নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারে পা হড়কালে কি করার !!৫২

শামীমঅাহেমদ

পথ হারানো পথিকের জন্য পথের মোড়ে কেউ না কেউ আছে অপেক্ষমাণ পথ দেখাবে বলে ।

শামীমঅাহেমদ › বিস্তারিত পোস্টঃ

সময়ে হারিয়ে গেলে !!!

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:৫০

অভিমান করে অনেক দিন লিখিনি আজ আবার লিখলাম -

বিষ – খালির তীর

আমার বাড়ীর কাছে দিয়ে বয়ে গেছে বিষ – খালি কিন্তু নদীর শেষ প্রান্ত তাই ছুটে যেতাম নানা বাড়ী কারন ছিল নানা বাড়ী পাশ দিয়ে বয়ে গছে বিষ – খালি যেখান দেখা যায়ে ঢাকা – বরগুনা ,বরিশাল – বরগুনা সব লঞ্চ সহ অনেক জাহাজ ।

বিষ – খালির তীরে দাড়িয়ে লঞ্চ – জাহাজ দেখাই ছিল সারা দিনের রুটিন ,

ছিল আমি ব্যতীত ৫ জনের দুষ্ট দল (সবাই খালাত ভাই) আমাদের নারিকেল গাছ ছিল না ,মামা বাড়ী অনেক নারিকেল গাছ – নারিকেল পেরে নদীর তীরে নিয়ে দুষ্টর দল খেত যাতে অন্য কাউকে দিতে না হয়ে ।

সময়ের সাথে সাথে বদলে গেছে দুষ্টর দল নিজ প্রয়োজনে নিজ পথে চলছে ১০ বছর হবে এক সাথে মামা বাড়ী যাইনি –

কিছু দিন পূর্বে বড় মামা মারা যায়ে যখন সংবাদ আসল তখন দুপুর ২টা বেজে ১৫ মিনিট তখনই অফিস থেকে বের হই ,মামা বাড়ী যখন যাই তখন রাত ৩টা বেজে ২৫ মিনিট , যাওয়ার পথে দুষ্ট দলের দুই জন ছিল আমার সাথে,মামা মারা যাওয়ার তিন দিন পরে বিষ – খালির তীরে গোছল করতে গেলাম সেখানে দুষ্ট দলের সবাই ছিল নদীতে যখন পানি নিয়া দুষ্টামি মত্ত তখন আমি পুরান দিনের কথা মনে করিয়ে দিলাম ,তখন সুরে সুরে পুরান অনেক কথাই চলে আসল , হারিয়ে ছিলাম ছোট সময়ে –

ছোট বয়সটা খুব ভাল ছিল এটাই সবার কথা কিন্তু হাজার চাইলেও ফিরে যেতে পারবনা তাই ভেবে কষ্ট পাই ।

যেখানের কথা লিখলাম তার একটা ছোট পরিচয়ে – ঝালকাঠি জেলার নলছিটি থানার মোল্লারহাট ইউনিয়ানের হদুয়া । যেটা পরিচিত হদুয়া দরবার - পীর শাহ্‌ মোয়াজ্জেম হুসাইন (র ঃ) ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.