নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামা ফারসির ব্লগ

শামা ফারসি

খুঁজে ফিরি নিজেকে

শামা ফারসি › বিস্তারিত পোস্টঃ

নিস্তার খুঁজি

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

যতই ইট, কাঠ, পাথর হয়ে থাকতে চাই

কঠিন বাস্তবতার চাঁদরে নিজেকে জড়াই ,

ততই তোমার ভালবাসার তেজ

ঝলসে দেয় আমার হৃদয় ।



যতই নাড়ী কেটে থামাতে চাই ধমনীর স্ফুরন

ততই বর্ধিত হয় হৃৎস্পন্দন ।

যতই কণ্ঠ চেপে থামাতে চাই কথার স্রোত

ততই চোখের দৃষ্টি হয়ে উঠে বাঙময় ।



যতই তোমায় দুহাতে ঠেলে সরাই

ততই তুমি নিকট থেকে সন্নিকটে প্রকট হউ ।

যতই আমি দৌড়ে পালাই প্রবল বেগে

তোমার ভালবাসা দ্বিগুণ বেগে

ছায়া হয়ে অনুসরন করে এই আমাকে ।



যতই তোমাকে দেখব না বলে দুচোখ বুজি

ততই অন্তরের চোখে উজ্জ্বল থেকে উজ্জলতর হয় তোমার প্রতিবিম্ব।

তোমার কোন কথা শুনব না বলে কানে গুজে দেই তুলোর পাহাড়

ততই স্পষ্টতর হয় তোমার ফিসফিসে কণ্ঠস্বর ।



তোমার ছায়া মাড়াবো না বলে সূর্যকে ঢেকে দেই কালো কাফনে

ততই তোমার কায়া ফ্লুরিসেন্ট বাতি হয়ে জ্বলে উঠে

অদ্ভুত আঁধারে যতদূর দৃষ্টি যায় শুধু তোমাকেই নজরে পরে ।



পৃথিবীর আলো ছায়া মাঠঘাট থেকে আমি আড়াল খুঁজি

তোমার ভালবাসার ছটায় ততই আরো দৃশ্যমান হই

সরে যায় আঁচল , ঘুচে যায় লজ্জা অবগুণ্ঠন ।

তোমার ভালবাসার বর্ষণ সিক্ত বিবাগী মন ,

ডুবে যায় ভেসে উঠে যখন তখন সারা দিনমান ।



এর থেকে নিস্তার নেই বুঝি আর

থেমে যায় যাক না জগত সংসার ।

যতই ঠেলে সরাই হৃদয়ের রাজ সিংহাসন

ততই তোমার ভালবাসা অন্তরের অন্তঃস্থলে

পাকাপোক্ত করে নিজের আসন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.