![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না
আমার স্বপ্নগুলো আসার আগেই ভেঙ্গে যায়
নীল নীল ফুলগুলো শুকোলে যেমন
সব ছেড়ে তাই কষ্টের চাষে নেমেছি,
ভালবাসাগুলো ও বন্ধু হতে চায়
আমি তাই কষ্টের চাষে নেমেছি,
যখন আমি না থাকলেও
কিছু যায় আসেনা তোমার,
.... এখন আমার কষ্টগুলো বাড়ন্ত
ফলন ভালই হবে মনে হয় আমার মৃত্যুতে...
শামস্ সাকী
April 17, 2016
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০২
শামস্ সাকী বলেছেন: বলেছেন: কারো ভালোলাগলেই আমার ভালোলাগে। ধন্যবাদ সোহানী।
নিচে কিন্তু লেখার তারিখ দিয়েছি। লেখাগুলি জাষ্ট কষ্ট করে টাইপ
করলাম আর কাছু কারেকশন করেছি। আমি আসলে শুধুমাত্র আমার
অভিজ্ঞতা আর ব্যক্তিগত দর্শন ও বিশ্বাস এর আলোকে-ই লিখি।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৬
সোহানী বলেছেন: আপনি একদিনেই ১৪ টা পোস্ট করেছেন, আমিতো ১৪ মাসেও তা পারি না। তবে আপনার জীবনবোধের কবিতাগুলো অনেক ভালোলেগেছে..............................++++++++++