নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অভিনেতা, ডিরেক্টর, রাইটার, এডিটর এবং কালারিস্ট।

শামস্ সাকী

আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না

শামস্ সাকী › বিস্তারিত পোস্টঃ

প্রতিবার-ই জানতে চাও কেন স্বপ্নে শুধু নার্সিসেস্ আসেন

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩০

____________________________শামস্ সাকী

প্রতিনিয়তঃ যার থেকে পালাচ্ছো বোকার মতো;
তুমি জানোও না,
সে তোমায় ঘিরে থাকে বায়বীয় কামার্ত সাপের মতো...

সেই তুমি মৃত্যুকে প্রশ্ন করো অবিরাম
"তুমি কিভাবে বাঁচো!!!"
উত্তরও তুমি ভেবে যাও অভিরাম

এমনকি ঈশ্বরও জানেন না ... ...

আচ্ছা কখনো-কি বলেছিলাম তোমায়
নার্সিসেস্ এর কথা,
(আমি) জানি বলেছি

এবার তো বুঝবে কেন আমার এ অন্তহীন নিরবতা।।
আমি জানি তুমি না বুঝেই বলে ফেলবে
"ওই সাপটা দিয়ে তুমি তোমাকেই বুঝাও"

হাঃ হাঃ হাঃ

তোমাকে কে বোঝাবে , আমিওতো সাপটার নিঃশ্বাস টের পাচ্ছি...

তুমি দেখে নিও আরেকবার নার্সিসেস্ কেন নিরব হয়ে আছেন!!!


২২ সেপ্টেম্বর, ২০১৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.