![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আড়ম্বর ভালবাসার
শুধুই পুরুষের অধিকার?
আকাশের চাঁদ এনে দেব তোমার জন্য,
আর দেব একশো আটটা নীলপদ্ম ,
দুরন্ত ষাঁড়কে বস মানাবো,
বুকের সুগন্ধি রুমাল নিবো ,
শ্লোগানে মুখর রাজধানী ঢাকা,
কিনে এনে দেব পুরো কলকাতা ।
আমি নারী
আমিও তোমার মতই ভালবাসতে পারি,
কিংবা তোমার চেয়েও বেশি ।
আমি তোমায় দিতে পারি উপহার
সুউচ্চ সুডৌল পাহাড়,
ঝরনার জল টলমল ,
দিতে পারি এঁকে তোমার ঠোঁটে
ভালবাসার লাল কমল ।
আরো দিতে পারি বটবৃক্ষের ছায়া
আমার আঁচল তলে,
সাথে দিতে পারি মৃদুমন্দ বাতাস
হাত পাখার তালে তালে ।
আমি দিতে পারি রসনার সুখ
দেহের বিলাস,
ময়ূরপঙ্খী ভাসাতে পারি সুখসাগরে
ছিন্ন করে স্বীয় অন্তর্বাস ।
আরো দিতে পারি উত্তরাধিকার
তোমার অহংকার,
যে হবে সারথি তোমার
বইবে আজন্ম প্রজন্মভার।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১
শামা ফারসি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫
অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক সুন্দর কাব্যখানা