নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিম ইশতিয়াক, জন্ম ময়মনসিংহ জেলার জাতীয় কবির শৈশব কাটাবো ত্রিশাল উপজেলায়,বিএসএস অনার্স (অর্থনীতি) নিয়ে বর্তমানে অধ্যায়নরত আছেন, এছাড়াও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমমান) পাশ করেছেন, শামিম ইশতিয়াক নিজেকে একজন কবিতাসক্ত হিসেবে পরিচয় দিলেও

শামিম ইশতিয়াক

শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।

শামিম ইশতিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতা - উপঢৌকন

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৯

আমার লেখা অজস্র প্রেমের কবিতা থেকে
তোমাকে একটা কবিতা উপহার দিব ভাবছি,
মনের খাতায় কবিতা লিখে বাকিটা সময় আঁকিবুঁকি করে,
আনাড়ি হাতে আমি একেছি তোমার অজস্র ছবি,
সেখান থেকে দু-চারটে ছবিও বাধাই করে দিব।
আমি জানি, তুমি উপহার ভেবে প্রত্যাখ্যান করবে
যেভাবে প্রত্যাখ্যান করেছিলে আমার প্রেম নিবেদন।

সেদিনের ক্যাফেতে ধোয়া উঠা কফির কাপে তাকিয়ে,
ভাঙ্গা গলায় বলতে চেয়েছিলাম ভালোবাসি,
তোমার কাজলহীন চোখে দেখেছিলাম বিস্ময়,বিরক্তি,
তারপর আমি উঠে গেলাম, ভীষণ রকম ভয়ে,
ঘামে ভেজা কপাল মুছতে পকেটে হাত দিয়ে টিস্যুর সাথে পেয়েছিলাম তাজা গোলাপ,
সেটা দিতেও ভুলে গিয়েছিলাম।

তারপর আমি অপেক্ষায় থেকে গেলাম,
আমি আবারো প্রেম নিবেদন করবো
তবে তোমাকে নয়, আকাশ কে বলবো,
সেই সকল কথা গুলো বৃষ্টি রূপে তোমার কাছে ঝরিয়ে দিতে,
কারণ তুমি বলেছিলে, বৃষ্টিতে ভিজতে ভালোবাসো,
হয়তো কখনো সামনেও যাব, হাতে থাকবে বাধাই করা ছবি, কবিতা অথবা তোমার প্রিয় কোন বই৷

শামিম ইশতিয়াক
ময়মনসিংহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.