![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতের যত মহাজ্ঞানী জন
রচেন কবিতা গান,
সকলেই তারা প্রকৃতি পুজারী
জেনেছি আবহকাল ।
সাদা কাগজের বুক ফালা ফালা করে
চালাও তোমার অসি সম মসী,
ভেবেছ কি একটিবার ,
দুঃসহ পরাজয় প্রেরণার ?
যে প্রকৃতি তোমায় প্রেরণা দিল
কবিতা লেখার ,
তারে তুমি আজ ধ্বংস কর
পুড়ে কর ছারখার ।
রাজা ইতিহাস গড়ে
শত শত সৈন্য মরে ,
তুমি রচ ইতিহাস
মরে সহস্র গাছ ।
মেরুর বরফ গলে
তোমার কলম চলে ,
শ্লোগানে মুখর
পৃথিবী নিসর্গ নির্ভর ।
তবুও হয় না হুঁশ
জ্ঞানপাপী যত মানুষ ,
ডেকে আনে ধ্বংস
উড়ায় ফানুস ।
হে নৃশংস প্রকৃতিপ্রেমী
জানি তুমি মহাজ্ঞানী ,
কলম ছাড়
গ্যাজেট ধর ,
বাতাসেতে যেন ভাসে নাকো আর
বৃক্ষের হাহাকার ।
©somewhere in net ltd.