![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশা,
তুই যে বড্ডই জেদী পাখি,
মনের ঘরে চুপটি করে,
বসিস তুই মিষ্টি করে,
হাজার বলি চাই না আমি তোকে,
তবুও কেন?
আড়াল হয়ে আমার ঘরের দ্বারে আশিস,
উঁকি ঝুঁকি মারিস, মিষ্টি কথা বলিস,
লুকোচুরি খেলিস,
বেলাশেষে,
খেলার ছলে মনটা আমার ভাঙ্গিস.....
©somewhere in net ltd.