নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

স্মোকিং একেবারেই ছেড়ে দিতে পারা মানুষদের চিনেন?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬








আসক্তির মাঝে নিকোটিন( স্মোকিং) খুব স্লো প্রসেস;টানা ২০/২৫ বছর হাফ প্যাক করে কন্টিনিউ করললে খুবই ড্যান্জারাস রেজাল্ট শো করে। হেরোইন,কোকেইন, অ্যালকোহল,মেথের পরেই নিকোটিনের অবস্থান।পৃথিবীতে বিলিয়ন মানুষ স্মোকিং করে,প্রতিদিনই মিলিয়ন মারা যায়,প্রতিদিনই মিলিয়ন ছেড়ে দেবার চেষ্টা করে।ডাটা বলছে,শুধুমাত্র নাকি ৫ ভাগ মানুষ পুরোপুরি স্মোকিং মুক্ত হতে পারে,বাকিরা আসক্তিতে আসা-যাওয়ার চেষ্টা করে।



সিগারেট ছাড়ার বেনেফিট নিয়ে ইন্টারনেটে অনেক কিছুই আছে,পিডিএফ ভার্সনের বইও পাওয়া যাবে। বডি হিলিং প্রসেস সময়ের ব্যবধান অনুযায়ী কেমন হয় তাও জানা যায়।টানা ১০ বছর সিগারেটের ফলে ব্রেইনের স্ট্রাকচার ও কেমিক্যাল সিস্টেম পরিবর্তিত হয়ে যায়। সিগারেটের মধ্যে নিকোটিন ক্যান্সার সৃষ্টির কারণ নয়,বাদবাকি উপাদানসমূহই আসল কারণ; তাই রিপ্লেসমেন্ট থেরাপী হিসেবে নিকোটিনের তৈরী গাম/লজেন্স দিয়েও মানুষ চেষ্টা করে অভিশাপ মুক্ত হবার। প্রথম সিগারেট ফুকার পর ৭/৮ বছর পর মানুষ নিজের ভেতর Guilty ফিল করে, কেন এই অভিশাপ হাতে নিয়েছিলাম এই ভেবে।



গতবছর পরিচিত অনেক মানুষ শুধুমাত্র স্মোকিং -এর কারণে মারা গিয়েছে, কেউ গলার ক্যান্সার, কেউ হার্ট অ্যাটাক,কেউ ফুসফুস ক্যান্সারে। সিগারেট ছাড়ার দিক থেকে আমি একজনকে চিনি, সে কোনো রকম স্ব্যাস্থের অবনতি বুঝা ছাড়াই সিগারেট ছেড়েছে ৬ বছর হলো,বাকিরা শেষ স্টেজে এসে ছেড়েছে, বা ডক্টরের ভয়ানক কথাবার্তায় ইনফ্লুয়েন্স হয়ে ছেড়েছে।

আপনার কি হাল চাল? স্মোকিং কতবার ছাড়তে চেয়েছেন?ছেড়েও ঠিক কতদিন পর ফিরে গেছেন? যারা ছাড়তে পেরেছে তাদের সাথে আলাপ করে কি বুঝেছেন?



শেষে বলি, একবার প্রয়াত ডা.জাফরউল্লাহর এক সাক্ষাৎকার বলতে শুনেছি,উনি নাকি একবার জেনারেল জিয়াকে বলেছেন,আপনি ছোট-খাট সিম্পল সিগারেটের নেশাই ছাড়তে পারেননা, আপনি মানুষের জন্যই বড় আবার কি করবেন।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:


জে: জিয়া কি সিগারেট খেতো? যুদ্ধের সময় শুনিনি।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


জাফরউল্লাহর ভাষ্যমতে আমি শুনেছি।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমাদের এক ব্লগারকে চিনি, তিনি আগে সিগারেট খেতেন, এখন মনে হয় না স্মোকিং করেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি কোন ব্লগারের কথা ভাবছেন?

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

নয়ন বড়ুয়া বলেছেন: আমি একজন চেইন স্মোকার ছিলাম। ঘুম থেকে উঠে নিয়মিত রসুন খাওয়ার ফলে, বর্তমানে সিগারেট থেকে বহুদূরে...
অবস্থা এমন, সিগারেটের গন্ধও সহ্য করতে পারিনা...
যারা সিগারেট ছাড়তে চান, তারা যদি একটু কষ্ট করে, টানা ১৫ দিন সকালে খালি পেটে আর রাতে ঘুমানোর আগে এক কোয়া রসুন খান, ১০০% নিশ্চিত সিগারেট ছাড়তে বাধ্য হবেন...
সিগারেটের গন্ধ অসহ্য লাগবে...
আমি ভুক্তভোগী হয়ে আজ বললাম...

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:

কতবছর সিগারেট খেয়েছেন? কতবছর অফ আছে?

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

নয়ন বড়ুয়া বলেছেন: লেখক বলেছেন:

কতবছর সিগারেট খেয়েছেন? কতবছর অফ আছে?


টানা বিরতিহীন ভাবে ১৪ বছর। এখন ছাড়ছি ৬ মাস হচ্ছে...

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


রসুন কাজ করেছে দেখছি।

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১

মো: তৌহিদ ইসলাম আবির বলেছেন: আমার বাবা ছেড়েছেন। ওনি একার স্টোক করার পর থেকে আর ধুমপান করেন না।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


স্ট্রোক ধুমপান ছাড়াতে বাধ্য করেছে।

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

নয়ন বড়ুয়া বলেছেন: টাইপোঃ

আপনি বলার পর হিসাব করতে বসে গোলমাল পাকিয়ে ফেললাম...
এখন হিসাব করে দেখলাম, ১৬ বছর...
আর ছেড়েছি প্রায় ৬ মাসের মত চলছে...

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

শূন্য সারমর্ম বলেছেন:



ছাড়ার পেছনে কি রিজন কাজ করেছে?

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

রাজীব নুর বলেছেন: কি বলব!!
আমি নিজেই সিগারেট খাই।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


ছাড়ার চেষ্টা করেছেন মনে হচ্ছে।

৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

নয়ন বড়ুয়া বলেছেন: লেখক বলেছেন:

ছাড়ার পেছনে কি রিজন কাজ করেছে?



মা আর বউ জোর করে রসুন খাওয়াতো। তখন ভাবতাম হয়তো আমার পায়ের জন্য ওরা এমন করছে। যেদিন রসুন খেতাম না, সেদিন বউ আমার সাথে কথা পর্যন্ত বলে না। বউ বলে না তো বলে না, মাও কথা বলেন না...
তাই বাধ্য হয়ে খেতে হতো...
তখনও জানতাম না, রসুন যে সিগারেট ছাড়ার প্রধান ভূমিকা পালন করে...
না জেনে সিগারেট ছেড়েছি। জানলে হয়তো ছাড়তাম না। এর আগে ওরা অনেকবার চেষ্টা করেছিলো, পারেনি...
প্রমিজ থেকে শুরু করে কতকিছু...

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


মা/বউ আপনার থেকেও স্মার্ট, এই ইনফো জানলো কোথায়।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

নূর আলম হিরণ বলেছেন: কে জানি বলেছে,
পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো সিগারেট ছেড়ে দেওয়া। আমি এ পর্যন্ত ২০ বারের অধিক সিগারেট খাওয়া ছেড়েছি।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


মার্ক টোয়েন।

১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: আমি যত মানুষকে সিগারেট ছাড়তে দেখেছে তত মানুষকেই আবার কিছুদিন পর ধরতেও দেখেছি।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

বেশিরভাগ এমনি,খুব কম মানুষই ছাড়তে পারে।

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: ২০১৫'র পর আর স্মোকিং করি নি। এর আগে ১২ বছরের নেশা ছিল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৫

শূন্য সারমর্ম বলেছেন:



ইমপ্রুভমেন্ট কেমন চোখে পড়লো?

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: সিগারেট ছেড়ে পান ধরলে কেমন হয়?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৪

শূন্য সারমর্ম বলেছেন:

পানেও সমস্যা আছে,হয়তো ঐটা সিগারেট থেকেও স্লো প্রসেস।

১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫

চারাগাছ বলেছেন: আমি ।
একজন ব্লগার কে চিনি। লিখেছিলেন একবার।
স্বপ্নবাজ সৌরভ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


আপনিই কি উনি।উনি স্মোকিং ছেড়ে দিয়েছেন এক ট্র্যাজেডির সাক্ষী হয়ে।

১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৪

হাসান মাহবুব বলেছেন: অনেক, অনেক।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


যাক,খুব খারাপ রেজাল্ট শো করার আগে ছেড়ে দিতে পারলে সবদিক থেকেই বেটার।

১৫| ০১ লা মার্চ, ২০২৪ রাত ১২:৪০

চারাগাছ বলেছেন:
আমার ট্রাজেডির কথা বলেছি কিন্তু সিগারেট ছাড়ার কথা বলিনি।
তবে ঐ ঘটনার পরে আর সিগারেট খাওয়া হয়নি। চিকিৎসা চলাকালীন সময়ে খুব খেতে ইচ্ছা হতো। ঐ সময় বাদ পড়েছে বলে সম্ভব হয়েছে।

ধন্যবাদ শূন্য। মনে রেখেছেন বলে।

০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি তো.... নাহ থাক!!

১৬| ০১ লা মার্চ, ২০২৪ ভোর ৬:২০

অগ্নিবেশ বলেছেন: ধুম্পানে মজা নাই, সুরায় আসক্ত।

০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো খবর।

১৭| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ৯:৫০

জ্যাক স্মিথ বলেছেন: আমি কয়েকজন চেইন স্মোকারকে সিগারেট ছাড়তে দেখছি যারা দীর্ঘদিন সিগারেটে আসক্ত ছিলেন, আর এজন্য তারা কোন ডাক্তার বা কোন পদ্ধতি অবলম্বন করেনি তারা স্ব-উদ্যোগে সিগারেট ছেড়েছেন। সিগারেট ছাড়ার জন্য ইচ্ছাশক্তিই যথেষ্ট।

আবার কয়েকজনকে দেখেছি যারা কয়েকমাস পর আবারও সিগারেট ধরেছে, একজন আছে ২ বছর পর আবার সিগারেটে আসক্ত হতে।

০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


ব্যাপরগুলো এমনই ঘটে।

১৮| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৪৩

শেরজা তপন বলেছেন: আপনার নিজের কথা তো কিছু বললেন না?

সারা বিশ্বে একযোগে তামাক উৎপাদন বন্ধ করে দিলে ল্যাঠা চুকে যায়। এটা কোনদিন হবে না তাই না?

০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:

আামার ১০ বছরের আসক্তি আছে,; ছাড়া/ধরার মধ্যেই আছি।
তামাক বন্ধ হবে না,ল্যাটাও চুকবে না

১৯| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


হাজিরা দেওয়ার জন্য ধন্যবাদ।

২০| ০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৪

ৎৎৎঘূৎৎ বলেছেন: ছয় বছর সংগে ছিলাম। ১৮ থেকে ছেড়ে দিয়েছি। তবে বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হলে ফুসফুস ভর্তি করে খাই। ভুগতেও হয়। সিগারেট ছাড়লে সবচেয়ে প্রথম পরিবর্তন আপনি ত্বকে দেখবেন। জিমে নিয়মিত হলে সিগারেট ধরতে মন চায়না। তবে অনেকসময় সিগারেট খুব মিস করি স্বীকার করছি।

০১ লা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


বুঝেছি আপনার ব্যাপারটা। আমারটা ঠিক তেমন নয়।

২১| ০১ লা মার্চ, ২০২৪ রাত ১০:২৩

আরিফ রুবেল বলেছেন: ক্লাস সিক্স থেকে অদ্যাবধি চলছে। সেই হিসেবে বাইশ কি তেইশ বছর !
ছাড়ার চেষ্টা করেছি। তবে ২০২০ এ কোরোনা হবার পর ফুসফুস ভালোই ক্ষতিগ্রস্ত হয়। নেগেটিভ আসার পরও কাশি ছিল অনেক দিন। সেই সময় একবার সর্বোচ্চ টানা আট মাস ধুমপান থেকে বিরত ছিলাম। সিগারেট ছাড়াটা কঠিন না। প্রথম এক থেকে দুই সপ্তাহ উইথড্রল সিন্ড্রোম থাকে। ওটা কাটিয়ে উঠলে চাঙ্গা। তবে নিয়তে অবিচল থাকা কঠিন।

০২ রা মার্চ, ২০২৪ রাত ১১:০৭

শূন্য সারমর্ম বলেছেন:

ছেড়ে দিন,বেনেফিট পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.