নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাল থেকে ঠিক মানুষ হব

অসীম পাগলা

মূল্যবৃদ্ধি ও ক্রমবর্ধ্মান ট্যাক্সের চাপ এড়াতে নিয়মিত হাসুন

অসীম পাগলা › বিস্তারিত পোস্টঃ

শেইক্সপিয়ারের সনেট নাইনটিন: শব্দান্তরে একটি সহজ গদ্যরূপ

২৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫১



আগ্রাসী সময়, তুমি বাঘের নখকে ভোঁতা করে দাও, পৃথিবীকে ধ্বংস করতে দাও তার নিজের সৃষ্টি; বাধ্য করো হিংস্র বাঘকে দন্তহারা হতে,
আয়ুষ্মান ফিনিক্সকেও পুড়িয়ে ফেলো তার যৌবনের শীর্ষে; চলার পথে দিয়ে যাও তুমি হর্ষ ও বিষাদের ঋতু, পুরো বিশ্বে ও প্রকৃতির রংচটা সৌন্দর্য্যে,
এবং যা মনে হয় তাই করতে পারো, ক্ষিপ্র সময় তুমি।

তবে একটা ঘৃণ্য অপরাধ করতে তোমায় আমি নিষেধ করি; আমার প্রেয়সীর কপালে তোমার চিহ্ন ফেলে যেও না, এঁকে যেওনা বলিরেখা ওই অ্যান্টিক কলমে তোমার, তোমার চলার গতিপথেও ওকে অমলিন থাকতে দাও;
যেনো ভবিষ্যতের প্রজন্মের পর প্রজন্মের মুগ্ধচোখে, রূপের মাপকাঠি হয়ে থাকে সে

এর পরেও, যা পারো তাই করো, আদ্যিকালের সময়: আমার প্রেম থাকবে চিরনবীন, আমার কবিতায়


********************************************** XXX *******************************************


(কবিতায় ব্যবহৃত ছবি: সালভাদর দালির A Persistência da Memória,1931)

তাড়াহুড়ো করে অনুবাদ করা চটজলদি পোস্ট। ভুলত্রুটি রয়ে গেলে জানান। ঠিক করব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.