![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার ভিতর একটি পোকা
গুনগুনিয়ে যাচ্ছে অবিরাম ।
বাহ! বেশ তো শিখে গেছ প্রেম ।
জিজ্ঞেস করলে না কি পোকা?
জিজ্ঞেস করার দরকার নেই,
এই পোকা আমিও চিনি
আমাকেও মাঝে মাঝে ভীষণ জ্বালায়।
তোমার তো মাঝে মধ্যে
আমার যে সারাক্ষণ,
তোমারটা পরিপক্ব , সুমিষ্ট
আমারটা এখনো বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে মগ্ন।
এখনো অবিশ্বাস? এখনো সন্দেহ?
একদিন দেখে নিও কেটে যাবে সব
ঘনঘোর আঁধার , রাত্রি তমসা
উজল আলোয় ভেসে যাবে সহসা।
আমিও সেই প্রতিক্ষায়,
ঝুলতে কে চায়?
স্থিতি আশায় দিন চলে যায়।
প্ররোচনায় নয়, আপনি পরখ
আপন বুদ্ধির মহিমায় ছাঁক,
বালি কাঁকড় কিছুই পাবে না
দেখবে সেখানে শুধুই সোনা ।
তাই যেন হয়, তাই যেন হয়
ভীরু এ হৃদয় করে অনুনয়,
আপন শঙ্কা প্রকাশিতে নারে
দগ্ধ চিতে গুমরে মরে।
©somewhere in net ltd.