নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত ভেসে যাই কবিতার কাছাকাছি, তত মনে হয় একঘেয়ে বেঁচে আছি।

shamny khan

shamny khan › বিস্তারিত পোস্টঃ

সুখের পাখি

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

মানুষের জীবন টাকে যদি তুলনা করতে বলা হয়, তাহলে আমি এটাকে একটা 'chime' এর সাথে তুলনা করব। 'chime' দেখতে খুবই সুন্দর , ঘণ্টাগুলো ও সুন্দর, কিন্ত এটার একটা খারাপ দিক ও আছে। হাল্কা হাওয়া হোক অথবা ঝড়ো হাওয়া হোক খুব সহজেই পেচ লেগে যায়।

তেমনি বাহ্যিক দিক দিয়ে আমাদের জীবনটা ও খুব সুন্দর যদি শুধু দেখতে বলা হয়। কিন্ত খুবই পেঁচালো। অল্প কিছুতেই পেচ লেগে যায়। আর যদি মানুষের কথা বলা হয়, তাহলে মানুষ এক আজব সৃষ্টি কারণ সে নিজেই জানে না তার সুখ কোথায় !!

জীবনটা যদি কোনো এক স্রোতহীন নদীর মতো বয়ে চলে তাহলে মানুষ সেখানে স্রোত তৈরির চেষ্টায় থাকে। বিরক্ত হয়ে যায় স্রোতহীন জীবনের উপর।
অপরদিকে, যদি এই জীবনেই চলতে গিয়ে তীব্র স্রোতের দেখা মিলে তো সে সেই স্রোতের সাথে মোকাবিলা করবে, জয়ী হওয়ার জন্নে, কিন্ত সাথে রাগ ,দুঃখ , কষ্ট, নিরাশা, যন্ত্রণা, বিরক্তি, সব কিছু প্রকাশ করবে এয় তীব্র স্রোত অথবা ঝড়ো হাওয়া যাই বলা হোক এর উপর।

নদী বা জীবন যখন নীরবে বয়ে চলছিল তখন মানুষ সন্তুষ্ট ছিল না। আর যখন জীবনে ঝড় আসল তখনও সন্তুষ্ট না। কোনো কিছুতেই নিজেকে সুখী করতে পারে না ।

অবশেষে, জীবনের প্রতিটা পেঁচ খোলার পর, সে কোথাও নীরবে একা দাড়িয়ে নিজের জীবনের চাওয়া-পাওয়া গুলোকে দেখবে , সব অর্জন কে দেখবে খতিয়ে, ভাবনায় বিভোর থাকবে যে এতো অর্জনের পর ,এতো কষ্টের পর আমার সুখের পাখিটা কোথায়??

সুখ, সুখ, সুখ, সুখের খুজে কখন যে নিজেকেই ভুলে যায় মানুষ সে নিজেও বুঝতে পারে না । কখন যে সুখের গণ্ডি পার হয়ে যায় সুখের খুজে ,সে নিজেও জানতে পারে না । তবুও সুখের দেখা মিলে কি আর সহজে ...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.