![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না
বন্দীত্বের সুররিয়েলিজম
শামস্ সাকী
তপ্ত দাহের হাহাকারে
শ্রান্ত অবসন্ন প্রহরের ফাঁকে,
ঝড়োহাওয়ার মত এলে,
স্নিগ্ধ পরশ বইয়ে
অধর ছুঁয়ে ছুঁয়ে
অনন্ত থির সময়
হৃদয়ের অবগাহনে।।
চঞ্চল হয়ে চমকে উঠে
আত্নার অস্তিত্ত্ব জুড়ে
হঠাৎ ক্লান্তিহীন হয়ে
স্থিরতার বাইরে
চমক চঞ্চলতায়
অবাক ভঙ্কুরতায়
হারাই তোমাতে পুলকে।।
হঠাৎই হানা দিলে
আবারও উধাও হলে
সমস্ত আমিত্ব বিলিন করলে
স্থিরতার বাইরে
চৌচির আমার আমিত্ত্বে
অবাক ভঙ্কুরতায়
হৃদয়ে আত্নার শিৎকারে…
(সেই থেকে পথচেয়ে
তুমি কি আসলে ছিলে
না-কি আমি স্বপ্ন মায়ারর
জালে জড়ায়ে জড়ায়ে বন্দী বিভোর)
৬ জুন, ২০১৯
বসিলা, ঢাকা
©somewhere in net ltd.