| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামিম ইশতিয়াক
শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।
আমার আর তোমার স্মৃতিগুলো ফেলে এসেছি মেহগনি রোডের মৃত বেঞ্চের কোনায়,
আমাদের জমানো মূহুর্তগুলো হেটে চলে গেছে কাক ডাকা দুপুর অথবা অলস বিকালের হাত ধরে,
ঠিক তারো আগে যেমন তুমি হেটে গেছো নিরব পায়ে আমার হাত ছেড়ে,
কিন্তু তুমি সন্ধার মত আমায় ঘিরে রেখেছো অন্ধকার বিরহ হয়ে।
আমিও ফিরে চলে গেছি তখন,
তোমার সকল চুম্বনের দাগ ভুলে এক ব্যাস্ত নগরের প্রবেশদ্বারে,
তোমার কাজলহীন চোখ, কালচে ঠোট, সব অস্ত গেছে আমার ভেতর,
আমি হেটে বেড়িয়ে গেছি বিরহ কাতর মানুষের ভীড় ছেড়ে,
ছুটে গিয়েছি এক হৃদয় হতে অন্য হৃদয়,
হৃদয়ের জানালায় প্রশান্তির হাওয়া আসবে বলে,
সম্ভবত তুমি ছিলে দিয়াশলাইয়ের শক্তিশালী সেই শলাকা যার খোচায় আমি পুড়েই চলছি,
তুমি সম্ভবত পৃথিবীর নিষিদ্ধ কোন মাদক,
না হয় মস্তিষ্ক থেকে তুমি কেটে গেলেনা এত বছরেও,
তারপরেও আমি ডেকে বলতে চেয়েছিলাম, যদি কখনো ফিরে আসো,
তবে হাতে নিয়ে এসো এক বোতল প্রেম,
প্রেমক্ষুদায় হয়তো আমি আজীবন অনাহারী হয়ে চেয়ে থাকব তোমার হেটে যাওয়ার পথের দিকেই।
শামিম ইশতিয়াকের কবিতা
shamim istiak
©somewhere in net ltd.