নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

থাবার মৃত্যু, শাহবাগে অবস্হান, রাজনীতি (কুনীতি)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

শাহবাগ নিয়ে আমার রাজনৈতিক বিশ্লেষন পড়ুন: Click This Link





চেষ্টা করছিলাম কমেন্ট করার জন্যে বিভিন্ন জনের লিখায়, ঠিকভাবে আসছিলনা, যা লিখতে চাচ্ছি তা হচ্ছে না। মনটা কেমন জানি বিক্ষিপ্ত হয়ে আছে। গত কয়েকদিন ফেবুতেই ফাইট করছিলাম তাই ব্লগে ঢুকার সময় পাইনি, পেলেও লগইন না করেই ভিজিট করেছি। আজ আর পারিনি। থাবার মৃত্যুতে শোক প্রকাশ করার জন্যে ব্লগে আসলাম, কিন্তু ব্লগে এসে থাবা সম্পর্কে যা জানলাম এবং তার লিখা দেখলাম তাতে মনটা আরও খারাপ হয়ে গেল। যাই হোক থাবার জন্যে দুঃখ প্রকাশ করছি। যারা শোক প্রকাশ করতে চান করতে পারেন। একজন ব্লগারের জন্য শোক প্রকাশ করার কথা আমার, কিন্তু কোথায় যেন আমার লাগে। তার জন্যে আমার শোক না এসে দুঃখ হচ্ছে তার লিখার কারণে। তবে হত্যাকারী যেই হোক তার ফাঁসি চাই।



থাবাকে কে হত্যা করল - এটা খুবই জটিল হিসাব। কয়েকটি কারণে। আমি চেষ্টা করব সম্ভাব্য সবগুলি কারণ ব্যখ্যা করার জন্যে। ব্লগ থেকেই জানতে পারলাম, মৃত্যুর ঘন্টা খানেক আগে তার মোবাইলে একটি কল আসে। এই কলের কারণে সে শাহবাগ থেকে চলে যায়। এটা হচ্ছে আগানোর একটি সুত্র। আরেকটি সুত্র হচ্ছে যেহেতু সে নেতৃস্হানীয় ব্লগার রাজাকার বা তাদের দোসররা তাকে হত্যা করতে পারে।



বিভিন্ন মাধ্যমে বিশেষ করে শাহবাগের মন্‌ছে তার হত্যার জন্যে রাজাকার বা তার দোষরদের নাম উল্লেখ করায় এটি সামনে চলে আসে। সমস্যা হচ্ছে তাকে টেলিফোন করে ডেকে নিয়ে যাওয়া। রাজনীতির বিশ্লেষন যতটুকু বুঝি বর্তমান সময়ে রাজাকার বা তাদের দোসররা থাবাকে টার্গেট করার যুক্তি সংগত কারণকি, বিশেষ করে যেদিন সমাবেশকে সংকুচিত করার ঘোষনা দেয়া হয়েছে। তাই আমার বিবেচনায় এটি একটি বিকল্প কারণ হলেও একমাত্র কারণ নয়। হাঁ এ ক্ষেত্রে পরবর্তী সন্দেহটা হয়ত সরকারী গোয়েন্দা বাহিনী বা সরকারী ছাত্র সংগঠনের উপর। যদিও বিষয়টা নিয়ে লিখতে কিছুটা অসস্হি বোধ করছি, তারপরও একজন সহব্লগারের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসাবে এটা লিখতেই হচ্ছে। বাম ছাত্রসংগঠন বা বামব্লগাররা চায়নি এই আন্দোলন এখনি বন্ধহোক বা সীমিত হোক কারণ এ আন্দলন চালিয়ে যাওয়ায় তাদের পাপ্তি অনেক। তারা এ আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে: ১) জয়বাংলা দলীয় স্লোগান হলেও তারা এটাকে মুক্তিযুদ্ধের স্লোগান হিসাবে আন্দোলনকে জমিতে তুলতে ব্যবহার করতে মেনে নিয়েছে।

২) লাকীর উপর ছাত্রলীগের সম্পাদকের আঘাত তাও হজম করেছে। উল্লেখ্য লাকী ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদিকা।

ত) ছাত্রলীগকে আন্দোলনের নেতৃত্ব ছেড়ে দেয়া।

৪) সর্বোপরি আন্দলনকে জমানোর জন্য মিডিয়া রিলেসন, স্লোগানের নেতৃত্ব দেয়া থেকে শুরু করে যাবতীয় অর্গানাইজিংয়ের জন্য কষ্ট করা।



এত কিছুর পরও তারা চাচ্ছিল যে কোন ভাবে আন্দোলনকে সার্বক্ষনিক চালিয়ে যাওয়া। কিন্তু সরকারের জন্য এটা অনেক বড় চ্যলেন্জ। বিশেষ করে আন্দোলন চলাকালীন অবস্হায় সাঈদীর মামলার রায় দেয়া সরকারের জন্য অনেক বড় চ্যালেন্জ। সরকার তাই সাঈদীর মামলার রায় পিছিয়ে ১৭ তারিখ করেছে। আর একই সাথে সরকার চাচ্ছিল আন্দোলনকে ধীরে ধীরে স্তিমিত করতে। বিশেষ করে ছাত্রদলের মিছিলের পর সরকারের হিসাব নিকেশ কিছুটা পরিবর্তিত হয়। বিএনপি যদি এখন তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে সামনে আগায় তাহলে তা আরেকটা শাহবাগের সম্ভাবনা তৈরি করবে। সরকার যেভাবে জামাত শিবিরকে হ্যান্ডেল করছে পরিবর্তিত পরিস্তিতিতে বিএনপি কে একই ভাবে হ্যান্ডেল করতে পারবেনা। যা বড় কোন দিকে মোড় নিতে পারে। তাই সরকারের সামনে একটিই বিকল্প এটা বন্ধ করা। আন্দোলন বন্ধ করা বা না করার দ্বন্ধ নিয়েও এটা হতে পারে। তবে সরকার এ ক্ষেত্রে এত বড় রিস্ক নিবে কিনা তা ভাবার বিষয়। নাকি এটা কোন মাথা মোটার কাজ। তবে হত্যার ধরন বলে দেয় এটা অনেক বড় দক্ষ হাতের কাজ।





আর সর্বশেষ বিকল্প হচ্ছে বাহিরের কোন গোয়েন্দা সংস্হা, হতে পারে তা ভারতের 'র' বা পাকিস্তানের আই এস আই।



যদি উপরের গুলো কোন সম্ভাবনা না হয় তাহলে পারিবারিক কলহ বা প্রেম ঘটিত। সেটা তার পরিবারই ভাল বলতে পারবে।



ঘটনা যাই হোক সুষ্টু তদন্তের মাধ্যমে খুনীর ধরা পড়ার সম্ভাবনা কম। কারণ তার সর্বশেষ মোবাইল কল রিসিভিং তদন্তের একটি বড় টার্নিং পয়েন্ট। খুনি বা তার খুনির সহযোগী কোন না কোন ভাবে তার পরিচিত। কারণ তাদের কাছে তার মোবাইল নাম্বার ছিল এবং সে তাদের কল পেয়ে শাহবাগ থেকে চলে গেছে।



সর্বশেষে বলতে চাই এই খুনের বিষয়টিকে যথাযথ ভাবে হ্যান্ডেল না করলে দেশের ভবিষ্যতে অনেক বড় কালো মেঘ জমা হতে পারে।



আর হাঁ আরেকটি বিষয় বলতে চাই, আমি যে কোন খুনেরই বিরোধী। একজন বাবা হিসাবে বলছি, পুলিশের গুলিতে যারা মারা যায়, হতে পারে তারা রাজাকারের দোষর, কিন্ত হতে পারে সে এমন এক মা বা বাবার সন্তান যাকে দেখলেই শুধু শ্রদ্ধা করতে ইচ্ছে করবে।

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

মোঃ ইমাম হোসেন বলেছেন: ভালো বলেচেন ...................।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

বড় ভাইয়া বলেছেন: এই বাংলার মাটিতে যত হত্যা হয়েছে সকল হত্যার সঠিক বিচার চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

সরলপাঠ বলেছেন: ন্যায্য কিন্তু অনেক কঠিন দাবী। তবে রাজাকারদের ফাঁসী চাই। কে কার কি হয় জানতে চাইনা।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

রাসেল৪৮ বলেছেন: Amra painai kono hortar bicar.mone hoy etr o pabo na.

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

সরলপাঠ বলেছেন: তখনই হত্যার বিচার প্রহসনে রুপান্তরিত হয় যখন রাজনীতি যুক্ত হয়।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

রিনকু১৯৭৭ বলেছেন: আসলে অনেক দৃষ্টিকোন থেকেই এই হত্যাকান্ড বিশ্লেষণ করা যায়। যেভাবেই বিশ্লেষণ করি না কেন প্রতিটাই মনে হবে যে একেকটি থেকে আরেকটি ভাল। ওটিকেই হয়তো মূল কারণ ভাবা হবে এই হত্যাকান্ডের পেছনে। তবে যাই হোক, থাবা-বাবা কেমন ছিল বা তার আদর্শ কেমন ছিল সেটা বলার আগে আমাদের বলা উচিত যে কোন হত্যাকান্ডই কাম্য নয়। নিজের হাতে আইন আমরা কেউই তুলে নিতে পারিনা। এটি ইসলাম কোন মতেই সমর্থন করে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

সরলপাঠ বলেছেন: হত্যাকারীর ফাঁসি চাই।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

পথহারা সৈকত বলেছেন: আর হাঁ আরেকটি বিষয় বলতে চাই, আমি যে কোন খুনেরই বিরোধী। একজন বাবা হিসাবে বলছি, পুলিশের গুলিতে যারা মারা যায়, হতে পারে তারা রাজাকারের দোষর, কিন্ত হতে পারে সে এমন এক মা বা বাবার সন্তান যাকে দেখলেই শুধু শ্রদ্ধা করতে ইচ্ছে করবে।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

হারানো ওয়াছিম বলেছেন: আমি এই হত্যার সত্য কারন জানতে চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

সরলপাঠ বলেছেন: হত্যার কারণ উৎঘাটনে কোন রাজনীতি দেখতে চাইনা। সত্য জানতে চাই।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

এডওয়ার্ড মায়া বলেছেন: জামাত,বিএনপি,আওয়ামি বুঝি না।যে কোন অনাকাংখিত মৃত্য র বিচার চাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

সরলপাঠ বলেছেন: সত্য জানতে চাই, হত্যাকারীর ফাঁসি চাই।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

শান্তশিষ্ট বলেছেন: আর কোন ব্লগারের ওপর কোপ আসার আগেই এই ঘটনার সুরাহা হওয়া দরকার। এটা সবার জন্যই সতর্কতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

সরলপাঠ বলেছেন: সত্য জানতে চাই। হত্যাকারীর ফাঁসি চাই।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

সাইকেলার বয় বলেছেন: দাবার গুটি রাজিব হত্যা কান্ড : কি ঘটছে পর্দার আড়ালে। বিশ্লেষনটি পড়ে দেখুন । Click This Link

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ, পড়লাম।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

নীলতিমি বলেছেন: অসাধারন যুক্তিপূর্ণ লেখা লিখেছেন। :)

তবে শাহবাগ নিয়ে রাজনীতি এবং কুটখেল যে জমে উঠেছে তাতে সন্দেহ নেই।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

হাসান আব্দুল্লাহ বলেছেন: রাজীব খুনের পেছনে আর যেই থাকুক সেটা অন্তত শিবির না. কারন শাহবাগীদের জমায়েতের কারনে শিবির কিছুই করতে পারছেনা. কোন হত্যার পথে এগিয়ে এ আন্দোলনকে আরো দীর্ধা য়িত করবে শিবির এটা কোন বলদের বিশ্বাস হতে পারে?
আপনার মতামতের যে ২টা উাদাহারণ দিলেন তার সাথে আমার ১টা মতামত সহমতের মতো কাজ করছে. ১ম টিো হল র--বাংলাদেশের রাজনীতি এই মহুর্তে -র এর হাতে নিয়ন্ত্রিত.যে কেউ ঢাকার সিচুয়এশন দেখলেই সেটা বুঝতে পারে.শাহবাগ ঠিকে থাকুক -সরকার সুবিধা পাক- বিএনপির ১ দফা আন্দোলন ভাতে মরুক সে সব কার ভাবনা... ১ সরকার--২ সরকারের বিশ্বস্হ বন্দু - র- তো সহজেই যা খুব কাছাকাছি মিলে যেতে পারে তা হলো -সরকারের জ্বাতার্থে কিংবা অজান্তে রাজীবকে বিদায় নিতে হয়েছে আন্তর্জাতিক চক্রান্তে.

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯

হাসান আব্দুল্লাহ বলেছেন: শাহবাগীরা জেনেই হোক নাজেনেই করুক-- এরা দালালী করছে সরকারের. দালাল না হলে শত সমস্যার ১টি ও তাদের আন্দোলনে নেই-সরকারের গুম হত্যা রাহাজানী সীমান্ত হত্যা নতজানু বিদেশনীতি-পদ্মাসেতু দুর্নীতির কোন টপিকই তাদের কন্ঠে নেই. স্যো দালালী করে কখনোই দেশপ্রেম জাহির করা যায় না

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

িবদ্রহী বলেছেন: একজন বলেছেন যে "রাজীব খুনের পেছনে আর যেই থাকুক সেটা অন্তত শিবির না. কারন শাহবাগীদের জমায়েতের কারনে শিবির কিছুই করতে পারছেনা. কোন হত্যার পথে এগিয়ে এ আন্দোলনকে আরো দীর্ধা য়িত করবে শিবির এটা কোন বলদের বিশ্বাস হতে পারে?" আমার এই যুক্তিটা খুব পছন্দ হইছে তার প্রধান কারন হলো শিবির politics যেমন বোঝে poly tricks ও তেমন বোঝে । ওরা অনেক ধ্যূর্ত । আর তাই ওদের এই বোকামু করার কথানাহ............।


এখন ঘটনা যাই হোক অমি রহমান পপিয়ালের পোস্ট পড়ে আমার কাছে মনে হইতাছে .।যে মহিলাকে পুলিশ ধরছে সেই মহিলার পরিচয় টা প্রকাশ করলে অনেক কিছু বের হতো মনে হয়

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লিখেছেন, সত্য বেরিয়ে আসুক, সেই আশা করছি...

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫১

ইব্রাহিম মন্ডল বলেছেন: এই লেখার প্রচুর রেসপনস পেয়েছেন। আমার একটি প্রশ্ন : এই হত্যার মাধ্যমে কার সবচে বেশি ফায়দা?
এই প্রশ্ন ধরে আগালে মন সন্ধিহান হয়ে উঠে। প্রথমত শাহবাগ আন্দোলনের জন্য একটি স্থায়ী স্প্রিট চাই। সরকার সেটি হতে দেবে না। কারণ, এতে সরকারের কোনো লাভ নেই। সরকার জামাতিদের সাথে আতাত করার অনেক সন্দেজনক কর্ম ইতিমধ্যে করে ফেলেছে। (পূর্বে তো এর নজির রয়েছে)। তাহলে আন্দোলনের নেতৃত্বে যারা রয়েছেন এবং মিডিয়া এটিকে বিনাশর্তে সাপোর্ট করে যাচ্ছে। বিশেষ করে প্রথম আলো ও তার সমমনারা। এমন অবস্থায় সরকার যখন বিল আনছে আইন সংশোধন করার জন্য তখন বিষয়টি একটি মীমাংসার দিকে যাচ্ছিল। দাবী আদায়ের দিকে যাচ্ছিল। তাতে পুরো জয়ের ফলাফল আওয়ামী লীগের ভোট ব্যাংকে জমা হবে। বামরা যে বিষয় নিয়ে সরকারের সাথে দরকষাকষি করবে সেটি হাত ছাড়া হয়ে যাবে। দরকার একটি লাগাতার আন্দোলনের সে আন্দোলনের আপাতত কোনো রূপ না থাকলেও এটি কর্মপন্থার মাধ্যমে একটি অবকাঠামো তৈরি হতে সময় লাগবে না। কিন্তু এটিকে ধরে রাখা বাঞ্চনীয়। তাই আপনার সমূহ সন্দেহগুলোতে একটি সন্দেহকেই বেচে নিলাম। সেটি হলো : বিশেষ করে যেদিন সমাবেশকে সংকুচিত করার ঘোষনা দেয়া হয়েছে। সেদিনই হত্যাকাণ্ডটি ঘটে। আন্দোলনকে উসকে দেয়ার জন্য এটি কারা করতে পারে একবার ভাবুন।
তাছাড়া এতো সুক্ষ্মভাবে ইন্টিলিজেন্সের লোক ছাড়া আর কে করতে পারে বলুন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.