নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার ভিসা স্যাংশন

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪০

বাংলাদেশের সদ্য সাবেক প্রধান বিচারপতি আমেরিকার ভিসা সেংশনের জবাবে বললেন, "আমি কখনও আমেরিকায় যাইনি, যাবোওনা। আমি এই ভিসা সেংশন নিয়ে বিচলিত নই।" তার এই কথায় বুঝা যায় আমেরিকার ভিসা সেংশন কিভাবে কাজ করে, এই বিষয়ে তার ধারণা খুবই সিমীত।

আমেরিকা বিশ্বের অনেক দেশের সাথেই গোয়েন্দা তথ্য বিনিময় করে, চুক্তি অনুযায়ী। কেউ যদি আমেরিকার রেড লিস্টে ঢুকে যান, তবে তার জন্যে অধিকাংশ উন্নত দেশের রাস্তা বন্ধ হয়ে যাবে, যদিনা তার সে দেশের নাগিরকত্ব বা সেটেল্ড স্ট্যাটাস থাকে। বিকল্প নির্দেশনা না থাকলে অধিকাংশ দেশই আমারিকার গোয়েন্দা লিস্ট মোটামুটি ভাবে অনুসরণ করে। যেহেতু এবারের স্যাংশন পরিবারের উপরও পড়বে, তাই এর প্রভাব হবে স্যাংশন প্রাপ্তদের জন্যে ব্যাপক। দেশ হিসাবে, এই স্যাংশন আমাদের জন্য চরম অপমানের।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



ইহা থেকে বের হওয়ার উপায় আপনি জানেন?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৬

সরলপাঠ বলেছেন: সরকার চীন/রাশিয়া (ভারত) এই বলয়ে অবস্হান করছেন। সরকারকে চীন/ রাশিয়া বলয় থেকে বের হওয়ার পরীক্ষায় পাশ করতে হবে, আমার মনে হয়।
সুষ্টু নির্বাচন অবশ্যই একটি শর্ত।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:

যারা এখন পর্যন্ত ইন্ডিয়া দূরের কথা কক্সবাজারেই যাইতে পারে নাই,
এরাই দেখছি আমেরিকার ভিসা নিয়া ভীষণ চিন্তিত। হায় হায় করছে, দেশের কি হবে!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৩

সরলপাঠ বলেছেন: কুয়োর ব্যাঙ এর মত ভাবলে কি হবে - আপনার দোড় কক্সবাজার হতে পারে, সবার তা নয়। পিএম এর ট্যুর ট্রিটম্যান্ট ফলো করলেই জবাব পেয়ে যাবেন।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: অ্যামেরিকা কি অন্য দেশকে তার গোয়েন্দা লিস্ট দেয়? অ্যামেরিকার গোয়েন্দা তথ্য এতো সহজে সে আরেক দেশকে দেয় বলে আমার মনে হয় না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩১

সরলপাঠ বলেছেন: জি দেয়। আমার জানামতে যুক্তরাজ্য, ইই্উ, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, এবং জিসিসি ভুক্ত অধিকাংশ দেশের সাথে (সিমীত পরিমাণে) যুক্তরাস্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় করে।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৭

কামাল১৮ বলেছেন: আমেরিকা বিশ্বটাকে তার জমিদারি মনে করে।এটা ঠিক না।প্রতিটা দেশ স্বাধীন সার্বভৌম।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

সরলপাঠ বলেছেন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তা হয়ে আসছে। আর বিশ্ব ব্যবস্হায় সব সময় কেউ না কেউ মোড়ল ছিল।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৪২

কামাল১৮ বলেছেন: সোভিয়েত ইউনিয়নের পতনের আগ পর্য়ন্ত এক বিশ্ব কখনই ছিলো না।বর্তমানেও নাই।ক্যাপিটালিস্ট বিশ্ব এবং সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা ছিল বহু বছর।বর্তমানে ন্যাটো একদিকে চীন রাশিয়া ইরান সহ বহুদেশ অন্য ব্লকে।ইউক্রেন যুদ্ধ তার প্রমান।

০১ লা অক্টোবর, ২০২৩ রাত ৯:০৪

সরলপাঠ বলেছেন: জ্বী, আমি বলিনি এক বিশ্ব। বলেছি, কেউ না কেউ মোড়ল ছিল - যেমন আমেরিকা, রাশিয়া। হয়ত সোভিয়েত রাশিয়া দূর্বল হয়ে যাওয়ায় আমেরিকার মোড়লিপনা অনেক বেশী স্পষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.