![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসেছে মেলা নদীর তীরে
পুরো গ্রাম যেন ভেঙে পড়েছে ,
রং বেরংয়ের পোশাক পড়ে
ছেলে বুড়ো মেয়ে মহিলা সবাই সমবেত ।
শিশুদের কোলাহল , কারো হাতে ঘিন্নি
কারো হাতে মাটির ব্যাংক
কারো বেলুন, কারো খেলনা ।
উঠতি মেয়েদের ভিড় চুড়ি মালার দোকানে
রঙিন ফিতা , কাঁচের চুড়ি ,
বেচাবিক্রি চলছে দেদারছে আয়না চিরুনি ।
কদম দৌড়ের সাতটি ঘোড়া মন্দ গতিতে
এই মাত্র দৌড় শেষ করে ফিরে এলো
ধুলোর মেঘ উড়িয়ে
চারিদিকে হইচই , করতালি ।
দপট দৌড়ের শক্তিশালী ঘোড়াগুলোও
সারি বেঁধে প্রস্তুত , বাঁশি বাজলেই ভোঁ ।
মেয়েটির কতই বা বয়স ?
হবে হয়তো বছর দশ ,
হাটছিল মেলার ভিড়ে , বোনের হাত ধরে
যক্ষের ধন পাঁচটি টাকা মুঠোয় আঁকড়ে ।
মুড়কী , কটকটি , খুরমা,
পাশ কাঁটিয়ে বাতাসা, কদমা
দুই টাকায় হাতি ঘোড়া ,
এক টাকায় চরকি ঘোরা
মেয়েটির মুখে হাতির শুঁড়
বোন চাটছে ঘোড়ার লেজ সুরররসুর ।
আর বাকি দুই ... বাকি দুইইই
হা , ওই তো লটারি
একপাশে হাউজির দান ঘুরছে ।
আরেকপাশে আসেন ভাইরা আপামনিরা ,
দুটি সুগন্ধি সাবান, তিনটি আয়না ,
কয়েকটা পুতির মালা , লিপস্টিক ,
স্নো আর পাউডার ও আছে
টেবিলের উপরে সাজানো
আর আছে দুই প্যাকেট সুঁই ।
দুই টাকায় পাঁচটা রিং
একটা ঠিক মত ছুঁড়তে পারলেই
ওই সুদর্শন আয়নাটি , কিংবা সুগন্ধি সাবান
নিদেন পক্ষে পাউডারের কৌটোটি ।
আহ এক রিং , দুই রিং তিন রিং
এইতো আরেকটু, ডানে পড়লেই কেল্লাফতে
চার রিং , দুরু দুরু বক্ষ, বুঝি দুইটি টাকাই মাটি
অবশেষে পাঁচ নাম্বারে এক প্যাকেট সুঁই জিতে
নাচতে নাচতে বাড়ি ফেরা ।
©somewhere in net ltd.