![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের আধারে,
ধরেছে কেউ হাত ধীরে ধীরে,
প্রবল তার হাতের আঙ্গুলের চাপ,
তীব্র তার যন্ত্রণা,
নিকৃষ্ট তার ভাবনা,
শিহরনে কেঁপে উঠল বুক আমার,
ঘুরে দেখি শুধু আঁধারে আঁধারে চারিদিক ঘেরা,
দু'জোড়া চোখ তার ছুঁয়ে দিচ্ছে আমায়,
নির্মম তার ছোঁয়া,
বর্বরতায় ভরা তার কাছে আসা,
ধ্বংসের প্রদীপ জেলে,
আমায় শেষ করবে বলে,
ছুঁয়ে দেয়া নিষ্ঠুর হাত দুটি,
করছে তার লালসার পূর্তি,
তার নিষ্ঠুর আক্রমণে,
ভরে আসছে বুকের ভেতরটা অস্থিরতায়,
বাঁধন ছিঁড়ে মুক্তি পাওয়ার আশায়,
তীব্র কান্নায় বিজড়িত নিশ্চুপ ধ্বনি আমার,
নিজের কানেই বাঁধছে বারে বারে,
অসহনীয় যন্ত্রণায় ছটফটানি আমার,
নিশ্চুপ সে চিত্কার আমার,
মুক্তির জন্যে আপ্রাণ চেষ্টা,
কান্নায় জড়ানো সেই আকুতি- মিনতি,
গ্রাহ্য না করল সে,
অবশেষে, নিভিয়ে প্রদীপের আলো,
লালসার সমাপ্তি করল....
©somewhere in net ltd.