নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
মিডিয়াকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভ হচ্ছে প্রশাসন, আইন বিভাগ, এবং বিচার বিভাগ। গনতান্ত্রিক রাষ্ট্রে এই তিন বিভাগ পারস্পরিক জবাবদিহিতার মাধমে পরিচালিত হয়, যেখানে আইন এবং বিচার বিভাগ সম্পূর্ন স্বাধীন থাকে। আর এই তিন বিভাগকে জনগণের সামনে জবাবদিহিতার জন্যে দাড় করায় মিডিয়া।
গত ১৫ বছরে বাংলাদেশ রাষ্ট্রের প্রথম তিনটি স্তম্ভ আগেই রাজনৈতিক ভাবে কলুষিত হয়ে গিয়েছিল। এবার তরুণদের বৈষম্য বিরোধি আন্দোলন দালাল মিডিয়াকে পুরোই উলংগ করে দিয়েছে। কোন দলীয় প্রচার বিভাগও সম্ভবত এত নেংটা ভাবে কাজ করেনা, যেভাবে বাংলাদেশের মিডিয়া কাজ করছে।
এডিটরস গিল্ডের উদ্যোগে গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও হেড অব নিউজেরা নিজেদের মাথার বুদ্ধি আর পরার কাপড় জমা দিয়ে এসেছে। সুতরাং মিডিয়ায় এখন যা বলবে, জেনে নিবেন ঘটনা তার উল্টো।
২| ২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২১
বাউন্ডেলে বলেছেন: জামাত-বিএনপি-ট্রান্স রাজাকারদের একমাত্র পুঁজি “মিথ্যা বা গুজব” । ক্যারি অন । বাংলার মানুষ গুজব ও মিথ্যা হজম করতে জানে।
৩| ২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি মিডিয়ার একজন সিনিয়র এডিটরের কাছ থেকে যা বুঝেছি, প্রিন্ট মিডিয়া চাপের মাঝে আছে।
আপনাকে মনে রাখতে হবে, সবারই বৌ-বাচ্চা ঘরে।
৪| ২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'মিডিয়ায় এখন যা বলবে, জেনে নিবেন ঘটনা তার উল্টো।' চমৎকার বলেছেন।
৫| ২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
আরেফিন৩৩৬ বলেছেন: সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি মিডিয়ার একজন সিনিয়র এডিটরের কাছ থেকে যা বুঝেছি, প্রিন্ট মিডিয়া চাপের মাঝে আছে।
আপনাকে মনে রাখতে হবে, সবারই বৌ-বাচ্চা ঘরে।[/sb
চাপে থেকেও সত্য বলা যায়, ভিন্ন কৌশল আছে, থাকতে হয় সৎ-সাহসিকতা। ওরা নিজেরাই বেচা যায়। চরিত্র গনবিরোধী
৬| ২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
কামাল১৮ বলেছেন: মিডিয়ারতো এখন কোন অভাব নাই।প্রত্যকে তার নিজের মতো করে বলে।আপনিও একটা মিডিয়াতেই বলছেন।
৭| ২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একটি ম্যাগাজিন এর সম্পাদক। বিশ্বাস করুন তাদের হা পা বেঁধে রাখা হয়েছে। লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে তাদের অনুগত ও বাধ্যগত করা হয়েছে। অনেক গণমাধ্যম কর্মী আছেন যারা অনেক ভালো কিন্তু নিরুপায় আগে তো নিজের ও পরিবারের মুখের খাবার তথা রুটিরুজি ঠিক রাখতে হবে। প্লিজ সবাইকে ঢালাওভাবে দালাল মিডিয়া বলবেন না। অনেক ভালো আছে।
৮| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ৯:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
মিডিয়া এখনো গুজব ছড়াচ্ছে।
উলঙ্গ ভাবে গুজব ছড়াচ্ছে।
একটি নামকরা পত্রিকা লিখেছে ঢাকা-চট্টগ্রাম রোড বন্ধ।
আসল খবর হচ্ছে কারফিউ শিথিল হওয়ার পর মানুষ কর্মমুখর হয় রাস্তায় যানজট বেড়ে যায়। ঢাকা চট্টগ্রাম রোডে ও অনেক গাড়ি যানজটে অনেকক্ষণ থেমেছিল। তাই বলে সম্পূর্ণ তো বন্ধ হয়নি। কিন্তু মিডিয়া একটি আতঙ্ক ছড়িয়ে দিল।
আরেকটি পত্রিকা লিখেছে
ভারত মংলা বন্দরের নিয়ন্ত্রণ নিল।
কি আতঙ্কের কথা!
বাস্তবতা হচ্ছে, মংলা বন্দরের অপারেটিং ঠিকাদার চীন এবং ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছিল। টেন্ডারের ভারতের ঠিকাদার কার্যাদেশ পেয়েছে সঙ্গত কারণে।
ভারত সরকার নয়, ভারতের একটি ঠিকাদার।
আবার চীনের ঠিকাদার কার্যাদেশ পেলে বলা হত দেশ শ্রীলংকা হয়ে যাচ্ছে। কারণ হাম্বানটোটা বন্দরের কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছিল।
৯| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ১০:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
আরো একটি গুজব -
পত্রিকায় লিখেছে - বাংলাদেশীদের ভিসা নিষিদ্ধ করলো সংযুক্ত আরব আমিরাত।
আসল খবর হচ্ছে -আরব আমিরাতের পুলিশ রাস্তায় বিক্ষোভের দায়ে ৫৪ জনের মত বাংলাদেশির জেল জরিমানা করেছে, আর শতাধিক ব্যক্তির ভিসা বাতিল করে ডিপোর্ট করেছে। সমগ্র বাংলাদেশীদের নয়।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
নয়া পাঠক বলেছেন: সেই সাথে কিছু ব্লগারও মনে হয় এরকম কিছু করেছে, তারা তাদের চোখ সহ জমা দিয়ে এসেছে।