![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না
হুমম
আজই ছিল সেই দিন, জানি বলবে 'ভুলে গেছি'
সে হয়ত লজ্জায়, অথবা ক্ষোভে।।
আমিতো জানি ভুলবে না কোনদিন....
কেন আজ নিজেকে বন্দি করে রেখেছি,
কেন আজ উপবাসে উপহাসে ছিলাম
সারাটাক্ষণ কেন উচাটন ছিল
উদভ্রান্ত অশান্ত অস্থির সময়ে
উম্মাদপ্রায় আমি।।
জানতে চেয়োনা কেন,
তুমি জান বলবো ভুলে গেছি,
যেমন তুমিও বললে।।
জানি জানো, জ্ঞানী মুর্তিটা অজ্ঞাত ধ্যানে
কিছুই জানেনা য্যানো,
আমরা তার পাশেই জলাঞ্জলি দিতাম
আমাদের যৌথমৃত্যুর আবেগ,
আসলে জলাঞ্জলি ঠিক নয়, পুড়িয়ে দিতাম
তুমিওতো জানো, যেভাবে অস্বীকার করি আমরা
ঠিক ততটাই জানি, উভয়ই আত্মার সাথী।।
অস্পর্শ রতি এর আগে তো শেখনি
(এখনও জাননা, ভাবো ভগ-শিশ্নু ছাড়া রতি?)
কিন্তু আমিতো জানি তুমি জানো
আমরা উভয়ই জানতাম, যখন আসলে কেউ শেখেনি আদৌ।
আমি একাই আজ মৃত্যু নিলাম নিজেই ধ্যাণী মুর্তি হয়ে তৃতীয় পক্ষের সম্মুেখ,
আসলে তুমিই ছিলে সেই তৃতীয়
তাই এখনও বন্দি আমি নিজের কাছে,
কেন জানতে চেয়োনা,
তুমিতো জানবেই আমার আত্মার সাথী।।
এখন মৃত্যু হচ্ছে আমার একাকী, তুমিতো জানো-ই
তখনও আমার অশ্রুরা আমাকে শুধোয়
"কে তোমার আত্মার সাথী "
আমি হেসে বলি, যে আমার চোখ বাস্পিভূত করতে পারে,
আসলে
জানতে চেয়োনা, কারন আমি তোমার মতোই
বলবো, ভুলে গেছি
হয়তো লজ্জায় অথবা ক্ষোভে
তুমিইতো জানো আমি কী বোঝাই...
কাল না হলে যেন কোনদিনও না হয়
কারন জানতে চেয়োনা, আবার
একই চক্রে পড়ে যাবো যে...
শামস্ সাকী
April 15, 2016
২| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
শামস্ সাকী বলেছেন: ন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার লেখা কবিতা ভাল লেগেছে ।