নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অভিনেতা, ডিরেক্টর, রাইটার, এডিটর এবং কালারিস্ট।

শামস্ সাকী

আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না

শামস্ সাকী › বিস্তারিত পোস্টঃ

প্রগলভ প্রলাপ

২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৪



ফিরে ফিরে আসে নতুন সময়ের ডাক,
যে ডাকে গলা মেলাতে পারিনি একদম
অবান্তর সময়ের চেষ্টার পরেও
ধরিনি হাত, মেলিনি পাখা
উড়তে পারিনি আর একবার।

অশ্রুভেজা বালিশ ও জানতে পারেনি,
কেন এমন অনন্ত পতন, আমার নষ্ট স্বপ্নের,
ওধারে হয়তো জমে থাকা কান্নারা ঘর বাঁধে
আমার একাকীত্বের সাথে... ...
কত অসহায় ???

ফিরে ফিরে আসছে নতুন সময়ের ডাক,
বয়ে চলছে উন্মাতাল মানুষের স্রোত
তখনও আমি একদিকে কান্নি খেয়ে -
ভোঁ-কাট্টা ঘুড়ির মত, ছিটকে চলেছি।।
স্রোতের বিপরীতে,
আমার একাকীত্বের সাথে... ..
যেন অসহায় ???

ওহে নতুন সময়ের ঈশ্বর
তোমার পুজারীরা শরীর বোঝে,
ভালবাসা বোঝে না, দেখনি আমি
বুঝতে গিয়ে ছিটকে পরেিছ অনন্তে।

একটুকরো ভালবাসা আমাকে বুঝতে দিচ্ছেনা
বেদনা আর একাকীত্ব টা, যা নিয়ে-ই
এই আমি গড়ে উঠি, মিৎসুবিশির নাচতে জানা
যন্ত্রমানবের মতো।
আমি আসলে শরীর বোঝার মতো ভালোবাসা,
এখনও বুঝতে শিখিনি,
তাইতো আমার শিশ্নু এখনও কুমারের মত আরক্তিম অথবা রক্তাত্ব...
এখন আর ভালোবাসা পাইনা, শিবের মন্দিরে...

"আমি আবার একজনকে ভালোবাসতে পেরে গর্বিত....
এইযে কবি, , ,
এটা কিন্তু ভালোবাসা
তোমার প্রেম নয়...
যেখানে দুরত্ব থাকে শরীরের গন্ধে
আবার বিভ্রান্ত শরীর ও চায়না মিলন... .. "

তোমার ভ্রান্ত দৃষ্টপথে আমি অবোধের মতো বলি
ভ্রষ্ঠ আত্নারা শরীর চেনে, ভলোবাসা চেনে না
তখন
আর আমি তোমার চোখে চেয়ে প্রেম খুঁজিনি...
যখন প্রতিটি কষ্টের আড়ালে থেকে
এক একটি পৈশাচিক সুখ
এখনও আমাকে কুঁড়ে খায় প্রতিটা রাতে... ..



শামস্ সাকী
April 7, 2016

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.