![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ হারানো পথিকের জন্য পথের মোড়ে কেউ না কেউ আছে অপেক্ষমাণ পথ দেখাবে বলে ।
উমর (রা) এর খিলাফতের প্রথম দিকে হযরত আবু উবাইদা বায়তুলমাল দেখাশুনা করতেন। ঈদের আগের দিন খলীফার স্ত্রী বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’। খলীফা বললেন, ‘আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।খলীফা পত্নী উম্মে কুলসুম খলীফার আগামী মাসের বেতন থেকে অগ্রিম নেয়ার জন্য তাঁকে অনুরোধ করলেন। খলীফা উমর (রা) হযরত আবু উবাইদাকে তার একমাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলীফা যিনি, যিনি অর্ধপৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পাঠ করে হযরত আবু উবাইদার চোখে পানি এসে গেল। উম্মতে আমীন হযরত আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে সিদ্ধান্ত চেয়ে চিঠি লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।
(১)প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?
(২)দ্বিতীয়ত, বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’
চিঠি পাঠ করে হযরত উমর এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো।আর হাত তুলে হযরত আবু উবাইদার জন্য দোয়া করলেন, ‘আল্লাহ আবু উবাইদার উপর রহম কর, তাঁকে হায়াত দাও’। স্বয়ং রাসুলুল্লাহ (সা) বলেছেন, ‘প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি আছেন, আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ’
আমাদের শাসক চরিত্র কথা একটু চিন্তা করুণ !!
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৫
শামীমঅাহেমদ বলেছেন: সোনার বাংলায়ে চোর থাকতনা.।।!!
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৯
মহসিন১২৩ বলেছেন: সুবহানআল্লাহ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: এর ছিটা ফোটাও যদি আমাদের থাকতো!!