নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অভিনেতা, ডিরেক্টর, রাইটার, এডিটর এবং কালারিস্ট।

শামস্ সাকী

আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না

শামস্ সাকী › বিস্তারিত পোস্টঃ

যদি কখনও কষ্ট দিয়ে থাকি সে তোমার কষ্ট ভোলার জন্যই

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৯




দুজনের একলা হেঁটে একলা প্রন্তর দিচ্ছি পাড়ি,
দুজনের একলা নীজেই একলা কখা একাই বলি,
এ কেমন প্রেম আমাদের ছন্নছাড়া ভুলের গাড়ী,
এ কেমন গতি তোমার
আমায় ছাড়া দেবে পাড়ি।।
তখনই অতীত ছিড়ে কষ্ট এসে মন ছিড়ে দ্যায়,
যখনই তুমি আমায় মনে করাও সেই ক্ষতটায়,
এ কেমন কথা তোমার হৃদয় আমার ছিন্ন করে,
এ কেমন রূদ্ধতা, তোমায়
আমায় সীমায় কাঁদায়।।
পরেই দীর্ঘপথে একলা আমি দু'চোখে জল ঢেলেছি,
এ জলে হৃদয় পোড়ে, অস্থি হয়ে অস্থিরতায় একলা মরি,
এ কেমন হৃদয় তোমার পাষান পোড়ে বিদিন করে,
এ কেমন বাস্তবতা, ভাষায়
ঝরে নিঃস্বীমাধার।।
অতঃপর বন্ধ তোমার সব জানালা, সব সকালের সব,
অতঃপর তোমায় নিয়ে একলা আমার কষ্টে ঝড়া,
এ কেমন অভিমান পুষে রেখে যন্ত্রনা দাও রন্ধ্র ছিড়ে,
এ কেমন তুচ্ছ করা, আমায়
তোমার কাছে নিয়ে।।
পুনশ্চঃ তোমার দেয়া কষ্টগুলো ভুলতে গিেয়-ই
কষ্ট দিয়ে তোমায়, আমি কষ্টে ভাসি সব ভুলে।।
তুমি কী বুঝতে পারো এ ব্যাথা শুধুই আমার
আজন্মই নিজের তরে।



শামস্ সাকী
April 22, 2016

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.