নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অভিনেতা, ডিরেক্টর, রাইটার, এডিটর এবং কালারিস্ট।

শামস্ সাকী

আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না

শামস্ সাকী › বিস্তারিত পোস্টঃ

দুটো কথা বলতে গ্যালে তৃতীয়টি ঢুশ দ্যায় শঙ্খচিলের মতো

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২




দুটো কথা বলতে গ্যালে তৃতীয়টি ঢুশ দ্যায় শঙ্খচিলের মতো
কী ভিষন রক্তাত্ত কথন।
কী গভীর ক্ষত হয়, কী ব্যাথা কি বোঝা যায়?

একজন একজন করে সারি সারি জমে চলে ক্ষত,
সে কী বুঝেছিল তার কথা এমন
কখনও কাঁকড়া বিছা, কখনও শঙ্খচিল।

এ ক্ষত কি দেখা যায়, না যায় অনুমান
শুধু জ্বলতে হয় দিনভর-রাতভর,
তাই-তো
তার মত তুমিও বোঝনি আমি কেন কাৎরাচ্ছি
ক্ষতহীন, তবুও।।

শঙ্খচিল বলে ডাকি যখন, তখনও বুঝতে শেখনি
কেন তোমার দুটো কথা বলতে গ্যালে তৃতীয়টি ঢুশ দ্যায় শঙ্খচিলের মতো
ও আমার শঙ্খচিল (অসমাপ্ত)




শামস্ সাকী
এপ্রিল ১৬, ২০১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.