![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে মৃত ভেবে তোমার সাথে খেলায় মাতি ,
হাতে হাত রেখে ঘুরে বেড়াই
কথা ও কবিতার জালে জড়াই
স্বপ্ন বুনি চোখের তারায় ,
মনে ভাবি আমার কি আসে যায় ?
আঁচড় কি লাগে কভু লাশের গায়?
কিন্তু তোমার কোন নিগুঢ কথায়
কিংবা একটুকু স্পর্শে ,
যখন ভীষণভাবে নড়ে উঠে অন্তর
কেঁপে কেঁপে উঠে বুকের পাঁজর ,
এক সমুদ্র রক্ত চলকে উঠে ভাসিয়ে দেয় বিশ্বচরাচর
সন্দিহান আমি হাতড়ে বেড়াই নিজের অঙ্গপ্রত্যঙ্গ
এই যে , হা, এখানেই তো ছিল হাতটা !
আর এখানেই পা, বুক , পিঠ , মাথা!
কিছুই তো নেই আর;
শুধু মনটাই যা মশাল হাতে প্রতীক্ষার প্রহর গুনছিল ।
নাহ্ ! অসম্ভব !এ হতেই পারে না,
মশালের একটুকরো আলো দেখে
ভেবো না , আলোটাই সব
চারপাশের ওই ঘনীভূত অন্ধকার
সে যে ভীষণ কালো ,
ওখানে তুমি এক মুহূর্তও পারবে না টিকতে
আস্তাকুঁড়ে ফেলবে ছুঁড়ে এই আমাকে
তার চেয়ে যাই
আলোর শিখার টুটি চেপে
ঘুমিয়ে পড়ি শীতল মাটির গহ্বরে
যেখানে আমার অনন্ত বাস ।
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৮
শামা ফারসি বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৯
জাহাঙ্গীর.আলম বলেছেন: ভাল লিখেছেন ৷