![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না
আমি লজ্জিত হই, ফেব্রুয়ারী এলে
___________________শামস্ সাকী
আমি লজ্জিত হই, ফেব্রুয়ারী এলে
যখন
চরিত্রাহতরা লাজভুলে, বাঙহিন্দলিশ ছেড়ে,
বাংলায় খেলার তীব্র চেষ্টারত, হাটে-মাঠে-ঘাটে-বইমেলায়;
লিটারেচার প্রোমোট এলিট লক্ষন নয় কী!!!
(যেন জোকার চরিত্রে অস্কার জয়ের লড়াকু সৈনিক; স্বগতঃ)
আমি লজ্জিত ২১শে তে
আমার ভাইয়ের রক্তে রাঙানো শহীদ মিনার মুখে
প্রভাত ফেরীতে ফুল হাতে
সহগামী বোনটির শরীর অনুধাবনে ভাইটির- নিমগ্ন প্রচেষ্টা;
আহা, সরি।।
জানি আমি আবাল প্রাচীনপন্থী।।
আবার লজ্জিত বেরসিক আমি, যখন
পড়ন্ত বেলায় মাইকে বেজে ওঠে উৎসবের গান,
" মঞ্জিলিয়েন না ডোর কোই/ লেকে আপনা রাঙ
রাহুন মেইন মালাঙ, মালাঙ, মালাঙ...হায় রে"
লেটেষ্ট গানে-বিনোদনে একুশ উদযাপন…
আমি বড্ড বেরসিক, অসামাজিক
যেন পিছিয়ে পরা এক প্রাগৈতিহাসিক আধামানব;
অশেষ চেষ্টার পরও রপ্ত হয়নি আদব
কিম্বা হয়তো আমি বুদ্ধি প্রতিবন্ধী, অপারগ।।
... তারপর একদিন ফেব্রুয়ারী চলে যাবে,
স্বমুর্তি ফিরে পাবে চলবে ভাষা-ধর্ষণ
মোড়ে বাজতে থাকবে,
"লেকে আপনা রাঙ রাহুন
মেইন মালাঙ, মালাঙ, মালাঙ..."
আমি আবারও লজ্জিত রবো; ফেব্রুয়ারী তক।।
২১শে ফেব্রুয়ারী, ২০২০
মহানগর প্রজেক্ট, রামপুরা, ঢাকা।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৭
সোহানী বলেছেন: সাকী ভাই, পৃথিবীর কোন কিছুই স্থায়ী নয়। প্রয়োজনে সব কিছুই বদলায়। সেটা ভাষা, কালচার বা চিন্তাধারা সবকিছুই। কোনভাবেই এটাকে আমরা রুখতে পারবো না। একসময় যে সাধু ভাষার প্রচলন ছিল এখন সেটা জাদুঘরে। এভাবে অনেক কিছুর প্রভাব পড়ে ভাষার উপর। যাহোক বিকৃতভাবে কথা বলা এটা গর্হিত অপরাধ যা আমরা এখন করছি। আসলে আমরা না পারি ভালো ইংলিশ বলতে না পারি ভালো বাংলা বলতে। যার কারনে এ ধরনের জগাখিচুরি ভাষার আধিক্য দেখা যাচ্ছে এখন।
কবিতায় ভালোলাগা।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩
শামস্ সাকী বলেছেন: এ কবিতাটি মুলতঃ যে বা যারা আমাদের সুন্দর ভাষাাকে বিকৃত করছে, তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ।