নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারে পা হড়কালে কি করার !!৫২

শামীমঅাহেমদ

পথ হারানো পথিকের জন্য পথের মোড়ে কেউ না কেউ আছে অপেক্ষমাণ পথ দেখাবে বলে ।

শামীমঅাহেমদ › বিস্তারিত পোস্টঃ

ইসলামের কয়েকটি উল্লেখযোগ্য পারিভাষিক শব্দের যথোপযুক্ত ব্যবহার পদ্ধতি

২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৫

★★ইসলামের কয়েকটি উল্লেখযোগ্য পারিভাষিক শব্দের যথোপযুক্ত ব্যবহার পদ্ধতি ★★

•►আল হামদুলিল্লাহ !

অর্থ : সকল প্রশংসা মহান আল্লাহরজন্য।

সংবাদের বিপরীতে সাধারণত এটি বলা হয়ে থাকে কিন্তু সর্বাবস্থায় আল্লাহর শুকুর করা উচিত তাই আমরা যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ বলা উচিত ।

•►ইনশাআল্লাহ !

অর্থ : মহান আল্লাহ যদি চান তাহলে।

ভবিষ্যতের হবে, করবো বা ঘটবে এমন কোন বিষয়ে ইনশাআল্লাহ বলা সুন্নাহ ।

•►মাশা আল্লাহ !

অর্থ : আল্লাহ যেমনচেয়েছেন।

আলহামদুলিল্লাহ শব্দের মতোই যে কোনো সুন্দর এবং ভালো ব্যাপারে এটি ব্যবহৃত হয়ে থাকে ।

•►সুবহানাল্লাহ !

অর্থ : আল্লাহ পবিত্র ও সুমহান।

আশ্চর্যজনক বা প্রীতিকর কোন কিছু দেখলে সাধারণত এটি বলা হয়ে থাকে।

•►নাউযুবিল্লাহ !

অর্থ : আমরা মহান আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই।

যে কোনো মন্দ ও গুনাহের কাজ দেখলে তার থেকে নিজেকে আত্মরক্ষার্থে এটি বলা হয়ে থাকে।

•►আসতাগফিরুল্লাহ !

অর্থ : আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই।

অনাকাঙ্খিত কোন অন্যায় বা গুনাহ হয়ে গেলে আমরা এটি বলবো।

সবাই আমল করার চেষ্টা করি।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.