![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না
যাকে বোঝাই সে ছাড়া সকলেই বোঝে,
তোমার আমার কেউ নেই আর,
দিন শেষে আমরা আবার একলা
একটা রাতের অবসন্ন গান
দুপ্রান্তে দুজনেরই চোখে জল,
আর ভাবনাটা,
'ও আমাকে বুঝলো না কখনোই'।।
জানি তোমার আমাকে অনুভবের কমতি ছিলনা
যদিও বলো 'আমিতো বুঝিনা'
তারপরও অর্ধমৃত্যুতেই আমাদের গোর হয়,
তারপর আবারও দুজনের চোখে জল
আর ভাবনাটি,
'ও আমাকে বুঝলো না কখনোই'।।
প্রতিবারেই চাই দুজনেই ভাসবো অনন্ত ভালোবাসায়
দুজনের গ্রহণ হবে সূর্য চন্দ্রকে গিলে খাবার মতো
কখনোই পূর্ণগ্রহণ হয়নি,
ভালোবাসার জটিল ধাঁধাঁয়, কেন?
তারপর আবারও দুজনের অনশন
জলজ ভাবনাটি,
'ও আমাকে বুঝলো না কখনোই'।।
শামস্ সাকী
April 19
©somewhere in net ltd.