![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ হারানো পথিকের জন্য পথের মোড়ে কেউ না কেউ আছে অপেক্ষমাণ পথ দেখাবে বলে ।
মেয়ে ---- ১
আমার বন্ধুরা আমাকে নারীবাদী ওদের যুক্তি আমি সব সময় ছেলে বন্ধু থেকে মেয়ে বন্ধুদের উপকারে দ্রুত এগিয়ে আসতাম যদিও এই অভিযোগ সত্য নয় , তবে আমি কখনই নারী বিদ্বেষী ছিলাম না এটা সত্য হতেও চাই না ।
তবে মাঝে মাঝে হতাশা আমাকে আচ্ছন্ন করে যখন দেখি অকারণেই অফিসের বস যখন তার প্রশংসায় মেতে উঠেন "আমি কিন্তু অন্যের প্রশংসা করতে ও শুনতে আমার ভাল লাগে" । এ সব নিয়ে যখন চিন্তা করতে গেলাম কারন কি? তখন বেড়িয়ে আসল থলের বিড়াল ,
বসের বাসায় ঐ মেয়ের অবাধ যাতায়েত সেটাও স্বাভাবিক ভাবেই নিলাম কিন্তু স্যারের ড্রাইভার থেকে জানতে পারলাম স্যার স্ত্রীর সাথে থাকেন না বহু বছর ( তাই এদের নিয়ে মেতে উঠে রাতের খেলায়)।
কিছু দিন চলে গেলে নতুন এক মেয়ে আসে স্বাভাবিক ভাবেই বর্তমান মেয়ে সাবেক হয়ে যায় চলতে থাকে চাপা কান্না কিন্তু বলা কিছু নাই কারন সে মালিক যে বলবে তার চাকুরী চলে যাবে । সাবেকদের সাথে কথা বলে অনেক কিছু জানলাম আর তাদের বোকামির জন্য মৃদ বকা কিন্তু কাকে বকি নিজে ও জানি না ।
অবাক লাগে অবিবাহিত মেয়ে কিসের নেশায় কিসের আশায় সুন্দর জীবন নষ্ট করল ?
যদি বেচে থাকি এই বিষয় অনেক লেখার ইচ্ছা আছে আজ আর নয় ।
মেয়ে তোমাকে বলছি তুমি আমার বন্ধু ,বোন, নিজেকে সস্তার পণ্য করনা ! তুমি কি জানোনা স্বর্ণ , হিরা,মুক্তা থেকেও অনেক দামী ।
তুমি স্বর্ণ সিন্ধুকে রাখ কিংবা ব্যাংকের বাঙ্কারে , টাকা আলমারি বা ব্যাংক তুমি এ থেকে মূল্যহীন ।
©somewhere in net ltd.