নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

সবুজ কারখানা /\'

১০ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৮






মানুষ সবুজের সাথে বেড়ে উঠেছিলো, হোক সেটা আদম হাওয়ার গল্পের প্লটে বা ডারইউনের বির্বতনবাদে।অভ্যস্ততার কারনে মানুষে আশেপাশে সবুজ রাখতে চায়, দেখতে চায়, সবুজ নষ্ট রোধ করতে ব্যবস্থাও নিতে চায়।শুধু দেশ নয় বিশ্বব্যাপী সবুজ বিলুপ্ত হচ্ছে।তৈরী পোশাক কারখানার অভিজ্ঞতা আছে আপনাদের? যদি থাকে তাহলে কি সবুজ কারখানার অভিজ্ঞতা আছে?



আমেরিকার গ্রিন বিল্ডিং কাউন্সিল বিভিন্ন মানদন্ডে (কার্বন নিঃসরণ, বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সীমিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, কারখানার অভ্যন্তরের পরিবেশ উন্নত) বিভিন্ন ট্যাগ জুড়ে দিয়ে কারখানাকে রেটিং দেয় ; যেমন- প্লাটিনাম,গোল্ড। দেশে নাকি এখন সবুজ কারখানার সংখ্যা ২০০। তবে দেশে মোট কারখানার সংখ্যা ২৫০০-৩০০০ হবে সর্বসাকুল্যে। ২০০ সবুজ কারখানা পরিবেশকে স্বাস্থ্যকর কতটা রাখবে, কারণ অন্যদিকে যেখানে ২০০০ কারখানা পরিবেশের বিপক্ষে কাজ করছে। কিছুদিন আগে দেখলাম ইপিজেডের বিভিন্ন কারখানায় জরিমানা করা হয়েছে,সাভারে আমি একবার ব্রীজের উপর দাড়িয়ে দেখেছি কয়েকমিনিট কীভাবে বর্জ্য পানির সাথে মিশে পানি কালো বানিয়ে দিচ্ছে,যা কারখানায় কাজ করা ৯৫ ভাগ ভাবে না,৫ ভাগ ভাবে যারা ইটিপি প্লান্টে আছে। শুধুমাত্র ২০০ সবুজ কারখানার শতভাগ ভাবে মনে হয়,নাকি?



কারখানার ভেতরের কর্মপরিবেশ পলিটিক্স, অসদাচরণ, গালিগালাজ, ক্ষমতার শোঅফ,যৌনতার গন্ডিতে আটকে আছে। যা পরিবর্তিত হবার সুযোগ নেই,কালচারে পরিণত হয়েছে। একবার এক ফ্যাক্টরির পিকনিকে একজন হিন্দুটেবিলে বসে কেন খাবার খেলো, সে নিয়ে পরদিন বেহাল দশা : সবাই একজোট হয়ে পারে না 'যীশুর মত ক্রুসে ঝুলায়। কারখানার মানুষগুলো কোনো বিষয়ে স্পেশাল দক্ষ নয় ; যার ফলে ক্যাচাল লেগেই আছে।যা যেভাবে চলছে, সেভাবেই চলতে দেয়া উচিত -এমন ভাবনাই চলছে অর্ডার,প্যাকেজিং, জাহাজে উঠানো,রিজার্ভ বেড়ে যাওয়া,মিডিয়ার মুখোরোচক উপস্থাপন।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৫

জ্যাক স্মিথ বলেছেন: বংলাদেশে সব মিলিয়ে ১৮৩ টির মত সবুজ কারখান আছে।

সভারে এমন একটি বিল্ডিং আছে।

১০ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


এজন্যই তো সবুজ সবুজ কদর।

২| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৬

জ্যাক স্মিথ বলেছেন: সভারে এমন একটি বিল্ডিং আছে।

১০ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি সবুজ কারখানার সাথে জড়িত নাকি?

৩| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: পরিবেশের প্রতি সবচেয়ে মারাত্মক হুমকি আসে জলাশয় এবং বায়ু দুষিতকরণ থেকে। শুধু বিল্ডিং এর গায়ে এবং প্রাচীরে সবুজ রঙের ক্রীপার প্ল্যান্ট লাগালেই এবং খোলা প্রান্তরে সবুজ গাছপালা লাগানোই যথেষ্ট নয়। রাসায়নিক বর্জ্য পরিশোধন ব্যতিরেকে জলধারায় প্রবেশ করালে জলজ উদ্ভিদ এবং প্রাণীর মাধ্যমে মানুষের দেহেও বিষক্রিয়া সংক্রমিত হতে পারে।

১০ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


শিল্পাঞ্চলের আশেপাশে প্রবাহিত পানি বলতে কিছু নেই, আছে বিষপ্রবাহ।

৪| ১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: আমাদের রবীন্দ্রনাথ সবুজ রং টা চোখে দেখতে পেতেন না।

১০ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

ব্যাপারটা আমার জানা ছিলো না,বৃক্ষপ্রেম তাহলে জন্মেছিলো কীভাবে?

৫| ১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: আমি মনে প্রানে চাই আমাদের দেশটা একদম সবুজ হয়ে যাক।
চারপাশে গাছপালা দিয়ে ভরে ফেলতে হবে, তাতেই আমাদের শান্তি এবং মুক্তি।

১০ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

শূন্য সারমর্ম বলেছেন:


আশাবাদী মানুষ।

৬| ১০ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

কামাল১৮ বলেছেন: আমাদের এখানে গাছ পালায় ভরা।কিন্তু ৪/৫মাস বেশির ভাগ গাছে কোন পাতা থাকে না।

১০ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


কি গাছ? কোন জায়গা?

৭| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৪

ঢাবিয়ান বলেছেন: এইভাবে বাসা বাড়ি, বিল্ডিংগুলোকে সবুজের কারখানা বানিয়ে দেশটাকে ডেঙ্গু মশার কারখানা বানানো হয়েছে।

১০ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


ছাদ বাগানের মালিকেরা ডেঙ্গুতে মরেছে?

৮| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪২

কাছের-মানুষ বলেছেন: পরিবেশের দিকে আমাদের এখনই নজর দেয়া উচিৎ। শিশুদের স্বাস্থ্য এবং মানুষিক উন্নয়নে সর্বোপরি নিজেদের দিকে চিন্তা করে হলেও সবুজকে প্রাধান্য দিতে হবে। ইদানীং ডেঙ্গুর জন্য ছাদ বাগানের মালিকদের দোষারোপের একটি প্রবণতা দেখা দিচ্ছে, এগুলো নিজেদের দোষ ডাকবার প্রবণতা ছাড়া কিছুই না! যেই এলাকায় গাছযুক্ত ছাদ নেই সেই এলাকা যে ডেঙ্গু মুক্ত ব্যাপারটা সেটা নয়!

দেশের প্রতিটি এলাকায় সবুজারন্য করতে হবে, আমাদের আগামী প্রজন্মদের জন্য জরুরী!

১১ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


এমন ধরনের আশাবাদী কমেন্ট পড়তেই ভালো লাগে।

৯| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১:৪৭

নিমো বলেছেন: ঢাবিয়ান বলেছেন: এইভাবে বাসা বাড়ি, বিল্ডিংগুলোকে সবুজের কারখানা বানিয়ে দেশটাকে ডেঙ্গু মশার কারখানা বানানো হয়েছে।
বলদ যেমন সবুজ দেখলেই ঘাস ভাবে, আপনারতো দেখি তার চেয়েও খারাপ দশা। ছবিগুলোতে জমা জল কোথায় ? মশা কি সবুজ পাতায় জন্মায় ?

১১ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০১

শূন্য সারমর্ম বলেছেন:

সুড়সুড়ি নাকি?

১০| ১১ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:১০

ঢাবিয়ান বলেছেন: @নিমো , বনায়ন, সবুজায়ন বুঝতে হলে একটু পড়াশোনা করা দরকার বা উন্নত দেশে গিয়ে বোঝার চেষ্টা করা দরকার। আমি যে দেশে থাকি সেটা গ্রীন সিটি। সারা সিটি জুরে গাছপালা। রাস্তার পাশে , বিল্ডিং এর চারপাশ শুধু গাছ আর গাছ। কিন্ত শুধু গাছ লাগালেইতো আর হবে না সেগুলো রক্ষনাবেক্ষনের ব্যপার আছে। গাছপালার সাথে বাড়ে পোকামাকড় ও কীট পতঙ্গ। এখানে প্রতিটা এলাকার আলাদা করে টাউন কাউন্সিল আছে , যাদের দায়িত্ব নিজ নিজ এলাকার পরিবেশ রক্ষনাবেক্ষন। মশা ও অন্যান্য কীট পতঙ্গ দমন করা হয় নিয়মিতভাবে। কিন্ত বাসা বাড়ির দ্বায়িত্বতো টাউন কাউন্সিলের নয়। তাই বারান্দা বা ব্যলকনিতে বড় গাছ লাগানো অনুৎসাহিত করা হয় এবং সেসব গাছ পালা কিভাবে রক্ষনাবেক্ষন করা উচিত সে বিষয়ে জনগনকে সচেতন করা হয়। বিশেষ করে এডিস মশা নিয়ন্ত্রনে , মাঝে মাঝেই এনভায়রেনেন্ট এজেন্সি থেকে লোকেরা বাস বাড়ীতে হানা দেয়। নিয়ম মেনে রক্ষনাবেক্ষন করা না হলে জরিমানা করে দেয়।

১১ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০১

শূন্য সারমর্ম বলেছেন:



মশা দমন করা বাঙালীদের পক্ষে সম্ভব নয়; মশা নিজ থেকে অফ থাকলেই হয়।

১১| ১১ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: আমার ইচ্ছা আছে। দুই একর জায়গা কিনে শুধু গাছ লাগাবো।

১২ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

গাছের প্রতি আমার অন্যরকম আবেগ কাজ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.