![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ হারানো পথিকের জন্য পথের মোড়ে কেউ না কেউ আছে অপেক্ষমাণ পথ দেখাবে বলে ।
বন্ধু দিবস ,
------ আমি যা বিশ্বাস করি তাই লিখছি
-বন্ধুত্বকে দিবসের ফ্রেমে না বেধে মহত্বকে আঁকড়ে ধর তবে দিবস প্রতিদিন ।-
বন্ধুত্বের না কোন সংজ্ঞা আছে না সংখ্যা আছে,
না আছে কোন শ্রেণী বিবেধ, নাই কোন বয়সের-
সীমারেখা।
কখন কার সাথে কিভাবে বন্ধুত্ব হয়ে যায়,
যা ভাবনার ভুবনে আঁকা যায় না ।
তবুও কোন যুক্তিতে আমরা
“দিবসের ফ্রেমে”আটকে দিলাম বন্ধুত্ব কে ?
আমি বলছি যে তারা ভুল করছে আমার শুধু-
জানতে ইচ্ছে করে বন্ধুত্বকে “দিবসের ফ্রেমে”
রাখা কতটা যুক্তিযুক্ত !
বহু জন বহু সময় যুক্তি দেয়ার চেষ্টা করেছে বটে -
তাদের সে যুক্তি – সংজ্ঞা , সংখ্যা , শ্রেণী , বয়স ,
এসে যায় বলে তাদের যুক্তি মেনে নিতে পারিনি ।
-
আমাদের চিন্তায়-চেতনায় পরিবর্তন খুবই প্রয়োজন-
কারন না বুলি কপচানো মানুষের সংখ্যা যে খুবই বেশি ।
©somewhere in net ltd.