নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
প্রত্রিকাটি আমার পছন্দের তালিকার মধ্যে নেই। তারপরও মাঝে মাঝে ডু মারি। দেখি তারা কি করে। আজ এমন একটি নি্উজ দেখলাম যে ঘটনাটি নিয়ে আমি গত কিছু দিন ধরেই লিখছি। কিন্তু কে শুনে কার কথা। আমার মত এমন রাজনীতিতে বোকাসোকাদের কথা না শুনাটাইতো রাজনীতি। তবে আজ এ লিখাটি দেখে সবার সাথে শেয়ার করতে মন চাইল। আসলেই বামরা আওয়ামীলীগকে গিলে ফেলেছে। ছাত্রলীগ আর ভবিষ্যত আওয়ামীলীগের নেতৃত্বের আসনে নেই।এই আসন এখন ছাত্রইউনিয়ন তথা বামদের দখলে। আসুন বর্তমান আওয়ামীলীগ তথা মহাজোট সরকারে বামদের দৌরাত্ব দেখি।
মহাজোট সরকারের সব গুরুত্বপূর্ন মন্ত্রীই বাম থেকে আসা, কিছু খুছরা মন্ত্রী ছাড়া। দেশের বর্তমান রাজনৈতিক সমস্যা এই বামাদের দৌরাত্বের মধ্যেই নিহিত। আপনি কোন অবস্হাতেই বর্তমান সরকারকে আওয়ামীলীগ সরকার বলেতে পারেননা যদি আমদের গুরুত্বপূর্ন মন্ত্রীদের পরিচয় পান। এটাকে বলা যায় শেখ হাসিনার (আওয়ামীলীগের) নেতৃত্বে কমি্উনিস্ট বা বামু সরকার।
সরকারের কৃষি, অর্থ, শিক্ষা, চিকিৎসা, তথ্য, বিচার, নৌ যোগাযোগ, শিল্প, গৃহায়ন ও গনর্পূত, বিগ্ঞান ও প্রযুক্তি সহ সকল মৌলিক মন্ত্রনালয় এখন বামদের হাতে। এছাড়াও আছেন বাবু সুরন্জিত সেন এবং নুরুল ইসলাম লেলিন। এদেরকে বিভিন্ন গুরুতুপূর্ন স্হানে পদায়ন করে আওয়ামীলীগকে দখলে নেওয়ার এই মূল পরিকল্পনায় আছেন মতিয়া চৌ এবং শফিক আহমেদ।
আগের এক লিখায় লিখেছিলাম আওয়ামীলীগ সংকটে থাকলে দেশ সংকটে পড়ে। আজও তাই। জাত আওয়ামীলীগার বংগবন্ধুর সৈনিকেরা আজ নিজ ঘরে পরবাসী। এর থেকে পরিত্রানের উপায় কি?
লিংক দেখুনঃ Click This Link
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সরলপাঠ বলেছেন: সত্য মিথ্যার বিষয় নয়, আসুন সমাধান নিয়ে চিন্তা করি।
পত্রিকাগুলোর রাজনৈতিক পরিচিতিই তাদের গ্রহন যোগ্যতা কমিয়ে ফেলে।
২| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২
আমি ব্লগার হইছি! বলেছেন: বামে সমস্যা কি?
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
সরলপাঠ বলেছেন: আপনি যদি বাম সাপোর্টার হন তাহলে কথা নেই।
এ হচ্ছে আদর্শের সংকট। বংগবন্ধুর আদর্শ আর বাম রাজনীতির আদর্শ এক নয়।
বাংলদেশে যে বর্তমান বিভক্তি এর মূলে রয়েছে এই আদর্শিক দ্বন্ধ। সরকারের ভিতরকার আদর্শিক টানাপোড়নই এই দ্বন্ধকে বাড়িয়ে দিয়েছে।
সরকারের জনপ্রিয়তা কমার সাথে এই জনবিচ্ছিন্ন বাম নেতৃত্বের যোগসুত্র থাকতে পারে।
৩| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আসলেই তো তাই। আড়ে ছিল আওয়ামী মুসলিম লীগ পরে হইছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু দেশটারে ধর্ম নিরপেক্ষ করছিল- বর্তমান সরকার তো আবার এদেশটাকে রাষ্ট্র ধর্ম ইসলাম বানাইয়া কিম্ভুতকিমাকারে পরিণত করছে।
আওয়ামী লীগের সাথে বামপন্থীরাই তো বিপদে ফেরছে। তাহউদ্দিন সাহেবরা বিপদে ফেলছে- আর খন্দকার মোশতাকরা উদ্ধার করছে। বামপন্থীরা না থাকলে তো শাহ আজিজ, মোশতাক, তাহের ঠাকুর তারা তো আওয়ামী লীগেই থাকতো। বিএনপি- জাতীয় পার্টির পয়দা হতো না। আপনে ভাই ঠিক বলেছেন- বামপন্থীদের ঝেটিয়ে বিদায় করেন, পারলে বিএনপি জামাতের দু একজনকে দলে ভেড়ান। মওদুদকে নিয়ে আসুন- ঘরের ছেছে ঘরে ফিরছে এই শ্লোগান দিয়ে। ভাল না। দেশের জন্য ভাল। ???
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
সরলপাঠ বলেছেন: স্বাধীনতার পর বংগবন্ধুকে বামরাই সবছেয়ে বেশী বিপদে ফেলেছিল। এদের প্রভাবেই বংবন্ধু বাকশাল কায়েম করে ওনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে নষ্ট করেছিলেন। সে সময়েও সত্যিকারের আওয়ামীলীগাররা কোনঠাসা হতে থাকে দিনে দিনে - ঠিক এখনকার মত। যার ফলে দেশ এক অন্ধকার দশকে প্রবেশ করে।
মওদুদের মত সুবিধাবাদীরা সব দলেই আছে কম বেশী। সেওতো বামের স্বাদ পেয়ে চরিত্র বিসর্জন দিয়েছে।
৪| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি তো তাই বলছি। আমু সাহেবদের না হয় একটু লবনের দোষ আছে কিন্তু বামদের মেতা বিপদে ফেলে নাই্ গাজী সাহেবদের একটু কম্বল নিয়ে সমস্যা ছিল তারপরও বঙ্গবন্ধুকে বিপদে ফেলে নাই। খন্কার মোশতাকের কথা শুনলে তো বঙ্গবন্ধুকে বিপদে পড়তে হতো না। আপনার কথাই সত্যি তাই না।
আওয়ামী লীগের নেত্রী মনে হয় বামপন্থী হয়ে গেছে এটাও এক ধরনের আদর্শ বিচ্যুতি।
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
সরলপাঠ বলেছেন: আপনি কি রিভার্স খেলছেন? বাম কেউ হলে তফাতে যান।
নেত্রী বামপন্হী হন নাই, তবে পাওয়ার পলিটিক্সে বামদের দাবার গুটি হয়ে গেছেন - যেমন হয়েছিলেন বংগবন্ধু।
৫| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তবে এইটা বুঝতে পারছি না আমার দেশ কেন জানি হঠাৎ করে আওয়ামী দরদী হয়া গেলো।
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২২
সরলপাঠ বলেছেন: ঠেলার নাম বাবাজী
৬| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বাহ ভালো কইছেন কিন্তু নেতারাও দাবার ঘুটি হয়া যায়। আসলে তারা তো জনগণরে দার ঘুটি বানায়। এবার তারাও হয়া যায়। ভাল ? খুব ভালো। আওয়ামী লীগের তো এটাই যোগ্যতা।
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
সরলপাঠ বলেছেন: ভাই আপনার সাথে খোছাখুছি এখানেই শেষ। পারলে দু একটি ভাল কথা বলেন। না হয় আমাদেরটা আমাদের ভাবতে দিন।
৭| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:৪৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বি্এনপি যখন জামাতী ও হেফাজতের সাথে সমঝোতা করে তখন আওয়ামী লীগাররা হঠাৎ করেই বিএনপিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষ বলে তাদের নিবৃত করার চেষ্টা করে। টক শোতে শোনা যায় যুক্তিযোদ্ধা জিয়ার দল কিভাবে জামাতের সাথে যায়? এটা কিন্তু বিএনপি যতটা না ভাবে আওয়ামী ঘরানার লোক তত বেশি ভাবে।
আবার আমার দেশ আওয়ামী লীগের বামের মধ্যে ঢুকে যাওয়া নিয়ে বেশি উদ্বিগ্ন। আওয়ামী ফোরামে যতটা না আলোচিত তার চেয়ে অতি ডানরা বেশি চিন্তিত। আকলমন্দ লোকের জন্য এর বেশি বরার দরকার নাই। কারণ প্রতিপক্ষ সবসময়ই বন্ধু সেজে ঘায়েল করতে চায়। নিজেকেই বুঝতে হবে কে কোন পক্ষ।
আমার সাথে খোচাখুচি করবেন কেন? আওয়ামী আদশের বা বঙ্গবন্ধুর সৈনিক হলে দলের ফোরামে কথা বলুন। আমার দেশের কথায় লাফালাফি করলে তাদের উদ্দেশ্য যে সফল সেটা মানতে হবে- যদি আপনি বঙ্গবন্ধুর সৈনিক হন।
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৫
সরলপাঠ বলেছেন: আমারদেশের রিপোর্ট, মাহমুইদ্যার মনগড়া এটাতো প্রমাণ হয়নি। হতে পারে রাজাকারেরা তালি দিবে, তার পরও আমরা বামুদের হাত থেকে মুক্তি চাই।
৮| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৬
অর্থব আমি বলেছেন: তা বলছিলাম কি রক্ষাটা করবে কে??? বঙ্গবন্ধু কন্যাই যে ওদেরকে আজ মাথায় তুলে রেখেছে। রাজনীতির এই মারপ্যাঁচটা অনেক দিন ধরেই আমর মাথায় ধুকছে না।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
জহির উদদীন বলেছেন: আমারদেশ সত্য কথা কইলেই দোষ......