![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র। শেষ বর্ষ। খুলনার ছেলে। গুন বলতে কোন কিছু আমার মধ্যে আছে কিনা জানিনা। অনেকের মধ্যে অনেক গুন থাকে। কারো গানের গলা ভাল, কারো কবিতা লেখার হাত ভাল, কেউ আবার অনেক মেধাবী। আমার মধ্যে এমন কোন গুন নেই। বন্ধু মহলে জোকার নামে স্বীকৃতি আছে। কারন আমি প্রায় সব ব্যাপারে কেয়ারলেস একটা ভাব দেখাই স্পেশিয়ালি বন্ধুদের সামনে। অনেকে আবার অলস ও বলে। ভালই লাগে শুনতে। কারন এইচ এস সি পর্যন্ত এত ভাল ভাল কথা শুনেছি যে এই স্বাদ পরিবর্তন টা উপভোগই করি।
কসাই কাদের এর যে রায় হয়েছে তা দেখে আমি স্তম্ভিত। এত শহিদের সাথে মস্করা আমরা মানতে পারবনা। কসাই কাদের সহ সব শুয়োরের মৃত্যুদণ্ড চাই। সাথে যারা এই ৪১ বছর পরও তাদের মোসাহেবি করছে তাদেরও। লাখো মানুষের ঢল নামছে ৭১ স্কয়ারে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহন চাই সবার। আমিও যোগ দেব আগামিকাল। একটা প্রেজেন্টেশন আছে কাল সকালে। আজ সকালে একবার ঘুরে এসেছি ওখান থেকে। কাল দুপুরে সব বন্ধুরা মিলে যাব ৭১ স্কয়ারে। একটা বিশ্বাস আছে এই বুকে ৭১ এর যুদ্ধাপরাধিদের বিচার আমরা করবই আমাদের মাটিতে। কোন ছাড় নেই। মানিনা প্রহসন।
একদফা একদাবি, শুয়োর গুলোর ফাঁসি দিবি।
©somewhere in net ltd.