্রসারও ঘটে সেখানেই। গরীবের মাঝে কিংবা খেটে খাওয়া লোকদের মাঝে মনে হয় এই রোগ (বদভ্যাস) নেই।

কারন - তাদের সেই সময় কোথায় ডান-বাম (উপর-নীচ) করার। তারা সবসময়ই সোজা ;) পথে চলে ও সোজাই করে বাকা-তেরা নয়।
এসব তারাই করে যাদের আর কিছু করার থাকেনা।

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


গরীবদের কোনো সমস্যাই নেই ; সমাধান ৫০০ বছর আগে বেহেস্তে প্রবেশ।

৬| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫৪

রানার ব্লগ বলেছেন: আমার মাঝে মাঝে মনে হয় মাদ্রসা গুলা বিশেষ করে এলাকা ভিত্তিক পঙ্গপালের মতো যে সব মাদ্রাসা গড়ে উঠেছে এর বেশিরভাগ উভচর উৎপাদন করছে ।

তবে মজার ব্যাপার কি জানে এই উভচর প্রক্রিয়া পশুর মধ্যেও আছে । প্রানী জগত খুবি বিচিত্র ।

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


মাদ্রাসার ব্যাপারটা পোস্টে আসা উচিত ছিলো ; প্রানী জগতের প্রক্রিয়া সঠিকভাবে বুঝতে পারলে সুবিধা হয়, না হলে ভাবনায় সমস্যা দেখা দেয়।

৭| ০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

জ্যাক স্মিথ বলেছেন: আমার পরিচিত ছেলেকে অন্য আরেক ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছিল। :`>
খুব সম্ভবত দেশের দক্ষিণাঞ্চলে সমকামী পুরুষের সংখ্যা বেশি।

০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


এভাবেই কিছু ঘটনা থেকে কিছুটা প্রেডিক্ট করা যায়।

৮| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০১

কামাল১৮ বলেছেন: এটা জেনেটিক ।মানুষিক কোন সমস্যা না।এন লাইনে কয়েক জনকে চিনি।একজন লাইভ করেন এর পক্ষে।লেখা লেখিও করেন।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


উনি দেশেই থাকে?

৯| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: আমার পরিচিত মানুষের গন্ডি অতি সীমিত।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার লেখা পড়ে তো মনে হয় আপনি নেতা হতে পারবেন।

১০| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৯

কামাল১৮ বলেছেন: উনি দেশে থাকেন না।লেখা পড়তে চাইলে লিংক দিতে পারি।তবে বাংলাদেশ থেকে পড়া যাবে কিনা জানি না।ভিপিএন ব্যবহার করে পড়া যেতে পারে।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


দেন লিংক।

১১| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১৮

মিরোরডডল বলেছেন:




চিনলে কি হবে, আর না চিনলেই বা কি হবে?
সেটা আগে শুনি।

যারা প্র্যাকটিসড রিলিজিয়াস, তারা ধর্মীয় বিলিফ থেকে অনেককিছু মেইনটেইন করে।
তাই তারা সাপোর্ট করেনা বা এরকম কিছু তাদের মাঝেও থাকলে সেটা তারা হাইড করে সোশ্যাল বা রিলিজিয়াস প্রেশারের কারণে।

এছাড়া, মানবিকতার দিক থেকে যদি দেখি তাহলে এটা খুব স্বাভাবিক বিষয়, একজন মানুষের ব্যক্তিগত অধিকার।
সেক্সচুয়াল রিলেশনশিপ মানুষের জীবনে একটা ভাইটাল রোল প্লে করে। সেইক্ষেত্রে সে কাকে পছন্দ করবে, কার সাথে কমফোর্টেবল, এটা একান্তই সেই দুজন মানুষের ডিসিশন।

একজন স্ট্রেইট পার্সন যেমন চাইলেই সমকামী হতে পারবে না, ঠিক একইভাবে একজন সমকামীকে জোর করলেও সে স্ট্রেইট হতে পারবে না। এগুলো ন্যাচারাল ইন্সটিংট।
Nothing to encourage, but as long as not harmful for other, then let it be.
যে যেভাবে তার পার্সোনাল লাইফে হ্যাপি থাকে।


০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


দুই পক্ষকে টেনে যেভাবে সমাধান দিলেন, বুঝততে পেরেছি।
আপনার পরিবারের খবর কি এখন?

১২| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ৩:৫৪

আমি নই বলেছেন: আপনার পোষ্ট পড়ে কিছু ভিডিও দেখলাম, বিষয়টা বেশ মজার। আজকাল নাকি জেন্ডারের সংখা ইনফিনিটি। মানে আপনি নিজেকে যা কিছু ভাবতে পারেন (ওয়েস্ট্রান কান্ট্রিতে)। বিষয়টা এরকম, মনে করেন আমি একজন সাদা চামরার বায়োলজিক্যাল পুরুষ কিন্তু আমার মনে হল নাহ আমি পুরুষ না, আমি আসলে একজন কালো লেসবিয়ান, তাহলে সমাজ আমার সেই পরিচয়কেই মেনে নিতে বাদ্ধ। LGBTQ+ এক্টিভিস্টদের দাবী এটা।

মন্তব্যটা মনে হয় অফটপিক হয়ে গেল, যাইহোক আপনার কি মনে হয় এই দাবী স্বাভাবিক?

এই লিংকে জেন্ডারের লিষ্ট দেখতে পারেন, আগে দেখে না থাকলে মাথা ঘুরতে বাদ্ধ।

sexualdiversity

১০ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

পশ্চিমে এসব শুরু হয়েছে, শেষ কোথায় গিয়ে ঠেকে তাই দেখার বিষয়।মানুষের ভাবনায় কত যে বিচিত্র।

১৩| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:৪৪

কামাল১৮ বলেছেন: shongshoy.com এ subaltern এর লেখা পড়তে পারেন

১০ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

ঠিক আছে।

১৪| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:৫১

কামাল১৮ বলেছেন: লাইভে প্রশ্ন করতে চাইলে মাতুব্বর আজাদ অভিজিতের লাইভে তার সাথে কথা বলতে পারেন।মাতুব্বরের সাথেও আলাপ করতে পারেন।

১০ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:২৭

শূন্য সারমর্ম বলেছেন:



মাতব্বরের সাথে কথা বলার ইচ্ছা নেই।

১৫| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০৩

ধুলো মেঘ বলেছেন: আমাদের কোম্পানীর ইআরপি ডেভেলপ করেছিল যে কানাডিয়ান কোম্পানি, তার সিনিয়র কনসালটেন্ট ছিল আমেরিকান, নাম ব্রিটানিয়া মাইলস। বয়েফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাবার পর সে একজন আফ্রো-আমেরিকান তরুনীকে বিয়ে করেছিল। আমার সারা জীবনে দেখা সেই একমাত্র সমকামী।

১০ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


উভকামী মনে হচ্ছে ব্রিটানিয়াকে।

১৬| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০২

মিরোরডডল বলেছেন:




আপনার পরিবারের খবর কি এখন?

এখন সবাই ভালো আছে।
Thanks for asking.

১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


ওয়েলকাম

১৭| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১৯

শার্দূল ২২ বলেছেন: গত কয়দিন ধরে আমি ভেবেছিলাম এখানে সিরিয়াস হবোনা কোন বিষয় নিয়ে, শুধু ফ্রি সময় এসে অফলাইন পড়বো, এখানে সিরিয়াস হয়ে লাভ নেই, অনেক লেখক আছেন এখানে পোষ্ট দিয়ে ১৮ কোটি বাঙ্গালীকে ঠিক করার স্বপ্ন দেখেন। মাঝে মাঝে রেগে মেগে তেড়ে তুড়ে আসেন। মানুষকে অপমান করেন। এমন সব বিষয় নিয়ে কথা বলেন যা নিয়ে তাদের সঠিক কোন ধারণাই নেই। যে যা পারছে মনগড়া কথা বলে যায় এখানে। এসব কিছু দেখে আর ইচ্ছে করেনা কোন বিষয় নিয়ে সময় নষ্ট করতে।

পোস্ট টপিকে আসি-
আমার ওয়ান অব বিজনেস হলো ব্রাইডাল ফেব্রিকস ,সেই সুবাদে ইউএস এর নামি দামি কিছু ডিজাইনারদের সাথে পরিচয় সম্পর্ক হয়েছে, আর মজার ব্যপার হলো এদের বেশি ভাগ হয় সমকামি। মোটামুটি জনা দশেক সমকামির সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে এদের সবার জীবনী শুনেছি আমি, তারা কিভাবে সমকামি হয়ে উঠলো শুরু থেকে আজ পর্যন্ত আমাকে শেয়ার করেছে তারা। এ্যলেক্স হলো তাদের মধ্যে একজন । এ্যলেক্স ম্যাক্সিকান,২০১৮ তার সাথে পরিচয়। গত ৪ বছর সে একটা মেয়ে বান্ধবির সাথে বসবাস করছে। গত বছর সে বাবা হয়েছে। সেই একটা সমকামি যার সাথে আমি সব সময় যোগাযোগ করি, তার বান্ধবির সাথে আমার কথা হয়, আমেরিকা আসলে আমরা একসাথে ঘোরাঘুরি করি । এসব কথা কেন বলছি সেসব পরের মন্তব্য বলছি।

সমকামি নিয়ে সমকামিদের ভুল ব্যখ্যা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। ওরা সেটা বুঝতে না পারলেও আমরা যারা স্বাভাবিক জীবন যাপন করি তাদের বুঝতে পারার কথা, । আর সমকামি নিয়ে ইসলাম ধর্মের অবস্থান এবং ইতিহাস আমাদের বুঝতে সাহায্য করার কথা।

পরের মন্তব্যে বিস্তারিত নিয়ে আসবো,

ধন্যবাদ মুল্যবান টপিক তুলে আনার জন্য

১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


অপেক্ষায় আছি ' ফ্যাশন ডিজাইনারদের ভেতর সমকামী বেশি।

১৮| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩১

কাছের-মানুষ বলেছেন: আমার পরিচিত মানুষের মাঝে এরকম কাউকে চিনি না!

১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার সম্পর্কে যা জেনেছি, আপনার আশেপাশে তেমন মানুষ থাকার কথা ছিলো না।

১৯| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:২৬

শার্দূল ২২ বলেছেন: এ্যলেক্স আমাকে তার জীবনের উল্যেখ যোগ্য অনেক বিষয় বলেছে, শিশু কিশোর শৈশব বেড়ে উঠা বন্ধু বান্ধব সহ সবার আচরণ এবং শেষ অব্দি তার সমকামি হয়ে উঠার গল্প। ২০১৮ সালে সে যখন প্রথম আমার ষ্টোরে আসে তখন তার সাথে তার সহকারি মেয়ে বান্ধবিটাও ছিলো । আমার আবার সমকামি নিয়ে কৌতুহল বেশি। যখনি কোন সমকামি পাই বেহায়ার মত তার পিছনে লেগে থাকি। কিভাবে একটা ছেলে হয়ে আরেকটা ছেলের শরীর নিয়ে ভাবতে পারে কিংবা কিভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের শরীরের প্রতি এত টান সৃষ্টি হয় এসব জানতেই হবে আমাকে। সেই হিসেবে আমি এবং তার সহকর্মি চাপ দেই তার জীবন কাহীনি আমাদের বলতে। এর পর আমি আমার বাকি ডিজাইনারদের থেকে তাদের গল্প শুনি, তার মধ্যে ডেভিড ছিলো একদম কম বয়সি। একদিন আমাকে বলে আজ আমি অনেক খুশি আমার পার্টনার ফ্রান্স থেকে আসতেছে, আমি ডেভিডকে আমার অফিস রুমে নিয়ে যাই এবং তার জীবনি জানতে চাই-

ডেভিড- সময়টা ছিলো আমি যখন ১৬ বছরের। হারভি আর আমি একসাথে থাকতাম, একি রুমে। কিন্তু আমাদের বেড আলাদা ছিলো, মাঝে মাঝে হারভি আমার বেড এসে গল্প করতে করতে ঘুমায় পড়তো, ঘুমের ঘোরে সে আমার পায়ের উপর তার একটা পা তুলে দিতো। প্রথম দিকে আমি খুব রেগে যেতাম। এরপর অভ্যাস হয়ে গেলো, পরে লক্ষ্য করলাম সে যেদিন আমার বেড এ ঘুমাতোনা আমি আমার পায়ের উপর তার পা রাখা মিস করতে শুরু করলাম, এক সময় আমি তাকে বাধ্য করি আমার সাথে ঘুমানোর। এভাবে শুরু হয় আমাদের ঘনিষ্টতা। বাকি গল্প আমি না বলি।

মেয়েদের সমকামি হয়ে উঠার গল্প একটু ভিন্নতা আছে। সাধারণত মেয়ে ছেলে দুজনের বেলায় দুটো চরিত্র থাকে। টপ এবং বটম। টপ মেয়ে গুলো সমাজে নানা কারণে তৈরী হয়। বিশেষ খুলে না বললেও আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করবো। টপ মেয়েদের বেশিরভাগ মেয়ের জীবনিতে উঠে আসছে তারা খুব ছোট বেলায় পুরুষ দ্বারা শারীরিক নির্যাতিত । অথবা বয় ফ্রেন্ড এর দ্বারা জোর পুর্বক বা অসম শারীরিক সম্পর্কের কারণে পুরুষের প্রতি তাদের একটা ঘৃণা বা ভয় সৃষ্টি থেকে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে। মেয়েটি নিজেকে সেই পুরুষের জায়গায় বসাতে চায়। সেও চায় কর্তৃত্ব অন্য কোন শরীরে। এমন মানসিক সমস্যায় একটা মেয়ে টপ চরিত্রে পরিণত হয়।টপ চরিত্রের মেয়ে গুলো পোষাক আচরণে পুরষালী ভাব ফুটে উঠে এবং কি ওদের চলাফেরা হাটার বিশেষ পরিবর্তন আসে। যেহেতু সে একটা পুরুষকে কপি করার চেষ্টা করে তার পার্টনারকে সন্তুষ্ট করতে, সমকামি হলেও বটম মেয়েটি কিন্তু ১০০ ভাগ নারী হিসেবেই থেকে যায়। এবার সময় হলো এই টপ মেয়ে গুলোর বটম চরিত্রের মেয়ে খুঁজে বের করা। তারা সাধারণত লাজুক কোমল নরম মেয়েদের টার্গেট করে। যাদের শরীর সম্পর্কে তেমন কোন ধারণা থাকেনা। এদের সাথে টপ মেয়েটি পুরুষের আগ্রাসী ভুমিকা এবং বেদনা দায়ক বিষয় গুলো বলতে বলতে ঐ বটম মেয়েটির মনে পুরুষের প্রতি ভয় ও ঘৃণা সৃষ্টি করে । একটা সময় তারা নিজেরা এক সাথে চলাফেরা এবং ছোট ছোট কথা এবং কাজের বা স্পর্শের মাধ্যমে পরিপু্র্ন অভ্যাসে জড়িয়ে যায়।
এই জড়িয়ে যাওয়াটার সাথে শিক্ষা অশিক্ষা ভালো মন্দ চরিত্রের তেমন কোন সম্পর্ক নেই, যেহেতু এটা একটা চর্চা বা অভ্যাস সেহেতু এটা সমাজের যে কোন মানুসের মধ্যে আসতে পারে। যারা সচেতন তারা ফিরে আসে বা জড়ায়না ।আর যারা সচেতণ না তারা ফিরে আসতে পারেনা।

বাংলাদেশের পরিসংখ্যানে উঠে আসছে সারা বাংলাদেশে মধ্যে চট্রগ্রামেই দেশের ৭৫ ভাগ সমকামী বসবাস করে, এটার কারণ আমি খুঁজে পেয়েছি যদিও এটা একটা শ্রেনী নিতে পারবেনা বলে আমি এই প্রসঙ্গে যাচ্ছিনা।

যেহেতু এডুকেটেড মানুষ গুলোর মধ্যে এমন অভ্যাস হয় বা হয়ে গেছে। যেমন ডাক্তার ইন্জিনিয়ার সহ সমাজের বড় পদের মানুষ গুলো এই জীবনে জড়িত সেহেতু তারা এটাকে সমাজে স্থান দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মেডিকেল সাইন্স দিয়ে এটাকে প্রমান করতে যে সমকামি হলো জিন গত বৈশিষ্ট্য। তারা বলতে চায় এখানে মানুষের কোন হাত নেই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলে তারা ভুল। পুরুষ সমকামির একটা বহু পুরনো ইতিহাস আছে সেই হিসেবে নারী সমকামির এত পুরনো ইতিহাস নেই।

আজকেই খবরে শুনলাম ভারতে সমকামি বিয়ে বৈধতা কোর্ট হস্তক্ষেপ করবেনা। বরং সরকারে কে ইঙ্গিৎ দিয়েছে তারা চাইলে এটাকে সরকারি ভাবে বৈধতা দিতে পারে। তাই মনে পড়লো আপনার এখানে আমি একটা কমেন্ট করেছিলাম কিন্তু শেষ করিনি। যদিও হাতে সময় স্বল্পতার কারণে বিস্তারিত বলতে পারিনি।

ভালো থাকবেন

২১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


সমকামীতা বিস্ফোরিত হবে না কখনো ; অনেক ধন্যবাদ সময় নিয়ে মন্তব্য করবার জন্য।

২০| ২১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: আত্মীয়স্বজনদের মধ্যে একজন আছে। আমরা ধারণা করি সে ছেলেদের প্রতি আকৃষ্ট। ধারণার পক্ষে যথেষ্ট যুক্তি-প্রমাণও আছে।
এছাড়া সমকামী একজনের সাথে পরিচয় হয়েছিলো।
আর একজনকে চিনি যে রূপান্তরকামী। বইমেলার স্টলে কাজ করতো। আমার বইয়ের স্টলেই ছিলো।

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


ব্লগারদের বই নিয়ে পোস্ট দিয়েছিলাম; অনেকেই আপনার বইয়ের কথা বলেছে।

২১| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৮

নতুন বলেছেন: নারী এবং পুরুষ কিন্তু একটা কাঠামো থেকে আসে এটা সম্ববত অনেকেই জানেনা।

মানুষের শরীরে নারী এবং পুরুষের একই অঙ্গ থাকে। ভ্রুন থেকে বড় হবার একটা পর্যায়ে হরমনের প্রভাবে নারী এবং পুরুষে পরিবর্তন হয়।

তাই শরীরের অঙ্গপতঙ্গ যেহেতু একই রকমের তাই যদি হরমনের প্রভাবে পরিবর্তনের সময় কিছু পছন্দ মাঝা মাঝি হয়ে যায় তবে শরীর নারীর মতন হলেও পছন্দ পুরুষের মতন হতেও পারে।

যেমনর টা বাহাতীদের ক্ষেত্রে হয়ে থাকে।



উপরে মিরোর যেমন টা বলেছে।
একজন স্ট্রেইট পার্সন যেমন চাইলেই সমকামী হতে পারবে না, ঠিক একইভাবে একজন সমকামীকে জোর করলেও সে স্ট্রেইট হতে পারবে না। এগুলো ন্যাচারাল ইন্সটিংট।
Nothing to encourage, but as long as not harmful for other, then let it be.
যে যেভাবে তার পার্সোনাল লাইফে হ্যাপি থাকে।


আরেকটা জিনিস আমি দেখেছি সমকামীরা সাধারন মানুষদের চেয়ে একটু ভিন্ন রকমের হয়।
Rituparno Ghosh, Alan Turing,

সমকামীরা সমাজের জন্য হুমকি না।


আর যদি ধর্মের দোহাই দিয়ে যারা এই জিনিসটার বিরোধিতা করেন তারা তো নিজেরা চিন্তা করেনা। তারা বড় হুজুর বলেছেন তাই সেটা বিরোধিতা করেন । B-))

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১১

শূন্য সারমর্ম বলেছেন:


সহজাত এই প্রবৃত্তি সমাজে সবসময় লুকোচুরিই করে যাচ্ছে।

২২| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৭

বাউন্ডেলে বলেছেন: সকলের কমেন্ট ও পোষ্ট পড়লাম। প্রকৃতির নিয়ম লংঘনকারিরা অস্তিত্ব সংকটে পড়ে এর্ং বিলিন হয়ে যায়। এটা তাদের অনিবার্য পরিনতি । ধর্মীয় দৃষ্টিতে মারাত্নক অপরাধ এবং আল্লাহর আদেশ অমান্যকারি হিসেবে বিবেচিত। এদের সাথে বা পিছেনে নামাজ পরা বা তাদের নেত্রত্ব মানা হারাম।

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১২

শূন্য সারমর্ম বলেছেন:


অস্তিত্ব বিলীন হতে যত বছর লাগবে, ততদিনে মানুষ বলতে কিছুই থাকবে না।

২৩| ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২১

শার্দূল ২২ বলেছেন: @আপনারা যারা হরমনের দোহাই দিয়ে এই মন্দ চর্চাকে সাপোর্ট করেণ তারা যদি আস্তিক হন, কোরাণ বিশ্বাস করেন তাদেরকে বলবো- লুত নবীর উম্মতকে আল্লাহ কি শাস্তি দিয়েছেন তা আমি একজন মুসলিম হিসেবে জানি এবং বিশ্বাস করি। এবং দুনিয়াতে হরমন ত্রুটিতে মানুষে এবং জীবের অনেক ভিন্নতা আমরা দেখতে পাই। যেমন হিজড়া। এমন অনেক ত্রুটি নিয়ে মানুষ জন্মায়, আল্লাহ কখনো ওদের উপর বিরক্ত হননি এবং এডের অভিশাপ শাস্তি দেননি। বরং ইসলামের ইতোহাসে এমন হরমন ত্রুটির মানুষের প্রতি বিশেষ দৃষ্টির ইঙ্গিত পাওয়া। কিন্তু সমকামি নিয়ে আল্লাহর রাগ চোখে পড়ার মত। আল্লাহ আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের চেয়ে বেশি জানেন কোনটা হরমন কোনটা মন্দ চর্চা। আর পায়ু পথে সঙ্গমের পার্শপতিক্রিয়া কত খারাপ তা আমার বন্ধু সমকামি গর্ডনের মুখে শুনেছি এবং দেখেছি। যার বয়স এখন ৮৫।
বাংলাদেশের একটি জেলা প্রতি ১০০ ডিভোর্চের ৫ ভাগ হলো স্বামী পায়ু পথে সঙ্গম করতে চায়, এখানে একজন ব্লগার ছিলেন, নাম বলবোনা , উনি একজন নারী ব্লগার ছিলেন, তিনি নাম গোপণ করে পোষ্ট দিতেন। তার স্বামী ছিলো সমকামি। কিন্তু সমাজের ভয়ে তিনি মুখ খুলেননি। ওনার স্বামীর এত নেশা ছিলো যে তার কাছে কেউ নিরাপদ ছিলোনা।এই লেখিকার এক একটা দিনের কষ্টের চিত্র এখানে তুলে ধরেছেন। যা নরকের চেয়ে ভয়াবহ।

আপনারা বলছেন সমকামি চাইলে বেড়িয়ে আসতে পারেনা, একজন নারী তা করে দেখিয়েছেন। এ্যলেক্সের বান্ধবী। যেখানে আমার উৎসাহ ছিলো অনেক, তার বান্ধবি তার মত করেই শুরু দিকে মেনে নিয়েছে। ডে বাই ডে এ্যলেক্সের দিক পরিবর্তণ করে বাবা বানিয়েছে। সুতরাং আমি আমার বিশ্বাসে অটুট ।

ধরে নিলাম এটা হরমোন। তথাপিও কি আমাদের সমাজে এটাকে প্রশ্রয় দেয়া উচীৎ? এতটা আধুনিক আর শিক্ষিত হওয়া কি জরুরী যে মেডিকেল বিজ্ঞানের দোহাই দিয়ে একটা নোংরা বিষয়কে মেনে নিতে হবে?কিছু বিজ্ঞান তো আমার আল্লাহ সম্পর্কে ভুল তথ্য দেয় আমি কি সেটা মেনে নেই? আমি ভাবা এত আধুনিক না আপানাদের মত এত আল্ট্রা ( আলতা) মডার্ন ও না, আমি সেকেলে এই বেস ভালো আছি। তাই সমকামি আমার বন্ধু হলেও তার মন্দ চর্চার প্রতি আমার ঘৃণা থাকলো।

২৪| ২২ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৪

নতুন বলেছেন: ধরে নিলাম এটা হরমোন। তথাপিও কি আমাদের সমাজে এটাকে প্রশ্রয় দেয়া উচীৎ? এতটা আধুনিক আর শিক্ষিত হওয়া কি জরুরী যে মেডিকেল বিজ্ঞানের দোহাই দিয়ে একটা নোংরা বিষয়কে মেনে নিতে হবে?কিছু বিজ্ঞান তো আমার আল্লাহ সম্পর্কে ভুল তথ্য দেয় আমি কি সেটা মেনে নেই? আমি ভাবা এত আধুনিক না আপানাদের মত এত আল্ট্রা ( আলতা) মডার্ন ও না, আমি সেকেলে এই বেস ভালো আছি। তাই সমকামি আমার বন্ধু হলেও তার মন্দ চর্চার প্রতি আমার ঘৃণা থাকলো।

যদি এটাতে মানুষের হাত না থাকে তবে এটা (আপনার) সৃস্টিকর্তার বানানো সমস্যা। তিনি যদি এই হরমনের বিষয়টা ঠিক মতন সৃস্টি করতেন তবে মানুষটিকে এমন হতে হতো না।

সৃস্টিকতর্া তার দূবলতা ঢাকার জন্য মানুষকে হত্যার অনুমুতি দিয়েছে!!!!

সমকামীতা নিয়ে একটা ছোট্ট পরিক্ষা করতে পারেন। কেউ যদি ১০০% স্ট্রেইট হয় তবে সে যদি গে পর্ণ দেখে তবে তার কোন যৌন কামনা আসবেনা বরং সে শিথিল হয়ে যাবে, কিন্তু বিপরীত লিঙ্গের যৌন কাজ দেখে উত্তেজনা অনুভব করবে।

আর যদি কেউ ১০০% সমকামী হয় তবে সে বিপরীত প্রতিকৃয়া হবে। কিছু মানুষ বাই যারা উভয় লি্ের প্রতি আকর্ষন বোধ করে।

যদি মানুষ সজ্ঞনে সিদ্ধান্ত নেয় তবে সেটা ঘৃনা করা যায়। কিন্তু যদি তাতে তার হাত না থাকে তবে তাকে ঘৃনা করা যায় না।
বরং আমি আপনার সৃস্টিকর্তার দোষই দেবো কেন তার সৃস্টিতে এই দোষ রইলো?

আর সমকামীতা মানুষ সৃস্টির থেকেই ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে... এরা কখনো সমাজের হন্য হুমকি হয়ে উঠবেনা। তাই এই কাজকে নিরুতসাহিত করা উচিত। কিন্তু সাজা হিসেবে হত্যার মতন কঠিন ভাবনা থেকে সরে আসা উচিত।

২৫| ২২ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৭

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:
সমকামী,উভকামী,বা রুপান্তরকামী-এ সবই মানসিক সমস্যা/মানসিক সীমাবদ্ধতা/Mental Condition/মনের কুপ্রবৃত্তি।

এসব ১০০% প্রাকৃতিক বা অর্গানিক কিছু না, যা শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভাল কিছু।

বরং আমার স্বাভাবিকভাবে বেড়ে ওঠা সন্তানের মধ্যে উপরে বর্নিত চরম অস্বাভাবিক জীবনাচরন কেউ যদি প্রতিষ্ঠিত করতে আসে তবে ঐ ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে নগদে ধোলাই দেয়া হবে, সুনিশ্চিতভাবেই।

২৩ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


মন আপনি অনেক ভালো বুঝেন মনে হচ্ছে।

২৬| ২২ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০২

নতুন বলেছেন: @ মুহাম্মদ মামুনূর রশীদ ;)

কোন আইডিয়া প্রচারকারীকে চাপাতি দিয়ে জবাব দেওয়ার তরিকা কিতাবে আছে কি?

২৭| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: @নতুনঃ

"বরং আমার স্বাভাবিকভাবে বেড়ে ওঠা সন্তানের মধ্যে উপরে বর্নিত চরম অস্বাভাবিক জীবনাচরন কেউ যদি প্রতিষ্ঠিত করতে আসে..." এ বক্তব্য বোঝার মত পান্ডিত্য অর্জন করেন আগে।

নগদে ধোলাই=চাপাতি

তো আপনার অভিধানে আর কি কি এরকম চমকপ্রদ শব্দার্থ আছে?

আমার সবাই আলোকিত হই :)

২৮| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমকামিতার সাথে জীনের কোন সম্পর্ক নাই। এখন তাই বলা হচ্ছে। বিভিন্ন কারণ থাকতে পারে সমকামি প্রবনতার জন্য। জিনেটিক্স দিয়ে এগুলিকে জায়েজ করা যাবে না।

আর তৃতীয় লিঙ্গ আর সমকামিতা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

২৩ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


সমকামীতার কারণ নিয়ে এখনো ধোয়াশা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.