![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না
আমার অভিমানের থেকে বড় কিছু নেই,
হতে পারে না
আমার অভিমানের থেকে বড় কিছু নেই,
না তুমি, না এমনকি আমিও;
এমনকি মৃত্যুও।।
আমার অভিমানের থেকে বড় কিছুই নেই,
হতে পারেনা,
হয়ত বুঝবে অবর্তমানে, মনে হবে নিঃস্ব নিজের কাছেই
আমার অভিমানের চাইতে বড় কিছু কী হতে পারে
এমনকি আমাদের যৌথ মৃত্যুও নয়।
শামস্ সাকী
April 14, 2016
©somewhere in net ltd.