নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার রোগ ধরতে পারে না।

২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:৫৮








কমন ডায়ালগ বলি : ডাক্তার রোগই ধরতে পারে না, যদিও যারা এসব বলে বেড়ায় তাদের ডাটা হয়তো কেউ রাখেনি ;এবং তাদের রোগীদের অবস্থা দেখা যায় খারাপ হতে হতে মারা যায়। রোগটা ধরা গেলো না? পকেট কাটা গেলো,সুখ মিললো না। আমার এক পরিচিত ছিলো, যে নিজের মাকে নিয়ে মাসের পর মাস ডাক্তারের কাছে দৌড়েছে, রোগ নাকি ধরা পরেনি ; শেষ দিকে মা বিরক্ত হয়ে ছেলেকে বলতো কাদের দেখাস? কেউ রোগ ধরতে পারে না কেন ' ওরা বুঝে না নাকি তুই বুঝস না? আচ্ছা আপনার রোগী কি রোগ ধরা না পড়ায় মারা গিয়েছে?



রোগ যে দেয়, সে বড় ডাক্তার হলে; মানুষরুপী ডাক্তারগণ রোগ সারাবে কীভাবে : ডাক্তারদের বিদ্যার দৌড় কতদূর? ঢাকা মেডিকেলে থাকার জায়গায় ছাড়পোকা বহু বছর, সেবা বন্ধ; ইন্টার্নদের বেতন কম,বকাঝকা বেশী,রাস্তা অবরোধ করে সেবা বন্ধ;দেশের স্বনামধণ্য ডাক্তারগণ দেশের বাইরে থাকে দেশের অর্ধবছর, তাদের সিরিয়াল পেতে দেখা যাবে রোগীর পূর্নজন্ম দরকার যদি সনাতন হয়।মানুষ এথন তাবিজের ভরসা ছেড়ে দিয়েছে, ফার্মেসীর নাপা চিনে, ঔষধ বিক্রেতার পরামর্শ ওহীর মত বিশ্বাস করে।



আপনার রোগ আপনি কীভাবে ধরেন? নাকি ডাক্তার যার ডিগ্রী মুখস্ত করতে আপনার সপ্তাহখানেক লাগবে? নাকি লালসালুর পীর? নাকি ২০ বছর ব্যবসা করা পরিচিত ঔষধ বিক্রেতা?





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ১০:০৫

সৈয়দ কুতুব বলেছেন: লালসালুর ফকির বাবা ইহার মাঝে সেরা । =p~

২| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: ডাক্তার রোগ ধরতে পারে না, বলেই আমি ডাক্তারের কাছে যাই না। হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.