নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অভিনেতা, ডিরেক্টর, রাইটার, এডিটর এবং কালারিস্ট।

শামস্ সাকী

আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না

শামস্ সাকী › বিস্তারিত পোস্টঃ

আমি যখন বারবার আস্তাকুঁড়ে পতিত হই

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৮



আমি যখন অনেক সময় পার করে,
আবার ক্র্যাশ খেলাম অন্ধ বোকার মতো,
সে হেসে উড়িয়েই দিল আমারে
তখনকার মতো আমার তো উচিৎ ছিলনা
কথাটা বলা, যখন আমি জানি
উত্তর কী হতে পারে।।

তুমি হেসে উড়িয়ে-ই দিলে আমারে, আর
আমি আরেকবার পড়লাম আস্তাকুঁড়ে,
পরে-ই আছি কারন কথাটা জানিয়ে নীজেকে
বোকা মনে হচ্ছে আমার, যেন কতদিন বোকা হইনি,
আমার বন্দনাতে প্রেম ছিল তা-ই তুমি বোঝনি,

হায় ধরণী দ্বিধা হও, আমার লজ্জা ঢাকার সময় পাইনি,
তবে তুমি বঝিয়ে দিলে আমি মিথ্যুক,
হাহ্ আমি মিথ্যুক, তাহলে (?)
তুমি প্রেমই বোঝনি কোনো কালে।।

আমি সবার মতো তোমাকে চাইনি এতে কী আমার
লজ্জিত হতে হবে? জানিনা, হয়তোবা... .. ;
তবু আমি পরোয়া করিনা সে লজ্জার কারন
ভলোবাসায় লজ্জা নেই, নেই পাপ, নেই অন্যায়
কিম্বা ন্যায়।

আমি শুধু বলতে চেয়েছি আমায় ফেলে দিওনা সোনা,
তবু আমি আবারও আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হলাম,
তুমি মানো অথবা না-ই মানতে পারো,
ভালবেসে ফেলেছি এটা-ই সত্যি।

তুমি না-ও মানতে পারো, তবে ফেলে দিওনা,
আমি আসলে মিথ্যে বলতে শিখিনি হে জাহান আলোয়...
ওওও আমার সর্বনাশের প্রেম, তুমি আমায় আবারও
কাঁদাবে অনেকদিন... ..





শামস্ সাকী
April 23, 2016

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.